C++ এ তৈরী Exam Result Generator

শিক্ষকদের একটু হলেও কাজে লাগবে আশা করা যায়। এটি আমি আপনাদের দিলাম সম্পূর্ণ টেস্ট করার জন্য। এটি আমি C++ এ তৈরি করেছি। প্রোগ্রামিং এর প্রতি আমার একটা ঝোক রয়েছে এবং সেজন্যই আমি C++ শিখেছি। তাই এটি দিয়ে একটি কনসোল এপ্লিকেশন বানিয়েছি।

এটি পরীক্ষার রেজাল্ট দ্রুত বের করতে পারে। যেমন, কোন সাবজেক্টে কত নম্বর পেল, এ+ নাকি এ-, মোট নম্বর কত, গ্রেড কত, এভারেজ কত, পাস করেছে কিনা সব এক চাপেই বের হয়ে আসে। সুবিধা হচ্ছে, আলাদাভাবে রেজাল্ট বের করতে যেমন আপনাকে বারবার ক্যাল্কুলেটর টিপতে হত, এটাতে তা করতে হবে না। শুধু তাই নয়, রেজাল্ট গুলো একটি টেক্সট ফাইলে আপনা আপনিই সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে একটা রেকর্ড থেকে যাবে। তাই ডাউনলোড করে একবার টেস্ট করে নিন, মাত্র ৩০০ কেবির নিচে ফাইল সাইজ। কেমন লাগল জানাবেন।

চাইলেই আরো উন্নতি সম্ভব, আপনাদের ভাল লাগাটার উপর নির্ভর করছে, আমার বন্ধুরা জিনিসটা ভালই পছন্দ করেছে। হয়ত আহামরি কিছু নয়, তবে খুবই কাজের, বিশেষ করে শিক্ষকদের।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?okl5i339mwwor1f (আপডেটেড লিংক)

পাশাপাশি, ইচ্ছা করলে আপনারা সোর্স কোডও দেখতে পারেন, আমি কোড উন্মুক্ত করে দিয়েছি। দেখতে হলে যানঃ http://codetidy.com/1539/

ধন্যবাদ।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার পোগ্রামটি দেখে ভাল লাগল। ভাই c++ শিখতে চাই। ভাল কোন Tutorial site থাকলে দেন। আমি আসলে অনেক সাইট দেখছি কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করা উচিত।

ধন্যবাদ। তবে আমি ব্যবহার করতে পারলামনা, আপনি সোর্স কোডটুকু টিউনে দিয়ে দিতে পারেন।

    @মিনহাজুল হক শাওন: ব্যবহার না করতে পারায় দুঃখিত, আসলে আমি এটা উবুন্টুতে জিপ করেছিলাম, কি যে হল? উইন্ডোজ থেকে আবার আপলোড করছি। দয়া করে আবার দেখবেন।
    আর সোর্স কোড তো দিয়ে দিয়েছি, লিংক টা দেখুন।

আমি যখন C programming শিখেছিলাম, তখন নিজের CGPA Calculate করার জন্য একটা Console Program লিখেছিলাম। AIUB এর জন্য। 🙂

লিঙ্ক :::::

http://www.mediafire.com/?y303ytjf2b6wrju

এটা C তে করা, C++ না, ভালই কাজ করে। 😀

koi c te kora… c++ e kora… sourcecode ta kaj kore… mediafire kaj korena… kew ki c++ er gui paren?

class diye korte parten…. aro beshi sophisticated hoite parto…

সাদমান ভাইয়ের সাথে একমত! ক্লাস দিয়া করলে এতো কোডিং লাগতো না! তবে খুব খারাপ হয় নাই! কিন্তু এতো কোডিং করতে কিছু সময় বেশী নস্ট হইলো আর কি!

বিভ্রম ভাই এইখানে দেখতে পারেন! http://bdgeeks.com

খুব সুন্দর হইছে, এক কাজ করেন, কিউট বা জিটিকে কিংবা ভিবি দিয়ে ফর্ম বানিয়ে কোডটুকু ইন্টিগ্রেট করে দিন। গ্রাফিকালি অনেকের কাজে আসবে সত্যিই 🙂

Level 2

ভাই আমি পলিটেকনিক্যলের একজন শিক্ষক। পলিটেকনিক্যলের জি পে এ বের করার জন্য যদি একটা প্রোগ্রাম দিতেন তাহলে আমার উপকার হত। ধন্যবাদ

    @nayeem01: আমি ছোট মানুষ, পলিটেকনিক্যাল বুঝিনা এবং আমি নিজেও শিক্ষার্থী।
    তবে যদি পলিটেকনিক্যাল সম্পর্কে আমাকে বলতে পারেন তাহলে একবার ট্রাই দিতে পারি।

link error new link den viiiiiiiiiiiii

Level 2

‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘
৮০% এবং তার উপর A+ ৪.০০
………………………………………………………………………………………..
৭৫% থেকে ৮০% এর নীচে A ৩.৭৫
……………………………………………………………………………………….
৭০% থেকে ৭৫% এর নীচে A- ৩.৫০
………………………………………………………………………………………..
৬৫% থেকে ৭০% এর নীচে B+ ৩.২৫

………………………………………………………………………………………..
৬০% থেকে ৬৫% এর নীচে B ৩.০০
………………………………………………………………………………………..
৫৫% থেকে ৬০% এর নীচে B- ২.৭৫
………………………………………………………………………………………..
৫০% থেকে ৫৫% এর নীচে C+ ২.৫০
………………………………………………………………………………………..
৪৫% থেকে ৫০% এর নীচে C ২.২৫
………………………………………………………………………………………..
৪০% থেকে ৪৫% এর নীচে D ২.০০
………………………………………………………………………………………..
৪০% এর নীচে F 0.00

ভাই যদি দেন তাহলে অনেক উপকৃত হব।
………………………………………………………………………………………..