আস্সালামুআলাইকুম। আশা করি এই রমজানের দিনে সবাই ভাল আছেন। আজ বহুদিন পর আমি টিটিতে টিউন করছি। পড়াশুনার ব্যস্ততায় এতদিন টিউন করার সময় হয়ে উঠেনি।
আজ আমি আপনাদেরকে সাধারণ কিন্ত উপকারী একটি batch program তৈরি করে দেখাব।
আমরা যারা unlimited bandwidth বিশিষ্ট netচালাই তারা অবশ্যই movie download করে থাকি। torrent ব্যতীত normal site থেকে আমরা যারা download করি তাদের জন্য আজকের এই টিউন।
অনেক website এর storage bandwidth কম থাকার কারণে তারা অন্যের কাছ থেকে bandwidth কিনে থাকে যেখানে তারা movie download এর জন্য upload করে থাকে। (example: http://www.mediafire.com, http://www.rapidshare.com etc)
কিন্তু ঐসব website এ PRO account না থাকলে একসাথে 200 MB এর বেশি size এর file upload করতে পারে না।(অধিকাংশ website এর ই PRO account থাকে না। ) যেহেতু movie গুলোর size অনেক বেশি সেহেতু তারা movie গুলোকে part করে তারপর upload করে থাকে। একে বলা হয় split করা।
Split করা file গুলো download করার পর এগুলোকে জোড়া লাগিয়ে নিতে হয় আমাদের।
এই জোড়া লাগানোর জন্য আমরা batch file টাকে ব্যবহার করব। একাজের জন্য যদিও অনেক Software রয়েছে তারপরও নিজের চেষ্টায় জোড়া লাগানোর কাজের মধ্যে অনেক আনন্দ আছে।
প্রথমে আপনি notepad open করুন। তারপর সেখানে টাইপ করুন
copy/b
তারপর space দিয়ে একে একে split করা file গুলোর নাম (format name এবং split no. সহ ) plus mark(+) দ্বারা টাইপ করে নিন।
example:ধরি split করার পর ১ টি file ৩ টি file এ পরিণত হয়ে গেছে। তাহলে টাইপ করবেন এইভাবে copy/b %filename%.%formatname%.001 + %filename%.%formatname%.002 + %filename%.%formatname%.003
তারপর জোড়া লাগার পর যে নামে file টি save হবে তা space দিয়ে format name এর সাখে দিয়ে টাইপ করুন।
example: copy/b %filename%.%formatname%.001 + %filename%.%formatname%.002 + %filename%.%formatname%.003 filename.formatname
তারপর notepad এর file থেকে save as এ click করুন এবং যেকোন নাম দিয়ে .bat extension সহ OK করুন। (example: filename.bat)
এখন split করা file গুলোর সাথে batch file টি রেখে batch file টি তে double click করুন। ব্যস split কৃত file গুলো জোড়া লেগে যাবে। ইনশাল্লাহ।
কোন ত্রুটি থাকলে নিজগুণে ক্ষমা করে দেবেন। আর সবাইকে আগাম ঈদ মোবারক। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মইনুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে কোন খাজে সৃজন শীলতার মজা আলাদা। আপনাকে ধন্যবাদ টিউনের জন্য।