পিএইচপি কোচিং [পর্ব-১৮] :: অ্যারে Array আরেকটু ঝালিয়ে

পিএইচপি কোচিং

বন্ধুরা,গতপর্বে আমরা জেনেছিলাম অ্যারে সম্পর্কে, অ্যারে কি , কিভাবে ব্যবহার বা ডিক্লেয়ার করতে হয় ইত্যাদি। আসুন আজ ব্যাপারটা আরেকটু ঝালিয়ে নিই, কারণ, পিএইচপিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটি ভালোভাবে জানাটা অত্যাবশ্যক।

নিচের উদাহরনটি লক্ষ্য করুন।


<html>

<body>

<?php

$num=array("two","three","four");

echo $num[0] . " and " . $num[0] . " make " .  $num[2];

echo "<br>";

echo "not " . $num[1];

?>

</body>

</html>

ব্রাউজারে রান করার পরে নিচের মত পাবেন।

কিভাবে এরকম হল, আসুন কোড বিশ্লেষন করে দখি।

পিএইচপি কোডের শুরুতে $num=array("two","three","four"); লেখার ফলে $num নামের ভেরিয়েবল অ্যারে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হল যাতে "two","three","four" এই তিনটি ডাটা থাকে। এর ফলে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট $num ভেরিয়েবল গঠিত হল যার

$num[0]= "two";

$num[1]="three";

$num[2]= "four";

এভাবে মান নির্ধারিত হল

echo $num[0] . " and " . $num[0] . " make " .  $num[2];

এই লাইনের মাধ্যমে ভেরিয়েবলকে কল করার মাধ্যমে ঐ ভেরিয়েবলের সংশ্লিষ্ট ডাটা ব্যবহার করা হয়েছে ব্রাউজারে প্রদর্শনের জন্য ।

echo "<br>"; এর মাধ্যমে লাইন ব্রেক করা হয়েছে।

echo "not " . $num[1]; এর মাধ্যমে $num[1] এ সংরক্ষিত ডাটা অর্থাৎ, "three" সংখ্যাটি ব্যবহার করা হয়েছে।

বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস