জাভা প্রোগ্রামিং লেনগুয়েজ হাতেখড়ি- নবম পর্ব

জাভা এডিটর- Jcreator

Java JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন শেষ হবার পর এবার আমরা একটি java editor সিলেক্ট করবো যা দ্বারা খুব সহজে আমরা java এডিট , কম্পাইল করতে পারবো।

এই ক্ষেত্রে আমার প্রথম পছন্দ Jcreator, এই ক্ষেত্রে Jcreator সন্বন্ধে কিছুটা ধারনা থাকা আবশ্যক।

jcr

JCreator একটি powerful interactive development environment (IDE)

JCreator দিয়ে যা যা করা যাবে

Microsoft Visual Studio এর মত প্রজক্টে ম্যানজে করা যাবে।

নিজের ইচ্ছানুযায়ী color schemes নির্বাচন করত পারেন XML এর জন্য।

খুব সহজেই কোড লিখতে পারেন প্রজেক্ট টেম্পপ্লেটসহ।

খুব সহজেই Debug করুন DOS prompts না গিয়ে। এছাড়া অনেক সুবিধা পাওয়া যায় JCreator থেকে। বিস্তারিত জানার জন্য এই লিংক থেকে ঘুরে আসুন http://www.jcreator.com/

JCreator দিয়ে বিভিন্ন ধরনের টুলস কনফিগার করা যায়। যেমন-Java Development Kit (JDK) tools এবং  JDK tools to compile, debug, and run the project. এছাড়া Compiler, Ant builder, Interpreter, Applet viewer, Debugging করা যায়।

এছাড়া User Tool 1, User Tool 2, ব্যবহার করা যায় এবং তাতে XML validator,

RMI compiler,JAVA code formatter,Version control,Batch files এডিট করা যায়।

JCreator এর একটি ভালো বৈশিষ্ট হল JDK 1.6.0 থেকে JDK 1.0.2 সবধরনরে নতুন পুরাতন প্ল্যাটফরম কাজ করে।

যেমন

JDK 1.6.0

JDK 1.6.0 - J2EE

JDK 1.6.0 - J2ME

JDK 1.5.0

JDK 1.4.2

JDK 1.2.2

JDK 1.0.2

সঠিক ভাবে JCreator ইন্সটলেসন করার স্ক্রীনশটগুলো লক্ষ্য করুন এবং অনুস্মরন করুন।

চলবে........

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    কম্পিউটার মাল্টিমিডিয়ার বস্তু হিসেবে বেশি ব্যবহার হয়, তাই এক্ষেত্রে ভিউয়ার কম হওয়া স্বাভাবিক।
    এটা লেখার কারন হচ্ছে ভিউয়ার কম হওয়া কারনে এক ভাই PHP এর লেখা বন্ধ করে দিয়েছে।

আমি জাভা টিউটোরিয়াল অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ।

Jcreator এর বদলে eclipse use করা বেশি ভাল কারণ eclipse freeware soft।

খুব ভালো লাগলো যে একজন ভিজিটর কম হওয়া সত্বেও তার লেখা চালিয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি চালিয়ে যান। কিন্তু এটা দেখলাম নবম পর্ব কিন্তু আপনি এখনও প্রথম দিককার লেখা লিখছেন। এতে করে ভিজিটর তো আরো বিরক্ত হবে। কারন যারা জাভা জানেন তারাই কেবল এই লেখা পরবে আর তারা এই প্রথম দিককার লেখা পছন্দ করবেন না,আমি নিজেও করছিনা। চালিয়ে যান।

jcreator ও ফ্রি সফটওয়্যার। আর এটি খুব জনপ্রিয় কারনটা লেখক ভাই উপরে দিয়ে দিয়েছেন। jcreator এর ফিচার অনেক যা বলে শেষ করা যাবেনা।

Level 0

ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হত