নিজের ইচ্ছায় নিয়ন্ত্রন করুন আপনার USB Port. যখন ইচ্ছা তখনই চালু বা বন্ধ করুন । আপনি চাইলে আপনার বন্ধু কিংবা অন্য কারো USB Port ব্লগ করে দিতে পারেন ।
প্রোগ্রামিং সি ইন্সটল করা না থাকলে ইন্সটল করুন । C ড্রাইভে গিয়ে TC অতঃপর BIN ফাইলটি ওপেন করুন এবং TC তে ক্লিক করে উইনডোস ওপেন করুন ।
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
}
ফাইলটি block_usb.c দিয়ে সেভ করুন ।
সেভ করার পর কম্পাইল করার জন্য Alt-F9 প্রেস করুন । কম্পাইল হয়ে গেলে F9 প্রেস করুন EXE ফাইলকে জেনারেট করার জন্য । আর ইরর দেখালে কোডটি ভালভাবে চেক করুন।
তবে সাবধান CTRL-F9 প্রেস করবেন না । তাহলে ফাইলটি আপনার পিসিতেই রান হয়ে যাবে।
পুনরায় কম্পাইল করুন এবং EXE ফাইলটি জেনারেট করুন । ব্যস তৈরী হয়ে USB Block এপ্লিকেশন ।
টেষ্ট করুনঃ
আপনার পিসির USB Port এ পেনড্রাইভ লাগিয়ে চেক করে দেখতে পারেন ।
একইভাবে আবার নিচের কোডটি টাইপ করুন এবং ফাইলটি unblock_usb.c দিয়ে সেভ করে রাখুন ।
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
}
সেভ করার পর কম্পাইল করার জন্য Alt-F9 প্রেস করুন । কম্পাইল হয়ে গেলে F9 প্রেস করুন EXE ফাইলকে জেনারেট করার জন্য । আর ইরর দেখালে কোডটি ভালভাবে চেক করুন।
পুনরায় কম্পাইল করুন এবং EXE ফাইলটি জেনারেট করুন । ব্যস তৈরী হয়ে USB UnBlock এপ্লিকেশন ।
টেষ্ট করুনঃ
পুনরায় আপনার পিসির USB Port এ পেনড্রাইভ লাগিয়ে চেক করে দেখতে পারেন ।
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
block_usb.exe, USB UnBlock.exe আপ্লিকেশনটা আপনি তৈরি করে মিডিয়াফায়ারের লিঙ্ক দিলে ভাল হত না?
সবার পিসিতে কি সি ইন্সটল থাকে নাকি ?