বিসমিল্লাহহির রাহমানের রাহীম।
আজকে আমি C Programming Language এর Symbolic Constant সম্পর্কে আলোচোনা করব।
Symbolic Constant: Symbolic Constant হচ্ছে কত গুলো Character এর প্রতিনিধি।এ Character গুলো Numeric constant, Character constant অথবা String constant হতে পারে।
কোন প্রোগ্রামে একই কথা বার বার লেখার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য Symbolic Constant ব্যবহার করা হয়।
সাধারনত প্রোগ্রামের শুরুতে Symbolic Constant লিখা হয়।
এটি নিম্মক্ত ভাবে লেখা হয়।
#define name constant
Name এর জাগায় Symbolic Constant টা কি নামে সংঞ্জায়িত করবেন তা লিখবেন।এবং constant এর জাগায় Character টা লিখবেন।
মনে রাখতে হবে যে Symbolic Constant এর পরে কোন সেমিকোলন হবে না।
Symbolic name টা বড় হাতের লিখলে ভালো হয়। Identifier থেকে আলাদা করে চেনা যায়। একটা উদাহরন দিয়ে আবার সব বলছিঃ
এই প্রোগ্রামে #define PI 3.1415926535897 দ্বারা একটি Symbolic Constant লিখা হয়েছে। PI দ্বারা Symbolic Constant টির নাম এবং 3.1415926535897 দ্বারা Character টি নেওয়া হয়েছে।
প্রোগ্রামের ভিতর যখন 3.1415926535897 লিখা প্রয়জন তখন PI লিখলেই হবে। কারন আমরা PI এর মান 3.1415926535897 প্রোগ্রামের প্রথমেই ধরে নিয়েছি। এটা তো ছোট প্রোগ্রাম। বড় প্রোগ্রাম হলে এবং 3.1415926535897 এর মত বড় সখ্যা বার বার লিখা লাগলে তখন Symbolic Constant ব্যবহার করা হয়।
এখানে একটি বৃত্তের পরিধি পরিমাপের জন্য প্রোগ্রাম লিখা হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ r হলে আমরা জানি পরিধি । বা
তাই r এর যেকোন মান আমরা input হিসেবে নিয়ে বৃত্তের পরিধি পরিমাপ করতে পারি।
আজকের মত এতটুকুই।
কেমন হলো জানবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
তাহলে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আপনি এটা চালিয়ে যেতে পারলেন।