এর আগে আপনার সোনামনিকে প্রোগ্রামিং শেখাতে একটি সাইটের উপর ফিচার টিউন করেছিলাম। তবে এবার আপনার সোনামনি নয়, চিন্তা করলাম আপনাদের নিয়েই। যারা সিএসই পড়ছেন এবং যারা প্রফেশনালি কোডিং করে থাকেন তারা প্রতিনিয়তই চান তাদের স্কিল আরো শার্প করে নিতে। কিন্তু ঠিক কি করতে হবে তা না জানায় স্কিল ডেভেলাপ করা সম্ভব হয় না। তাই আজ এমন নয়টি সাইট কে তুলে ধরব যেখানে আপনি বিভিন্ন পাজল সলভিং এর মাধ্যমে আপনার প্রোগ্রামিং স্কিল বাড়িয়ে নিতে পারবেন –
বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বেজে গড়ে ওঠা একটি ব্লগিং প্ল্যাটফর্ম। যেখানে আপনি পাবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রবলেম (এক বা একাধীক সলভ সহ)। আরো সংযুক্ত থাকতে পারবেন প্রোগ্রামার কম্যিউনিটির সাথে।
বিশ্ববিখ্যাত প্রোগ্রামিং বুক রাইটার “ডেভ থমাস” এর ডেভেলাপ করা একটি ব্লগিং প্ল্যাটফর্ম। এখানকার পাজলগুলো রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর সাথে সরাসরি সম্পৃক্ত তাই এখানে আপনার প্রোগ্রামিং স্কিলগুলো ভালোমত ব্রাশ করে নিতে পারেন।
এই সাইটের সাথে মনে হয় আমাদের প্রোগ্রামারদের নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নাই। এটি হচ্ছে অনলাইনের সবচেয়ে এ্যাকটিভ প্রোগ্রামার কম্যিউনিটি। রয়েছে আকর্ষনীয় চ্যালেজ্ঞ এবং ক্যাশ প্রাইজ।
গনিতবিদ ইউলার এর নাম মনে হয়ে শুনে থাকবেন। আর তাই এখানেও সমস্ত পাজল কোড শুধু গনিত সম্পর্কিত। বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আরো আকর্ষনীয় করে তুলে ধরা হয়েছে এই সাইটে।
আপনারা অনেকেই হয়ত জানেন না ফেসবুকের কিছু আকর্ষনীয় এবং চ্যালেজ্ঞিং প্রোগ্রামিং পাজল রয়েছে। যেগুলো সলভ করতে পারলে আপনি আপনার কাঙ্খিত চাকরী টি পেয়ে যাবেন ফেসবুকে কোডার হিসেবে।
শুরু শুরু তে এখানে খুবই ছোট ছোট পাইথন প্রোগ্রাম সলভ করতে বলা হয়। এবং আস্তে আস্তে কোডিং এর সাইজ এবং ডিফিকাল্টি বাড়তে থাকে। পাইথন লাভারদের জন্যে একটি আদর্শ জায়গা।
রুবি অন রেইল প্রোগ্রামিং কন্টেস্টের একটি বিশাল প্ল্যাটফর্ম। এখানে চ্যালেজ্ঞগুলো সাপ্তাহিক ভাবে আপডেট করা হয়। রুবি রেইল শিখতে হলে একটু ঢু মেরে আসতে পারেন।
শুধু সি ল্যাঙ্গুয়েজের সাথেই স্পেসিফিকভাবে জড়িত এই সাইট। সকল ল্যাঙ্গুয়েজের জননী হওয়ায় এই সাইটের ডিমান্ড টা ও একটু উপরের দিকে।
এক্সপার্টসদের মতে এটি অনলাইনের বেষ্ট মাইন্ড টিজিং সাইট। আপনি আপনার ব্্রেইন এবং প্রোগ্রামিং স্কিল দুটোকেই আরো শার্প এবং কর্মক্ষম করে তুলতে নিয়মিত এই সাইট ভিজিট করতে পারেন। অথবা সপ্তাহে একদিন একটি কুইক মেন্টাল চ্যালজ্ঞে অংশ নিয়ে দেখতে পারেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
দারুন!!! আমার কাজে লাগবে অনেক। আমার দেখা টেকটিউনের সেরা টিউন এটি। এরকম একটা টিউনের জন্যই অপেক্ষা করছিলাম বহূদিন থেকে। আমি আমার কম্পিউটারে সেভ করে রাখলাম এই পেজটা কারন টেকটিউনে তো ফেভারিট করার অপশন নাই।