নিজেই নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটারের USB পোর্ট

নিজের ইচ্ছায় নিয়ন্ত্রন করুন আপনার USB Port. যখন ইচ্ছা তখনই চালু বা বন্ধ করুন । আপনি চাইলে আপনার বন্ধু কিংবা অন্য কারো USB Port ব্লগ করে দিতে পারেন ।

প্রোগ্রামিং সি ইন্সটল করা না থাকলে ইন্সটল করুন । C ড্রাইভে গিয়ে TC অতঃপর BIN ফাইলটি ওপেন করুন এবং TC তে ক্লিক করে উইনডোস ওপেন করুন ।

    #include<stdio.h>

    void main()

    {

    system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");

    }

ফাইলটি block_usb.c দিয়ে সেভ করুন ।

সেভ করার পর কম্পাইল করার জন্য Alt-F9 প্রেস করুন । কম্পাইল হয়ে গেলে F9 প্রেস করুন EXE ফাইলকে জেনারেট করার জন্য । আর ইরর দেখালে কোডটি ভালভাবে চেক করুন।

তবে সাবধান CTRL-F9 প্রেস করবেন না । তাহলে ফাইলটি আপনার পিসিতেই রান হয়ে যাবে।

পুনরায় কম্পাইল করুন এবং EXE ফাইলটি জেনারেট করুন । ব্যস তৈরী হয়ে USB Block এপ্লিকেশন ।

টেষ্ট করুনঃ

আপনার পিসির USB Port এ পেনড্রাইভ লাগিয়ে চেক করে দেখতে পারেন ।

একইভাবে আবার নিচের কোডটি টাইপ করুন এবং ফাইলটি unblock_usb.c দিয়ে সেভ করে রাখুন ।

    #include<stdio.h>

    void main()

    {

    system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");

    }

সেভ করার পর কম্পাইল করার জন্য Alt-F9 প্রেস করুন । কম্পাইল হয়ে গেলে F9 প্রেস করুন EXE ফাইলকে জেনারেট করার জন্য । আর ইরর দেখালে কোডটি ভালভাবে চেক করুন।

পুনরায় কম্পাইল করুন এবং EXE ফাইলটি জেনারেট করুন । ব্যস তৈরী হয়ে USB UnBlock এপ্লিকেশন ।

টেষ্ট করুনঃ

পুনরায় আপনার পিসির USB Port এ পেনড্রাইভ লাগিয়ে চেক করে দেখতে পারেন ।

আমার ব্লগ দেখতে

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

block_usb.exe, USB UnBlock.exe আপ্লিকেশনটা আপনি তৈরি করে মিডিয়াফায়ারের লিঙ্ক দিলে ভাল হত না?
সবার পিসিতে কি সি ইন্সটল থাকে নাকি ?

    ভালো লেগেছে

    ধন্যবাদ, সবাই বিস্তারিত জানতে চায় ।
    আমার বিগত টিউনগুলোতে পাওয়া মন্তব্য ছিল এরকম । তাই বিস্তারিতই লিখলাম ।
    তবে পরবর্তীতে আলাদা আলাদা করে দেয়ার চেষ্টা করব ।

    Level 0

    একমত

Level 2

আপনাকে ধন্যবাদ …..!!!!!!!!
http://bdnet2u.blogspot.com/

অনেক ধন্যবাদ

জয় হোক সি এর।

আপনার ব্লগের কবিতা সুন্দর, অনেকক্ষণ ধরে পড়েছি… মজা লাগছে…… কবিতাগুলা কে লেখছে ?

    ধন্যবাদ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাই আমার ছোট্ট ব্লগটা ভিজিট করার জন্য ।
    “নীল রং” কবিতাটি কালেকশনে ছিল , অনেক ভালো লাগত তাই শেয়ার করেছি ।
    আর “শেষের কবিতা” নামক কবিতাটি রবী ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাস থেকে নেয়া ।

ভাই সি ইনস্টল নাই। আপনি ফাইলটা বানিয়ে মিডিয়াফায়ারে আপলোড করেন না প্লিজ।

অনেক দিন আগে একটি Blog-এ দেখেছিলাম। ব্যবহার ও করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম PC কোন কারনে ঠিকমত বন্ধ না হলে এটি একটু ঝামেলা করে (আনলক হয়ে যায়)। তাই পরে বাদ দিলাম ব্যবহার করা। যাই হোক শেয়ার করার জন্যে ধন্যবাদ।

    ধন্যবাদ, তবে পিসি ঠিকমত বন্ধ না হলে পিসির অনেক সমস্যাই হয় শুধু এটাই না ।

Level 0

ভালোই হয়েছে। ধন্যবাদ

ধন্যবাদ টিউনটি করার জন্য

    আপনাদের অনুপ্রেরনায় ভাল কিছু উপহার দিতে সাহায্য করবে ইনশাল্লাহ ।

অনেক জটিল টিউন ধন্যবাদ।