ফ্রিল্যান্স আউটসোর্সিং এ বাংলাদেশ এখন শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশে এখন প্রায় দুই লাখ নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে। এছাড়া বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় এক লাখ তথ্যপ্রযুক্তি প্রফেশনালস কাজ করছেন। তবে যথাযোগ্য গাইডলাইন ও প্রশিক্ষণের অভাবে ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো অ্যাপস ডেভেলপমেন্টের মতো সম্ভাবনাময় খাতে বেশিদুর এগিয়ে যেতে পারছে না। বিশ্বব্যাপি অ্যাপস ডেভেলপমেন্টের বিলিয়ন ডলারের বাজার রয়েছে। এই সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের অবস্থান উন্নত করতে কাজ শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়। সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘অ্যাপস ডেভেলপমেন্ট : কনটেন্ট’ শীর্ষক সেমিনার।
বৃহষ্পতিবার বেলা ১২ টায় ডেইলি স্টার সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। আইসিটি সচিব মো: নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
সেমিনারটি কমজগৎ.কম, ওয়েবটিভিনেক্সট.কম ও সামহোয়্যার ইন ব্লগ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহী যে কেউ সেমিনারটি দেখতে পারবেন।
আমি বদরুদ্দোজা মাহমুদ তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।