দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বর্নল্যাব তাদের বহুল জনপ্রিয় সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কারক মুক্ত সফটওয়্যার ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট উন্মুক্ত করেছে। প্রায় ছয় হাজার (৬০০০) এর অধিক ব্যবহারকারী ঝাড়ুদার ১.৪ এ থাকলেও বর্নল্যাব আশা করছে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট, ঝাড়ুদার ১.৪ এর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।
সকল ইন্টারনেট এবং সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট এ ব্লাউজর এবং অ্যাপলিকেশন সফটওয়্যারের এক্সেস হালকা করা হয়েছে, যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্লাউজর এ রাখা প্রয়োজনীয় তথ্য, বুকমার্ক এবং প্লাগিং এর কোন প্রকার ক্ষতি ছাড়াই সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারবে। যার দরুন সব ধরনের কম্পিউটার ব্যবহারকারীরাই ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট ব্যাবহার করতে পারবেন।
ডাউনলোড লিংক ০১: Zharudar _1.5_Lite (Installer)
ডাউনলোড লিংক ০২: Zharudar _1.5_Lite (Portable)
স্বাধীনতার ৪১ বছরের মাথায় এই দেশকে ভালবাসি, দেশীয় সফটওয়্যার ব্যবহার এবং সবার সাথে শেয়ার করি।
Md. Ashiquzzaman Almas
Founder CEO, CTO at BornnoLab; Aluminium Security
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ডাউনলোড করলাম।কার্যকারিতা পরে দেখবো এবং তোমাকে জানাবো।ভালো থেকো আলমাস।