জাভা প্রোগ্রামিং বাংলা ভিডিও টিউটোরিয়াল | পর্বঃ ১

programming Like

আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই হয়তো জানেন প্রোগ্রামিং কি? আপনাদের মনে প্রোগ্রামিং সম্পর্কে ভীতি থাকতে পারে? তবে আমি এখন থেকে তা দূর করবো। আমি আজ থেকে জাবা প্রোগ্রামিং এর যাত্রা শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং সম্পর্কে আমাদের সবার ভীতি আছে? কিন্তু কম্পিউটার মানেই প্রোগ্রামিং। প্রোগ্রামিং কোন কঠিন কিছু না। একটু শিখলেই আপনার কাছে সহজ মনে হবে। প্রোগ্রামিং হলো আপনি যা বলবেন কম্পিউটার আপনার জন্য করবে।

প্রোগ্রামিং এর মধ্যে জাভা একটা ল্যাংগুয়েজ। এবং জাভা একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

প্রোগ্রামিং এর পর্যায় এলে আমরা দূরে যাই , ভাবী প্রোগ্রামিং আমার জন্য নয়। যারা মেধাবি, গণিত ভাল জানে তাদের জন্য।

মেধাবী আপনিও , আপনিও প্রোগ্রামিং করতে পারেন । এজকেই প্রোগ্রামিং এর খাতায় আপনার নাম লিখিয়ে নিন।

প্রোগ্রামিং হল কম্পিউটার কে বলা যে কম্পিউটার আপনার জন্য কি করবে।

আমারা সবাই অপারেটিং সিস্টেম ব্যবহার করি কেও উইন্ডোজ আবার কেও বা লিনাক্স আবার কেও ম্যাক।

এই অপারেটিং সিস্টেম গুলো প্রোগ্রামিং দিয়ে তৈরি।

উইন্ডোজ ডেভেলপ করা হয়েছে C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে ।

তবে বিলিয়ন ডিভাইস জাভা দিয়ে চলছে ।

যেমন আমারা অনেকে Android মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি।

সেই APP গুলো জাভা দিয়ে ডেভেলপ করা, আপনিও করতে পারেন ।

তবে প্রথমে আপনাকে বেসিক জাভা জানতে হবে।

আমি বাংলায় পরগ্রাম্মিং তুলে ধরব আপনাদের সামনে এবং তা ভিডিও এর মাধমে।

সুতরাং প্রোগ্রামিং আপনাদের কাছে সহজ হয়ে যাবে।


কিছু প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন এবং উত্তরঃ

১। আমি জাভা দিয়ে প্রোগ্রামিং শুরু করতে চাই আমার কি এর আগে অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে;

উত্তরঃ আপনাকে কোন ল্যাংগুয়েজ জানতে হবে নাহ, আপনি জাভা দিয়ে শুরু করুন । এবং আপনার কাছে আমি বাংলায় সহজ ভাবে উপস্থাপন করব।

২। আমাকে কি গণিত এ পারদর্শী হতে হবে?

উত্তরঃ অবশ্যই নাহ! আপনাকে শুধু যোগ, বিয়োগ, গুণ ,ভাগ জানলেই হবে। তবে গেম ডেভেলপ করতে গেলে আপনাকে একটু গণিত জানতে হতে পারে তবে প্রথমের দিকে একে বারেই নাহ!

 

আমি বেসিক শেষ করে ২ টা দিকে আমার ভিডিও টিউটোরিয়াল বিভক্ত করব (১) Windows GUI APP (২) মোবাইল App Development.


 

তাহলে প্রথম টিউটোরিয়াল এ চলে যাইঃ এবং আশা করি ভাল লাগবে। 

 


 

First Tutorial Software's Download Link:
প্রথম টিউটোরিয়াল এর সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ
1.http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html
2. http://www.eclipse.org/downloads/

 


 

"প্রোগ্রামিং লাইক"  ProgrammingLike(ProgrammingInBengali)

ফেসবুক এ ProgrammingLik3____

Like Me Hare On faceBook.

http://www.facebook.com/programmingLike

Level 0

আমি programmingLike। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান ভাই। আমি আছি আপনার সাথে।

    @ইউনুস আহমেদ কোমল: Thank You. And for your Comment hare. I am Glad You liked It. Hope You also enjoyed!

      @programmingLike: I have also thought,I will enjoy.

        @ইউনুস আহমেদ কোমল: আপনাকে ধন্যবাদ!
        আশা করি আপনার মত TECHTUNES এর ইউসাররা আগ্রহী হবে!

আমি ১৯৯৯ সালে পেন্টাসফ্ট থেকে জাভার উপর সার্টিফিকেট করি। কিন্তু কোন কাজে লাগেনি। অনেক বছর পরে PHP এর উপর “Certified PHP Developer” হই, যা কাজে লাগছে। তবে এখন বিভিন্ন মোবাইল অ্যাপে জাভা কাজে লাগছে শুনছি। আপনি আশাকরি কাজে লাগা জাভা শেখাবেন।

    @writerbuddha: আপনাকে ধন্যবাদ । আপনি সঠিক জায়গায় সঠিক ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কাজে লাগাতে পারেন নি।
    আমি বেসিক টা কমপ্লিট করে উইন্ডোজ অ্যাপ এবং Andriod অ্যাপ ।
    আমি লাভের কথাতে যেতে চাই নাহ! কারণ আই বিষয়ে সবাই অবগত ।

    @writerbuddha: আজকে প্রোগ্রামিং করে অনেকেই সফল যারা বলতে গেলে বিশেষ ভাবে সফল । আপনি একটু গুগল ব্যবহার করুন এবং আশা করি সফটওয়্যার প্রোগ্রামিং সম্পকে আপনার ভুল ধারনা ভেঙ্গে যাবে।

Level 0

ধন্যবাদ। আমি BBCL এর SQL+Visual Basic+Crystal Report+Office 2003 soft সম্মেলিত BBCL এর একটি সফটওয়্যার ব্যবহার করি। এতে একটি বেকআপ .dmf ডাটাবেজ তৈরি হয়। কিন্তু কারণবসত নতুন উইন্ডোস ইনস্টল দেয়ার পর .dmf ডাটাবেজ File টি নতুন পিসিতে সেট করা, কনভার্ট করা, SQL সফটওয়্যার এর মাধ্যেমে ডাটাবেজে কাজ করা ইত্যাদি জানা খুবই জরুরী। অনুগ্রহ করে জানা অভিজ্ঞতা বা পরামর্শ শেয়ার করবেন কি?

Level 2

কি কজে লাগবে ভাই

    @kalamfaim: Andriod এ্যাপ বানাইতে পারবেন 🙂

      @নিলয় সরকার: আমার পরিকল্পনা টা সেই রকমই। আমরা Andriod অ্যাপ বানাব !~

    @kalamfaim: আমরা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতে পারি । যেমনঃ উইন্ডোজ, Android APP ( Application) ।

ভালো ঊদ্যোগ __
চালিয়ে যান বস 🙂

    @নিলয় সরকার: আপনাকে ধন্যবাদ! সাথেই থাকবেন।

Level 2

আমার ADT bundle আছে eclispe সহ। codeblocks ও আছে। আমার কি এই oracle টুলস ডাউনলোড দিতে হবে?

    @omi97: সেটা নির্ভর করছে আপনার জাভা JDK ইন্সটল করা আছে কি না। যদি থাকে তাহলে প্রয়োজন নেই আর না থাকলে আপনাকে ইন্সটল করতে হবে।