সবাইকে আসসালামুআলাইকুম।
আমি এই প্রথম টিউন করছি তাই কোন ভুল হলে ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। সবাই কেমন আছেন, দোয়া করি ভাল থাকার জন্য।
যাক আসল কথায আসি,যারা “সি” প্রগ্রামিং নিয়ে ভাল কিছু করতে চান। আমার এই টিউন তাদের জন্য। আমি নিন্মে যে লিঙ্ক গূলি দিয়েছি তা তে “সি” প্রগ্রামিং এর অডিও এবং 3D সহ দেওয়া আছে।
http://www.bcc.net.bd/Training/e-LearningCourseware/SSC-Course/ssc-ict-courseware.html
http://www.bcc.net.bd/Training/e-LearningCourseware/HSC-Course/hsc-ict-courseware.html
আমার এই টিউন এ যদি কার একটু উপকার হয় তা তে আমি খুশি। আর হে আরেকটা কথা যে ভুল হলে দরিয়ে দিবেন, পরবর্তী টিউনে টিক করার চেস্টা করব।
আমার এইটা প্রথম টিউন সবাই আমার জন্য দুওয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর টিউন লিখে আপনাদের উপহার দিতে পারি।
সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।
buttttttt