আপনি Code Blocks Software Download করতে হলে এখানে ক্লিক করুন। তাহলেই Download Option চলে আসবে এবং Download করে নিন। এবার install দেওয়ার পালা আপনি code blocks software এ গিয়ে Double Click করুন। এবং install Option চলে আসবে।
এবং install দিয়ে ফেলুন। এখন Hello Word Print করার পালা, Hello Word Print করতে হলে প্রথমত যেটা করতে হবে সেটা হলো Code Blocks Software টি ওপেন করুন। এবং Ctrl+Shift+N চেপে একটা empty file তৈরী করুন সাথে সেভ দেন।
এবং লেখুন প্রথমে #include<stdio.h>
int main{
printf("Hello Word");
return 0;
}
এবং Hello Word print করবে। এতে ও যদি আপনি না বুজেন চিন্তার কোনো কারন নাই। আপনার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে তা হলো আপনার জন্য দুইটি ভিডিও রয়েছে। এই ভিডিওর মধ্যে রয়েছে কিভাবে Code Blocks Software Download and Install করবেন। এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ভিডিওর মধ্যে রয়েছে কিভাবে Hello Word Print করবেন। এই ভিডিওটি দেখুন।
ধন্যবাদ এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন।
আমি মামুন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মামুন হাসান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।