সফটওয়ার ডেভেলপারদের জন্য,যারা বারকোড নিয়ে কাজ করতে চান

সবাইকে সালাম,

সফটয়ার ডেভেলপ করতে গিয়ে আমি বারকোড তৈরী করার কোন ফ্রী Activex Control পাচ্ছিলাম না । কিছু ফন্ট পেয়েছিলাম তবে আমি সেগুলোতে সন্তুষ্ট থাকতে পারছিলাম না। বাকী সব Activex Control কমার্সিয়াল।তাই ভাবলাম নিজেই একটা তৈরী করি।

যা কথা তাই কাজ,আমার তৈরী Activex Control টি Code39 বারকোড তৈরী করতে পারে,এবং এই বারকোড যে কোন বারকোড রিডার পরতে পারে।এটি ব্যবহার করতে কোন ফন্ট লাগেনা।

ss1

কেও উপকৃত হলে খুশি হব

এইখান থেকে ডাউনলোড করুন(4shared)

সফটপিডিয়া লিঙ্ক

ভালো লাগলে Code128 ও EAN দিয়ে আর একটি ভালো Activex Control

বানানোর চেস্টা করব।

ভালো লাগুক , খারাপ লাগুক প্লিজ জানাবেন

প্রসংসাই হোক আর নিন্দাই হোক আমার জন্য উপকারীই হবে।

Level 0

আমি এনাম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এনাম আহমেদ, আদর্শ অলস বলতে যা যা লাগে সব ই আমার আছে। গত ৮ বছর যাবত কম্পিউটার এর সংস্পর্শে আছি। ভালো লাগে প্রোগ্রামিং করতে।বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন “IDAutomationCode39” Font দিয়ে কাজ করতাম । but এখন VB6 দিয়েই হবে জ়েনে ভাল লাগছে । আমার running project এ এটা খুভই কাজে লাগবে । So many many Thanks……..

Level 0

ভাই আমি বারকোড নিয়ে কাজ করি। আমার প্রশ্ন হলো, সকল বারকোডের জন্য আলাদা আলাদা নাম বা নাম্ভার থাকে। আপনার এখানে কতগুলো নাম বা নাম্ভার সংরক্ষন করা যাবে। এই ব্যাপারে কনো লিমিটেশন আছে কি?? ধন্যবাদ।

Level 0

ভাই আমারে ব্যাংকের চেক প্রিন্ট করার জন্য একটা Software বানিয়ে দিবেন ।

Level New

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাজে আসছে দেখে ভাল লাগল।কারো সোরর্স দরকার?

    অনেক ধন্যবাদ।
    সোর্স কোডটি পাঠালে খুশী হবো।
    যদি আরও একটু বিস্তারিত লিখতেন, তাহলে ভাল হত।
    যেমন, এটাকে কী কাজে, কীভাবে ব্যবহার করা যাবে ইত্যাদি।
    ভাল থাকবেন।

    আমার ই-মেইল আই.ডি. [email protected]

নিন্দনীয় কেন হবে অবশ্যই ভাল টিউন ।ধন্যবাদ ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।