আমরা অনেকেই জীবনে অনেক কিছু হতে চাই,কেও ডাক্তার কেও পাইলট
যাই হোক দেশে প্রচুর পরিমানে সিএসই গ্র্যাজুয়েট আছে,তারা অনেকেই ঠিক করতে পারে না যে সে কি করবে?
অনেকের মধ্যে হতাশা আসে চারপাশ থেকে নানা কথা শুনে,কম্পিউটারে পইড়া কিছু করবার পারবা না
তবে আশার কথা হল সিএসই গ্র্যাজুয়েটরা সবাই ভাল করছে
কেও হচ্ছে মোবাইল এপ্লিকেশন ডেভেলপার,কেও হচ্ছে ডিজাইনার আবার কেও হচ্ছে ওয়েব ডেভেলপার
এখন একটা জিনিষ আমি দেখেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রতিযোগিতা করতে,কেও এএসপি নিয়ে কাজ করলে তাকে সবাই হাসাহাসি করে,আবার কেও জাভা নিয়ে কাজ করলে তাকে আবার রেসপেক্ট এর চোখে দেখে
আমি এই ধরনের ধারনায় বিশ্বাসী না
আগে আমি ক্যারিয়ার শুরু করার আগে বলতে চাই তোমার প্যাশন ঠিক কর,তোমার কোনটা ভাল লাগে?
ল্যাঙ্গুয়েজ ইজ নট ফ্যাক্ট,দেন ইউ স্টার্ট
যদি তোমার ওয়েব ভাল লাগে,আর যদি লজিক নিয়ে কাজ করতে চাও
তবে পিএইচপি ইজ ওয়েলকাম
পিএইচপি নিয়ে কাজ করতে পার
পিএইচপির বর্তমান মার্কেট অনেক ভাল
ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপার হতে পার
ফ্রেমওয়ার্ক লারাভেল নিয়ে কাজ করতে পার
কোর পিএইচপি নিয়ে কাজ করতে পার
ইআরপি ডেভেলপ করতে পার,সিআরএম তৈরি করতে পার
এছাড়া সাইটের বেকেন্ড প্রচুর কাজ আছে সেগুলো নিয়ে শুরু করতে পার