টেকটিউনস এর সমস্ত ভিজিটর দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দর এবং সেই সাথে পবিত্র রমজান এর মোবারকবাদ রইল সবার জন্য। আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করব পিএইচপি এর ধারাবাহীক টিউটোরিয়্যাল এর সপ্তম পর্ব। আজকের পর্বে আলোচনা করা হয়েছে ফাংশন নিয়ে, পিএইচপি তথা যে কোন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুএজ এর ক্ষেত্রে ফংশন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। কেননা সমস্ত ক্ষেতেই ফাংশন নিয়ে কাজ করা হয়, এবং পিএইচপিতে ফাংশন এর ব্যবহার সবচেছে বেশি করা হয়।
তো বন্ধুরা চলুন আজকের পিএইপি বাংলা ভিডিও লার্নিং টিউটোরিয়্যালের মাধ্যমে কিভাবে পিএইচপিতে ফাংশন নিয়ে কাজ করা হয় তা আমরা দেখি এবং একই সাথে আমরা লজিক্যাল ফাংশন সম্পর্কে জানতে পারবো।
একটি কথা খুবই গুরুত্বপূর্ন সেটি হল পিএইপির ফাংশন এবং লজিক্যাল ফাংশন ব্যতিত ডাইনামিক কোন কাজই করা সম্ভব নয় বিধায় আমাদের সকলকেই ডিাইনামিক সাইট ডেভেলপিং এর জন্য অবশ্যই ফাংশন এবং লজিক্যাল ফাংশন সম্পর্কে খুব ভাল ধারনা থাকতেই হবে।
আমাদের ফেসবুক এর ভিশন টিউটোরিয়্যাল গ্রুপে যেতে এখানে ক্লিক করুন।
নিয়মিত ভিডিও টিউটোরিয়্যাল দেখুন এবং কোন প্রকার সমস্যা হলে টিউমেন্টস করতে ভুলবেন না।
আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।