উন্মুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার ঝাড়ুদার এর নতুন সংস্করণ ঝাড়ুদার ১.৫ লাইট

দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বর্নল্যাব তাদের বহুল জনপ্রিয় সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কারক মুক্ত সফটওয়্যার ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট উন্মুক্ত করেছে। প্রায় ছয় হাজার (৬০০০) এর অধিক ব্যবহারকারী ঝাড়ুদার ১.৪ এ থাকলেও বর্নল্যাব আশা করছে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট, ঝাড়ুদার ১.৪ এর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।

ঝাড়ুদার ১.৫ লাইট

ঝাড়ুদার ১.৫ লাইট:

ঝাড়ুদার ১.৫ লাইট

সকল ইন্টারনেট এবং সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট এ ব্লাউজর এবং অ্যাপলিকেশন সফটওয়্যারের এক্সেস হালকা করা হয়েছে, যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্লাউজর এ রাখা প্রয়োজনীয় তথ্য, বুকমার্ক এবং প্লাগিং এর কোন প্রকার ক্ষতি ছাড়াই সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারবে। যার দরুন সব ধরনের কম্পিউটার ব্যবহারকারীরাই ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট ব্যাবহার করতে পারবেন।

নতুন ঝাড়ুদার ১.৫ লাইট এ যা থাকছে/সুবিধা সমূহ:

ঝাড়ুদার ১.৫ লাইট
  • কেবল মাত্র ৮ মেগাবাইট মেমরি শেয়ার করে।
  • মাইক্রোসফট ও/এস এর অধিকাংশ অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারে।
  • মেমরিতে থাকা অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারে।
  • অপারেটিং সিস্টেম এর পারফরমেন্স বৃদ্ধি করে।
  • সম্পূর্ণ ভিজুয়াল বেসিক প্রোগ্রাম কোড হবার ফলে ইঞ্জিন আরও দ্রুত হয়েছে।
  • কমপ্লেক্স প্রোগ্রাম কোড থেকে সহজ নতুন প্রোগ্রাম কোড যুক্ত করা হয়েছে।
  • পরিচ্ছন্ন অ্যালগোরিদম মেনে চলায় দুর্বলতা কমে এসেছে।
  • ইউএসবি গার্ড, রাইট প্রোটেকশন ছাড়াও রয়েছে আপডেট সুবিধা।
  • মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এক্স পি, ভিস্তা এবং সেভেন এ রান করতে পারে।
  • শতভাগ ভাইরাস এবং স্পাইওয়্যার মুক্ত সম্পূর্ণ বাংলাদেশী মুক্ত সফটওয়্যার।

ঝাড়ুদার ১.৫ লাইট ভিডিও টিউটোরিয়াল:

ঝাড়ুদার ১.৫ লাইট ডাউনলোড লিংক:

ডাউনলোড লিংক ০১: Zharudar _1.5_Lite (Installer)

ডাউনলোড লিংক ০২: Zharudar _1.5_Lite (Portable)

স্বাধীনতার ৪১ বছরের মাথায় এই দেশকে ভালবাসি, দেশীয় সফটওয়্যার ব্যবহার এবং সবার সাথে শেয়ার করি।

Md. Ashiquzzaman Almas

Founder CEO, CTO at BornnoLab; Aluminium Security

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করলাম।কার্যকারিতা পরে দেখবো এবং তোমাকে জানাবো।ভালো থেকো আলমাস।

    @প্রবাসী: আমার জন্য দোঁয়া করবেন প্রবাসী ভাইয়া। বাসায় এলে আমাকে অবশ্যই জানাবেন।

    @প্রবাসী: প্রবাসী ভাই আমাকে একটু সাহায্য করলে উপকৃত হব। Anti-Porn.v17.5.2.15 এই সফটও্য়্যারটি আমার খুবই দরকার আমার সাইবার ক্যাফের জন্য। কিন্তু সিরিয়াল খুজে পাইতেছি না। এই সফটওয়্যারটি দারুন কাজ করে। উপকার করলে কৃতজ্ঞ থাকব।

Level 0

🙂 ডাউনলোড করে রাখছি। পরে ট্রাই করে মন্তব্য হবে 😉

দারুন হয়েছে

ধন্যবাদ, ডাউনলোড দিলাম।

ডাউনলোড করেছি।

Level 0

ডাউনলোড দিলাম। 🙂

অসংখ্য ধন্যবাদ আলমাস ভাই। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভা্লবাসি, ভালবাসি দেশীয় সফটওয়্যার।

হুম অনেক কাজের জিনিস। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

almas vai ai soft ki free ?

Level 0

ডাউনলোড দিলাম…মনে হয়ই ভালই হবে।। ধন্যবাদ।

ধন্যবাদ, ডাউনলোড দিলাম

আমি এটার আগের ভার্সনটা ব্যবহার করেছিলাম,কাজের জিনিস।এটাও করে দেখব।জয়যাত্রা হোক আমাদের প্রযুক্তির,শুভকামনা আপনার ও অন্যান্য সদস্যদের প্রতি।

Level 0

খুবই ভাল লাগল শুনে। ডাউনলোড করব এখনই। এখানে রুহুল আমিন ভাইয়ের কথাটা খূব ভাল লাগল, ভালবাসি বাংলাকে, ভালবাসি বাংলাদেশকে সেই সাথে ভালবাসি বাংলাদেশী সফট কে………

স্বদেশী পণ্য , কিনে হও ধন্য ।

@appon123: ধন্যবাদ আপনাকে।

ভাই এইটা দিয়ে কি হয়?? জাতি জানতে চায়……………

Level 0

হাহাহাহাহাহাহাহাহা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! kaspersky বলে illegal software………………………………….

ভাই লিংকটা ঠিক করেন। ধন্যবাদ