বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

লারাভেল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পিএইচপি ওয়েব ফ্রেমওয়ার্ক। মাত্র চার বছর আগে যাত্রা শুরু করে এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত পিএইচপি ফ্রেমওয়ার্কে পরিনত হয়েছে। এটি জনপ্রিয় টেকনোলজি ম্যাগাজিন সাইটপয়েন্টের জরিপে পর পর দুইবার বেস্ট পিএইচপি ফ্রেমওয়ার্ক নির্বাচিত হয়েছে। অতি সম্প্রতি লারাভেল রিলিজ করেছে তার প্রথম লং টার্ম সাপোর্ট(LTS) রিলিজ লারাভেল ৫.১। এই রিলিজে আপনারা দুই বছর বাগ ফিক্স এবং তিন বছর সিকিউরিটি ফিক্স পাবেন। সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশনে এই ভার্সন ব্যবহার করতে পারেন।

সম্প্রতি বাংলা ভাষায় এই ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম লারাভেল পিএইচপি ওয়েব ফ্রেমওয়ার্ক। বইটিতে রয়েছে ৩৬টি অধ্যায় এবং এটি প্রকাশ করেছে দ্বিমিক প্রকাশন। বইটিতে একেবারে শুরু থেকে বিস্তারিত লেখা আছে লারাভেল সম্পর্কে।

বইটির প্রচ্ছদ

বইটি লারাভেলের সাম্প্রতিকতম রিলিজ ৫.১ লং টার্ম সাপোর্ট(LTS) ভার্সনের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বইটা বর্তমানে পাওয়া যাচ্ছে নীলক্ষেতের হক লাইব্রেরিতে। এছাড়া আপনি ঘরে বসেও বইটি অর্ডার করতে পারবেন রকমারি.কমের মাধ্যমে, রকমারির কর্মীরা আপনার ঘরে বইটি পৌছে দেবে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন এখানে।

বিঃদ্রঃ বইটির লেখক আমি নিজে। বইটি আপনারা যারা পড়েছেন বা ভবিষ্যতে পড়বেন, তাদের রিভিউ আশা করছি। বইটি সম্পর্কে আপনাদের যে কোন মতামত স্বানন্দে গ্রহন করা হবে। এছাড়া বইটি সম্পর্কে আরো কোন জিজ্ঞাসা থাকলে টিউমেন্টে জানাতে পারেন অথবা আমাকে ইমেইল করতে পারেন।

বইটির কোন পিডিএফ ভার্সন নেই। ভবিষ্যতে পিডিএফ তৈরি করা হলে আপনাদেরকে জানানো হবে। সুতরাং দয়া করে পিডিএফের অনুরোধ করবেন না।

Level 0

আমি নুরুজ্জামান মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজ সবই ঢাকায়। পড়াশুনা করেছি সামসুল হক খান হাই স্কুল ও ঢাকা কলেজে। বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পড়ছি। পড়াশুনা ছাড়া যে কোন কাজ করতেই ভালো লাগে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোন কিছুতে আগ্রহ আছে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুদিন আগে রকমারিতে অর্ডার করে দিয়েছি। http://bissoy.com/

Level 0

আমি বইটি কিনেছি। পিএইচপি যারা ভালো জানেন তাদের জন্য উপযোগী। নতুন করে যারা পিএইচপি ফ্রেমওয়ার্ক শিখবেন তাদের জন্য ‍কিছুটা কঠিন। বইটির শুরুতে যদি বেসিক পিএইচপি এবং ল্যারাভেলে এর ব্যবহার বর্ণনা করা হতো তাহলে আরো ভালো হতো। ল্যারাভেল আগে যারা ব্যবহার করেছেন তাদের জন্য এটি একটি ভালো বই। তবে বাংলায় এই মানের একটি বই উপহার দেওয়ার জন্য নূরুজ্জামান মিলন ভাইকে ধন্যবাদ। সম্ভব হলে বেসিক পিএইচপি’র একটি চ্যাপ্টার প্রথমে এড করলে সবার উপযোগী হবে বলে বিশ্বাস করি।