ভিজুয়্যাল বেসিক IDE উইন্ডো এর সাথে পরিচিতি (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ৩)

সবাইকে আমার আজকের টিউন পেজ এ সাগতম । আমি কিছু দিন হতে ভিজুয়্যাল বেসিক নিয়ে ধারাবাহিক টিউন করছি , আর আপনারা এ বিষয় আগ্রহি থাকলে ইন্নশাআল্লা নিয়মিত টিউন করে যাব । আমার আগের টিউন গুলো পড়তে নিম্নের ক্লিক করুন ।

ত কথা না বাড়িয়ে আজ কের টিউন এর প্রধান আলোচংশে আসি । আজ আমি ভিজ্যুয়াল বেসিক এর IDE  উইন্ডো এর সাথে পরিচয় করে দিবো ।

IDE  উইন্ডো এর সাথে পরিচিতি:

মেনুবারঃ

ভিজুয়্যাল বেসিক মেনুবারে File , Edit , View ইত্যাদি অপশন থাকে যা ভিজুয়্যাল বেসিক ব্যবহারে অনেক কাজে আসে ।

স্টান্ডার্ড টুলবারঃ

মাউস এর সাহায্যে দ্রুত কাজ করার জন্য টুলবার ব্যবহার করা হয় । এই টুলবার না পেলে View>Toolbar> Standard  এ সিলেক্ট করবেন ।

জেনারেল টুলবক্স/কন্ট্রোলবক্সঃ

এখানে ভিজুয়্যাল বেসিক এর সকল প্রকার কন্ট্রোল থাকে তাই এটা কে কন্ট্রোলবক্স ও বলে । কন্ট্রোলবক্স এ প্রয়োজনীয় কন্ট্রোল ফর্মে যুক্ত করে বিভিন্ন ইউজার ইন্টারফেস তৈরি করা হয় । এই টুলবার না পেলে View>Toolbox  এ সিলেক্ট করবেন ।

VB_IDE

IDE উইন্ডো এর চিত্রঃ

প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডোঃ

ভিজুয়্যাল বেসিক এ প্রবেশ করলে project নামে যে উইন্ডো টা দেখা যায় তাকে প্রজেক্ট এক্সপ্লোরার বলেভিজুয়্যাল বেসিকে তৈরি করা একটি সম্পুন প্রোগ্রামেই হল প্রজেক্ট ; যা কত গুলো ফর্ম , মডিউল দারা গঠিত । প্রজেক্ট এক্সপ্লোরার এ সকল ফাইল এর তালিকা থাকে ।এই টুলবার না পেলে View>project explorer এ সিলেক্ট করবেন ।

প্রপার্টিজ উইন্ডোঃ

প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।

এবং ফর্ম লেআউটঃ

প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।

১ম এখানে প্রকাশিতঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভিজুয়্যাল বেসিক আমার প্রিয় একটি ল্যাগুয়েজ কিন্তু এটি এখন অফিসিয়ালি মৃত। মাইক্রসফটে নজর এখন .Net এর উপর তাই আমি মনে করি ভিজুয়্যাল বেসিকে সময় নষ্ট করা উচিৎ হবে না। যদিও আমি নিজেই ভিজুয়্যাল বেসিকে ময়া এখনও ছারতে পারিনি ।

ধন্যবাদ আপনাকে

    আকাশছোঁয়া ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য । আর ভাই এটা শিখে রাখা ত ভাল তাই না ।

    নবীনদের উচিৎ সরাসরি VB.Net বা C#.Net দিয়ে শুরু করা তা না হলে VB6 ছারতে মন চাইবে না। আরেক টা কথা .Net কিন্তু Object oriented সাপোর্ট করে। নবীনরা VB.Net বা C#.Net দ্রুত শিখতে পরবেন VB6 এর চাইতে।

    এটা অবশ্য ঠিক বলেছেন। তাহলে আপনি VB.Net বা C#.Net টিউন আরাম্ভ করে দিন ।

দারুণ টিউন, খুব ভাল লাগলো, অসংখ্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ফাহিম সুন্দর একটি বিষয় উপস্থাপনের জন্যে।আমার মনে হয় আপনার বাড়ি গাইবান্ধা তাই না?কোথা্য যেন পড়েছিলাম।আমার বাড়িও কিন্তু গাইবান্ধা।

