- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০১] :: শুভ সূচনা
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০২] :: ভ্যরিয়েবল এবং স্ট্রিং ও ডাটা ইনপুট
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৩] :: পাইথন কমেন্ট। এটা কি, কেন, কিভাবে ব্যবহার করতে হবে
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৪] :: পাইথন While Loop
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৫] :: পাইথন While looop এর বিস্তারিত
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৬] :: পাইথন IF statement এর বিস্তারিত
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৭] :: পাইথন Def Function
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৮] :: পাইথন For Loop ও Boolean Expressions
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৯] :: পাইথন এর লিস্ট আসলে কী, কেন, ও কীভাবে এটি ব্যবহার করতে হয়
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১০] :: পাইথন মডিউল
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১১] :: দুটি মজার প্রোগ্রাম ও আপনাদের কাজ
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১২] :: পাইথনিয়ার দের জন্য বই এর সমাহার
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৩] :: গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ সফটওয়্যার তৈরী
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৪] :: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৫] :: গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ সফটওয়্যার তৈরী (মেনু ও সাবমেনু তৈরী )
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৬] :: পাইথনে সিস্টেম প্রোগ্রামিং ( অপারেটিং সিস্টেম ও ফাইল নিয়ে কাজ )
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৭] :: পাইথনে সিস্টেম প্রোগ্রামিং – ২ ( অপারেটিং সিস্টেম ও ফাইল নিয়ে কাজ )
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৮] :: পাইথনে ওয়েব ডেভলপমেন্ট এর ৭ কাহন
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-১৯] :: পাইথনে মডিউল ইনস্টল ও ৩.৩ ও ২.৭ এর মধ্যে পার্থক্য
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২০] :: পাইথনে একটা খুবই সিম্পল টেক্সট এডিটর বা ফোনবুক বা দোকানের হিসাব রাখার প্রোগ্রাম তৈরী করা
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২১] :: পাইথনে দুটি লজিক্যাল প্রোগ্রাম ও সাপলুডু গেম তৈরীর বেসিক ফাংশন
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২২] :: পাইথন ল্যাংগুয়েজ দিয়ে কিছু হ্যাকিং টুলস তৈরী করা ও ইউজ করা
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৩] :: পাইথনের কোড এন্ড্রয়েডে রান করানো ও সাথে একটা দারুন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর প্রোগ্রাম
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৪] :: PYQT দিয়ে পাইথনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ প্রোগ্রাম তৈরী
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৫] :: PYQT দিয়ে মেনুবার , স্ট্যাটাস , টেক্সট বক্স ও টুলবার তৈরী করা
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৬] :: PYQT তে উইন্ডোর ও বাটনের লেআউট ম্যানেজমেন্ট
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৭] :: PYQT তে বাটনের সাথে ফাংশন কানেক্ট করা ও পাইথনে ওয়েব স্ক্রাপিং এর কাজ , একটি ডাউনলোড ম্যানেজার তৈরী করা……………
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৮] :: পাইথনের স্ট্রিং মেথডগুলি………….
- মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৯] :: পাইথনে কিছু হালকা পাতলা ডাটা স্ট্রাকচার
অনেক দিন পর আবার পাইথন নিয়ে হাজির আমি । আসলে কাজের ব্যাস্ততার মাঝে অনেক দিন লেখা হয় না ।
মূল কথায় আসি । আসলে অনেকে মনে করেন যে প্রোগ্রামিং এর যত স্টেপ শেখা যায় ততই ভাল প্রোগ্রামার । কিন্তু না । আসলে প্রোগ্রামিং এ বেসিকটাই মেইন । আপনার লজিকটাই মূল কথা প্রোগ্রামিং এ । আর বেসিক ভাল করতে চাই প্রচুর প্রাকটিস আর ভাল মানের চিন্তা ভাবনা । তাই আজ দুটি ছো্ট্ট কিন্তু অনেক ভাল প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি । এ দুটিতে অনেক ভাবনার বিষয় আছে যদিও খুবই সহজ । একটি হল কোন বিদ্যুৎ বিল হিসাব করার প্রোগ্রাম ও অপরটি হল একটি ম্যাথমেটিক্যাল লজিক্যাল প্রোগ্রাম । প্রোগ্রাম দুটি দেখে নিন । আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন ।
b = 0
while b < 5000:
b = int(input(" Enter the unit : "))
if b > 100:
c = 10
else:
c = 7.50
f = b*c
print(f)
আসলে এটা একটা কারন্টে বিল হিসাব করার প্রোগ্রাম । এটাতে বলে দেওয়া রয়েছে প্রকি ইউনিটের মূল্য ৭.৫০ টাকা করে হবে যদি বিদ্যুৎ এর ইউনিট ১০০ এর কম হয় । আর ১০০ ইউনিটের বেশী হলে ১০ টাকা করে প্রতি ইউনিট হবে ।
a = 0
while a != 100:
a = int(input("Enter your number"))
while a > 6:
a = a/6
if a > 1 and a < 2:
print("your point is 1")
elif a > 2 and a < 3:
print("your point is 2")
elif a > 3 and a < 4:
print("your point is 3")
elif a > 4 and a < 5:
print("your point is 4")
elif a > 5 and a < 6:
print("your point is 5")
elif a > 6 and a < 7:
print("your point is 6")
এই প্রোগ্রামটা মূলত কাজ করবে একটা বিশেষ কন্ডিশনে । আপনি যে সংখ্যাই ইনপুট দেন না কেন এটি তার আউটপুট হিসেবে ১ থেকে ৬ এর মধ্যে যেকোন একটা সংখ্যা সো করবে । এখানে মূলত একটা While লুপ নিয়ে আমরা ইনপুটকে ৬ দিয়ে ভাগ করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষন এটা ৬ এর ছোট না হয়। এটা মূলত একটা সাপলুডু তৈরীর বেসিক ফাংশন । এই ফাংশন দিয়ে আপনি একটা সাপলুডু গেম তৈরী করতে পারবেন আরও কোড যুক্ত করে । তারপর আমরা আউটপুটের দশমিক বাদ দেবার জন্য If and Elif স্টেটমেন্ট ইউজ করেছি । আপনি আমার মত সরাসরি ইফ এর মান প্রিন্ট না করে একটা ভ্যারিয়েবল এর মধ্যে মান নিয়ে তার মানও প্রিন্ট করতে পারেন ।
আজ এই পর্যন্তই । পরে আবার দেখা হবে । সবাই ভাল থাকবেন । সবাইকে ধন্যবাদ ।
অরিন্দম দা আমি কিন্তু আপনার সাথে আছি প্রথম থেকে শেষ পর্যন্ত। চরম হচ্ছে ….. এর আগের পর্বে বলছিলেন কি একটা হ্যাকিং নিয়ে টিউন করবেন সেটা কবে দিবেন। আমার একটা জিনিস দরকার ছিল যে আমার ওয়াইফাই তে যারা আছে তাদের ফোন বা পিসি তে আমি কিভাবে ঢুকবো এ নিয়ে কোন টিউন থাকলে শেয়ার করতে পারেন। আপনার শ্লোগান টা ভালো লাগল।
আপনাকে ধন্যবাদ।