উইন্ডো্জ XP কে বদলে নিন উইন্ডোজ সেভেনে ….

প্রথমে আপনাদের আমার সালাম। ২০১১-এর আমার প্রথম টিউনে সবাইকে স্বাগতম। আমাদের অনেকের-ই উইন্ডোজ সেভেন প্রতি অনেকটা আগ্রহ আছে তার কারণ হল এর নতুন্ত, অনেকের-ই অনেক ইচ্ছা উইন্ডোজ সেভেন ব্যবহার করার কিন্তু আপনার কাংক্ষিত উইন্ডোজ এর সিডিটি আপানার কাছে নেই, আবার অনেকের কাছে সিডি আছে কিন্তু ইন্সটল করার জন্য এত সময় নেই, কি দরকার এত জামেলার...? আসুন আপনাদের দেখাই কি করে উইন্ডো্জ XP কে উইন্ডোজ সেভেন-এ বদলে নেওয়া যাই। এর জন্য আপনাকে 35.4 MB-এর একটা software (Seven Transformation Pack 5.0) install করতে হবে। software-টি install শেষে কম্পিউটার Restart হবে তার পর দেখুন কি হয়েছে। ডাউনলোড করোন এখান থেকে। ভাল লাগলে মন্তব্য করবেন ***HFBB***

Level 0

আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কারেন্ট নেই।আসামাত্র দেখবো।আচ্ছা এটা কী থীম নাকী

প্রথম টিউনের অভিনন্দন জানাচ্ছি। ট্রান্সফরমেশন প্যাক দিয়ে এক্সপি কে সেভেন করা যায়না, শুধু বাইরের চেহারার পরিবর্তন করে সেভেন এর “কাপড়” পরানোর মত ব্যাপার। দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না। এই সমস্ত ট্রান্সফরমেশন প্যাক ব্যবহার করার অভিজ্ঞতা খুবই খারাপ। রেজিস্ট্রি এডিট আর সিস্টেম ফাইল রিপ্লেস করে আমার পিসির পুরো অপারেটিং সিস্টেম এর বারোটা বাজিয়ে দিয়েছিল। শেষমেষ উইন্ডোজ রিইন্সটল করতে বাধ্য হয়েছি 🙁 …পরে খুঁজে বের করেছি WindowsBlinds নামের একটা সফটওয়্যার, দারুন স্ট্যাবল। ওইটার সাথে লাগান Intime- Aero Xtreme 7 থিম- এক্সপিতে প্রায় নিখুঁত উইন্ডোজ ৭ এর লুক পাবেন – http://rafimahmud.files.wordpress.com/2010/05/1gkjme-2.jpg

বিস্তারিত জানতে ঢু মারতে পারেন- http://rafimahmud.wordpress.com/2010/05/21/xp2win7/

    slow হবে নাতো ভাই????

    র‍্যাম নূন্যতম ৫১২মেগাবাইট হলে ভাল হয়। আমি ব্যবহার করছি প্রায় বছরখানেক হল, মেশিন স্লো হয়নি একেবারেই। আর সবচেয়ে ভাল ব্যাপার WindowsBlinds এর দারুন স্ট্যাবল এবং স্মুথ পারফরমেন্স। টাকা থাকলে সফটওয়্যারটার নতুন ভার্সনটা কিনে ফেলতাম 🙂

    ভাই, আমার ৭৬০ MB RAM, Processor Celeron 2.4GHz, XP SP2 ব্যবহার করছি।
    Windows blinds+theme টি use করলে কেমন হবে?

