প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি++ কম্পাইল করবেন যেভাবে

এখান থেকে Borland C++ compiler 5.5 (for Windows platform) ডাউনলোড করুন ।
ডাউনলোড হয়ে গেলে freecommandlinetools.exe ফাইলটি রান করুন । install সাধারনত C:\Borland\BCC55 এ সম্পন্ন হবে ।
Borland C++ compier install করার পর ২টি নতুন .txt  ফাইল ওপেন করুন ।
প্রথম New Text Document.txt ফাইলটিতে নিচের লাইন দুটি কপি করুন ।

-I”c:\Borland\Bcc55\include”
-L”c:\Borland\Bcc55\lib”

অতঃপর ফাইলট রি-নেম করুন New Text Document.txt  থেকে  bcc32.cfg  তে ।

এখন ২য় New Text Document (2).txt ফাইলটি ওপেন করুন এবং নিচের লাইনটি কপি করুন
-L”c:\Borland\Bcc55\lib”

অতঃপর ফাইলট রি-নেম করুন New Text Document (2).txt  থেকে  ilink32.cfg এ ।
এখন bcc32.cfg এবং ilink32.cfg ফাইলদুটি  C:\Borland\BCC55\Bin এ কপি করে দিন ।

.C (example.c) ফাইল কম্পাইল করার জন্য প্রথমে ফাইলটি C:\Borland\BCC55\Bin
তে কপি করুন অতঃপর নিচের ধাপ অনুসরন করুন
(Start-<Run-<type cmd-<Enter)

C++ Compiler

এখান থেকে CD command এর মাধ্যমে C:\Borland\BCC55\Bin এখানে প্রবেশ করুন ।

{ cd/-<cd Broland-<cd BCC55-<cd Bin }

এখন example.c ফাইলটি কম্পাইল করার জন্য এবার bcc32 example.c কমান্ড করুন ।

যদি no error আসে তাহলে ফাইলটি একজিকিউট হবে এবং example.exe তৈরী হবে ।

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ বার পড়লাম- বুঝি নাই কিছু…..
২ বার পড়লাম – এবারও বুঝি নাই……

    এটা সি++ কম্পাইল করার সফ্টওয়্যার। অনেক সময় সোর্চ কোড দেয়া থাকে যেমন Anything.C
    এক্ষেত্রে শুধুমাত্র ফাইলটিকে কম্পাইল করলেই Anything.EXE ফাইল পাওয়া যায় । তাই সি++ ইন্সটল না করেও এই পদ্ধতিতে Anything.C ফাইল কম্পাইল করে Anything.EXE ফাইল পাওয়া সম্ভব । টিউনটিতে তই বোঝানো হয়েছে ।

মনে হল যেন কম্পেইলারই বানান শিখালেন।
সহজ কিছু দিতে পারতেন, খুব কঠিন লাগলো।
Turbo c++, code::Blocks ইত্যাদি

    সহজ কিছু তো সবসময়েই শেখেন । মাঝে মাঝে কঠিন কিছুও শিখতে হয় । আর এটা আমার মনে হয় তত কঠিন কিছু না । যাষ্ট সি++ ইন্সটল না করেও এই পদ্ধতিতে Anything.C ফাইল কম্পাইল করে Anything.EXE ফাইল তৈরী করাই বোঝানো হয়েছে ।