    না ভাই আমার বাড়ী নীলফামারি ।but রোড একই 😉 । তবে মন্তবের জন্য অনেক ধন্যবাদ ।

    প্রবাসী ভাইয়া, আমিও কিন্তু গাইবান্ধার মানুষ :), যদিও দেশের বাড়ি খুব কম যাওয়া হয়।

    টেকটিউনস এ দেখি অনেক গাইবান্ধা এর সদস্য । নীলফামারির কেউ থাকলে সারা দিবেন 😉

    হৈ হৈ আরও একজন গাইবান্ধার মানুষ পেলাম।তো ফাহিম আহমেদ গাইবান্ধা আপনার বাড়ী কোথায়?আমার বাড়ী ব্রীজরোড।
    আর বাঁধন সাহেব আপনাদের নীলফামারীর সৈয়দপুর এবং ডোমার অসংখ্যবার গেছি আমি।ভাই আপনি তো আমার প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের এলাকার লোক।

    প্রবাসী ভাইয়া, আমার বাড়ি গাইবান্ধার শান্তিরামে :)।

    @প্রবাসী ভাই আসাদুজ্জামান নূর আমার সম্পর্কের নানা হয় , আর আমার বাসা ডোমার থানায় । আপনি ডোমার কথায় গিয়েছিলেন ।

    ডোমার থেকে ৩ কিলোমিটার দূরে।গ্রামের নামটা মনে নেই।ওখানে আমাদের কিছু জমি জমাও ছিলো এক সময়।এছাড়া আরও কিছু আত্বীয় স্বজন আছে ডোমারে।

    সবাই যদি গাইবান্ধা আর নীলফামারী হয় তাহলে আমি রংপুর বাদ যাই কেন???

    @প্রোসেসর ভাই রংপুরে আপনার বাসা কথায় ????

    খাইচে আমারে রংপুরের একজন পাইলাম।ভাই আমার জীবনের কিছু সুখময় সময় রংপুরে কাটিয়েছি।রংপুর আমার আত্বীয় দিয়ে ভরা।অসংখ্যবার রংপুর গিয়েছি।মডার্ন,পাল পাড়া,ধাপ এখনও চোখে ভাসে।পাগলা পীর গেছি অনেক বার।

    আড্ডাতো দেখি ভালই জমছে…… টেকটিউন্সে আড্ডা দেয়ার মত কিছু করলে ভালই হয়, তাইলে ফেইসবুক এ আর যামু না।

    প্রতি সপ্তাহে আড্ডা নিয়ে করা যেতে পারে 😉

দারুণ টিউন, অসংখ্য ধন্যবাদ।

ফাহিম রেজা বাঁধন ভাই ভাল টিউন ধন্যবাদ।আপনি আমার মন্তব্য নিয়ে কমেন্ট করেছিলেন অন্য একটি পোষ্টে সেখানে উত্তরও দেয়া হয়েছে,ভাই আপনি আমার ধারুন একটি উপকার করলেন কমেন্টটা করে তা না হলে আমার ভুলটা বুঝতে পারতামনা আর সেটা জানানোর জন্যই আপনার টিউনে কমেন্টা করলাম ভাল থাকবেন।

    আতাউর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার টিউন এ কমেন্ট করার জন্য । আর ভাই প্লিজ আমার নাম নিয়ে ডাকবেন BCOZ আমি আপনার চেয়ে অনেক ছোট ।

ওরে মডু কোয়ালিটি টিউন কইরা ফাটাইয়া দিছে রে……। 😀 😀

    সাম্য ভাই মডু কোয়ালিটি টিউন………………… এই মিয়া আমি ত মডু এই 😉 । ভাই অনেক দিন পর আপনার কমেন্ট পেলাম । সাম্য ভাই টেকটিউনস এর সামিট এর কি খবর ।

এত কঠিন জিনিস, শিখমু কেমনে ? দাঁত ভেঙ্গে যাবে। আর প্রশ্ন করা তো অনেক দূরের কথা।

চমৎকার ! ধন্যবাদ আপনাকে ।

পাইছি আজকে……… পালাইবেন কই??

বাধন ভাই plz এইটার ডাউনলোড লিঙ্ক টা দেন microsoft visual basic 5.0

পরের টি কোথায়?

এই ধারাবাহিক কি বন্ধ হয়ে গিয়েছে ? পরের পর্ব কি আর আসবে না ?

Level 0

vai jan,
please ki babe vb k sql server ar shate connect korte hoi bolben?