    @সজীব ভাই আপনার কনফিগারেশন যথেষ্ট। ৭৬০ মেগাবাইট র‍্যামে ফুল পারফর্মেন্স পাবেন, use করেই দেখুন।

    @আকাশ_পাগলা আপনার দেয়া লিংকটা extended version নয়, Aero Xtreme 7 XP থিমের মূল সৌন্দর্য aero effect যেটার জন্যে WindowsBlinds এর extended version মাস্ট । আর ৬.২ এর পর কোন ভার্সনকে ক্র্যাক বা প্যাচ করতে পারবেন না। টরেন্ট সাইট আর সব ফোরামে ঘুরে হতাশ হতে হয়েছে, কোন প্যাচই কাজ করেনা 🙁 … তাই ৬.২ নিয়েই খুশি থাকা ছাড়া উপায় নেই

    ভাই প্যাচ করবো কিভাবে ? ক্লিক করলে WbSrv.dll ফাইলটা ওপেন করতে বলে। কিভাবে করবো?????

প্রিয়তে এবং টেঁকটিউনে আপনাকে স্বাগতম। এখানে আমিও নতুন। ধন্যবাদ

রাফি ভাই আমি আপনার সাথে মোটেই এক মত হতে পারলাম না কারন আমি আপনার দেয়া সফটওয়্যারটি ব্যবহার করেছি প্রায় নিখুঁত উইন্ডোজ ৭ এর লুক পাইনি।

    ভাই, আপনি কোথাও একটা ভুল করেছেন। WindowsBlinds-ই একমাত্র সফটওয়্যার যা কিনা এক্সপিতেও সেভেনের মত টাস্কবার, উইন্ডোটাইটেল ও বর্ডারে Aero ইফেক্ট দিতে পারে। আর Aero Xtreme 7 XP এখন পর্যন্ত এক্সপির জন্য সেভেন এর সেরা থিম; একথা আমার না- ডেভিএন্ট আর্টের বাঘাবাঘা গ্রাফিক্স ডিজাইনাররা একবাক্যে স্বীকার করেছেন। তারপরও যদি সন্দেহ থাকে, তাহলে দেখুন আমার নিজের পিসি থেকে তোলা দুইটা স্ক্রিনশট-
    http://rafimahmud.files.wordpress.com/2010/05/win7.jpg
    http://rafimahmud.files.wordpress.com/2010/05/1gkjme-2.jpg

Level 0

Thanks a lot.

টিউনটা আসলে কার?

    টিউন হোসেইন আহমেদ ভাই্য়ের, দূর্ভাগ্যবশত কমেন্টগুলা আমার। আমি নিজের টিউনে কমেন্ট করা হয়না, তাই দুধের সাধ ঘোলে মেটাচ্ছি আর কি! আশা করি হোসেইন ভাই মাইন্ড করবেন না 😉

    দেবাশীষ ভাই টিঊনটা আমার (হোসাইন) আমি আসলে অনেক ব্যস্ত তাই কারো প্রশ্নের উওর দিতে পারিনি। যারা আমার টিউনটা পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আর বিশেষ ধন্যবাদ “””রাফি মাহমুদ””” ভাই কে কারণ উনি সবার প্রশ্নের উওর দিয়েছেন।

    আপনার ধন্যবাদ প্রফুল্ল চিত্তে গ্রহণ করিলাম 🙂 আলসেমির জন্যে টিউন লেখা হয়না, কমেন্ট করতে ভালই লাগছে। নিজের এই পরিবর্তনে নিজেই অবাক হচ্ছি!! ক্লান্তিহীনভাবে বিশাল বিশাল কমেন্ট লিখে চলেছি। দেখুন অবস্থা- https://www.techtunes.io/sci-tech/tune-id/49447/

vai amar RAM 256 and processor cleron -2.00 GHZ….ei config slow hobe ….

    আপনার পিসিতে হবেনা ভাই, দুঃখিত। এত কম র‍্যাম ও প্রসেসর নিয়ে এক্সপির ডিফল্ট থিম ছাড়া গতি নাই। পারলে র‍্যামটা একটু বাড়ায় নিয়েন ভাইজান

ভাই ডাউনলোডে দিলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ

Level 0

আমিও ডাউনলোডে দিলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

আমিও৷

সব ঠিক আছে কিন্তু আইকনের সাইজ বেশি বড় লাগতেসে,এইটাকে ছোট করে কিভাবে?

উপরে ফিটফাট ভিতরে সদরঘাট দরকার নাই।