সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভাল আছেন ও আজ মজা করছেন ঈদের। এমন একটি শুভ দিনে আমি একটি শুভ উদ্যোগ নিতে চলেছি আপনাদের জন্য। এ উদ্যোগ টা হল একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে মুন্দর একটা টিউটোরিয়াল এর শুভ সূচনা।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টা হল পাইথন। এটা হল পৃথিবীর সবচেয়ে সহজ একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। তবে এটা একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও বটে। তবে এটা নিয়ে বাংলা তে খুব বেশী টিউটোরিয়াল নেই বলে আজ আমার এ প্রয়াস। পৃথিবীর বহু সফটওয়ার ও ওয়েবসাইট এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টা দ্বারা তৈরী।
এখন আজ আমরা শুধু এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কোড লেখার জন্য প্রস্তুতি নিই। কোড লেখার জন্য আপনাদের ডাউনলোড করতে হবে পাইথন এর সফটওয়ারটা।
সেটা ডাউনলোড করুন http://www.python.org/download থেকে।
ডাউনলোড করার পর এটি ইনস্টল করে ফেলুন। ইনস্টল করার পর দেখুন পাইথন ৩.৩ এর মধ্যে তিনটি অপশন সো করছে। আপনারা কোড লেখার জন্য "পাইথন গুই" টা ওপেন করুন। এরপর ফাইল থেকে নিউ উইনডো সিলেক্ট করুন বা কন্ট্রোল + এন চাপুন। ফলে একটি নতুন উইনডো ওপেন হবে। এবার প্রাথমিক কাজ সব শেষ। এবার আমরা কোড লেখা শুরু করব। আজ আমি আপনাদের ছোট্ট একটা প্রোগ্রাম তৈরী ও রান করা দেখাব।
নিউ উইনডো তে সবাই লিখুন :
print("Hello world") print("Hello new programmer, World is waiting for you") print("Hello everybody")
এবার এটা সেভ করুন ও এফ৫ চেপে প্রোগ্রাম টি রান করান। অথবা রান মেনু থেকে রান মডিউল ক্লিক করে প্রোগ্রামটি রান করান। দেখবেন পাইথন গুই তে আপনার Hello world, Hello new programmer, World is waiting for you, Hello everybody লেখা গুলো প্রিন্ট করেছে।
অর্থাত পাইথন গুই তে ১ম ব্রাকেট ও " " এর মধ্যের লেখাগুলো প্রিন্ট করছে। এবং সবসময়ই তাই করবে। এবার এভাবে আপনি নিজে নিজে অনেকগুলো লেখা প্রিন্ট করুন।
আপনি সাধারন যোগ বিয়োগ, গুণ ভাগ পাইথন গুইতে বসে ই করতে পারবেন। যেমন পাইথন গুইতে লিখুন :
২ * ২ ১০০ * ৬০০ ৫৫ + ৩২ ১২ - ৬
প্রভৃতি। সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন।
নিউ উইনডো তে এবার লিখুন :
print("2 + 2 is ", 2 + 2) print("5 * 6 is ", 5 * 6) প্রোগ্রাম টি রান করান। দেখুন : 2 + 2 is 4 5 * 6 is 30
এভাবে প্রোগ্রাম টি রান হয়েছে। মানে " " এর মধ্যের লেখাটি পাইথন হবহু প্রিন্ট করেছে এবং বাইরের লেখাটি তে গাণিতিক সমস্যা সমাধান করেছে। এভাবে প্রাকটিস করতে থাকুন। আজ এ পর্যন্তই।
কোন বিষয় বুঝতে না পারলে টিউমেন্টে বলুন। সমাধান করার চেষ্টা করব।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
Please Carry on