সবাইকে আমার আজকের টিউন পেজ এ সাগতম । আমি কিছু দিন হতে ভিজুয়্যাল বেসিক নিয়ে ধারাবাহিক টিউন করছি , আর আপনারা এ বিষয় আগ্রহি থাকলে ইন্নশাআল্লা নিয়মিত টিউন করে যাব । আমার আগের টিউন গুলো পড়তে নিম্নের ক্লিক করুন ।
ত কথা না বাড়িয়ে আজ কের টিউন এর প্রধান আলোচংশে আসি । আজ আমি ভিজ্যুয়াল বেসিক এর IDE উইন্ডো এর সাথে পরিচয় করে দিবো ।
ভিজুয়্যাল বেসিক মেনুবারে File , Edit , View ইত্যাদি অপশন থাকে যা ভিজুয়্যাল বেসিক ব্যবহারে অনেক কাজে আসে ।
মাউস এর সাহায্যে দ্রুত কাজ করার জন্য টুলবার ব্যবহার করা হয় । এই টুলবার না পেলে View>Toolbar> Standard এ সিলেক্ট করবেন ।
এখানে ভিজুয়্যাল বেসিক এর সকল প্রকার কন্ট্রোল থাকে তাই এটা কে কন্ট্রোলবক্স ও বলে । কন্ট্রোলবক্স এ প্রয়োজনীয় কন্ট্রোল ফর্মে যুক্ত করে বিভিন্ন ইউজার ইন্টারফেস তৈরি করা হয় । এই টুলবার না পেলে View>Toolbox এ সিলেক্ট করবেন ।
ভিজুয়্যাল বেসিক এ প্রবেশ করলে project নামে যে উইন্ডো টা দেখা যায় তাকে প্রজেক্ট এক্সপ্লোরার বলে । ভিজুয়্যাল বেসিকে তৈরি করা একটি সম্পুন প্রোগ্রামেই হল প্রজেক্ট ; যা কত গুলো ফর্ম , মডিউল দারা গঠিত । প্রজেক্ট এক্সপ্লোরার এ সকল ফাইল এর তালিকা থাকে ।এই টুলবার না পেলে View>project explorer এ সিলেক্ট করবেন ।
প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।
প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ভিজুয়্যাল বেসিক আমার প্রিয় একটি ল্যাগুয়েজ কিন্তু এটি এখন অফিসিয়ালি মৃত। মাইক্রসফটে নজর এখন .Net এর উপর তাই আমি মনে করি ভিজুয়্যাল বেসিকে সময় নষ্ট করা উচিৎ হবে না। যদিও আমি নিজেই ভিজুয়্যাল বেসিকে ময়া এখনও ছারতে পারিনি ।
ধন্যবাদ আপনাকে