সেরা ১০ টি ছবি বিক্রির ওয়েবসাইট! স্টক ফটো ওয়েবসাইট থেকে আয় করুন ঘরে বসেই

Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

বর্তমানে ফটোগ্রাফার দের চাহিদা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। সেই সাথে এই সেক্টরে প্রতিযোগীদের সংখ্যা তো বাড়ছেই। তাই ফটোগ্রাফাররা নতুন নতুন আয়ের উপায় খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশের ফটোগ্রাফারদের মধ্যে অনেকেই হয়তো স্টক ফটো ওয়েবসাইট এর সাথে তেমন একটা পরিচিত নয়। তাই তাদের আয়ের পরিধি এখনও সীমিত বললেই চলে।

আপনি চাইলেই ফটোগ্রাফির মাধ্যমে পারমানেন্ট একটি আয়ের উপায় বের করে নিতে পারেন। অর্থাৎ ছবি বিক্রির ওয়েবসাইটগুলোতে নিজের ছবি বিক্রি করে আয় করতে পারবেন। আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে যে কোনো ইন্টারন্যাশনাল স্টক ফটো ওয়েবসাইট থেকে খুব সহজেই আয় করতে পারবেন৷ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি তাদের ডিজিটাল মার্কেটিং ও ব্যক্তিগত সাইটে ব্যবহার করার জন্য এই ছবি কিনে নেবে। বিনিময়ে আপনি প্রতিটি ছবির জন্য কমিশন পাবেন।

এখন প্রশ্ন হলো আপনি কোথায় ছবি বিক্রি করবেন? চিন্তার কোনো কারণ নেই! ইতোমধ্যেই বেশ কিছু স্বনামধন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে আপনি আপনার ফটো বিক্রি করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ছবি বিক্রি করে আয় করতে পারবেন৷ ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নিজের তোলা ছবি ও ভিডিও আপলোড করে তা বিক্রির জন্য ডিসপ্লে করতে পারবেন৷ এখানে সেরা ১০ টি ছবি বিক্রির ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

১. Adobe Stock

Adobe Stock

ছবি বিক্রি করার ওয়েবসাইটগুলোর মধ্যে খুবই জনপ্রিয় হলো Adobe Stock। এই সাইটে আপনি নিজস্ব ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও বিক্রি করার পাশাপাশি বিভিন্ন টুল ব্যবহার করে নিজের ডিজাইন করা ছবি ও ভিডিও বিক্রি করতে পারবেন৷ প্রতিটি ছবি একবার বিক্রি হলে তার ওপরে ৩৩% এবং প্রতিটি ভিডিও একবার বিক্রি হলে তার ওপরে ৩৫% কমিশন প্রদান করা হয়। এভাবে একটি ছবি বা ভিডিও যতবার বিক্রি হবে ততবারই আপনি কমিশন পেতে থাকবেন।

Adobe Stock ওয়েবসাইটে যারা ছবি বা ভিডিও বিক্রি করে তাদের বলা হয় Adobe Stock Aritst। একজন Adobe Stock Aritst হওয়ার জন্য অবশ্যই আপনার হাই কোয়ালিটি ছবি ও ভিডিও তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন ছবি বা ভিডিও কোয়ালিটি ভালো না হলে এই মার্কেটপ্লেস থেকে আয় করা সম্ভব না। পাশাপাশি ছবি এডিটিং, কি ওয়ার্ড রিসার্চ, যথাযথ ক্যাপশন লেখার ওপরেও বেশ ভালো দক্ষতা থাকতে হবে।

প্রাকৃতিক ছবি, খাবারের ছবি, টেকনিক্যাল ছবি, অফিসিয়াল ছবি, বাড়ির ছবি এই সাইটে সব থেকে বেশি বিক্রি হয়। আপনার যদি এই ধরনের ছবি তৈরির প্রতি আগ্রহ থাকে তাহলে একজন Adobe Stock Arits হওয়ার জন্য আজই Adobe Stock ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ সম্পর্কে ইউটিউব থেকে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন৷ শুধু অ্যাকাউন্ট তৈরি নয়, কীভাবে ফটো আপলোড করবেন এবং কীভাবে আয় করবেন এ বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল পাবেন ইউটিউবে। আর এই বিষয়ে মোটামুটি ধারণা থাকলে সরাসরি Adobe Stock এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেই একটা অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারেন।

Adobe Stock

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Stock

২. Shutterstock

Shutterstock

নিজের প্রতিভা তুলে ধরুন Shutterstock ওয়েবসাইটে৷ আপনার তৈরি করা হাই কোয়ালিটি ছবি ও ভিডিও বিক্রি করতে পারবেন মোটামুটি ভালো বাজেটে। বিশেষ করে বিগিনারদের জন্য এটি একটি জনপ্রিয় ছবি বিক্রির ওয়েবসাইট। এই সাইটে প্রতিটি ছবি ও ভিডিও বিক্রির জন্য আপনি ১৫% থেকে শুরু করে ৪০% পর্যন্ত কমিশন পেতে পারেন৷ কমিশন কতো হবে তা নির্ভর করবে আপনার ছবি বা ভিডিও কোয়ালিটি, আপনার অ্যাকাউন্ট লেভেল এর ওপরে।

যারা Shutterstock এ ছবি বা ভিডিও বিক্রি করে তাদের বলা হয় Shutterstock Contributor। একজন Shutterstock Contributor ছবি ও ভিডিও বিক্রি করে আয় করার পাশাপাশি রেফার করেও আয় করতে পারবে। প্রতিজন Contributor অথবা ক্রেতা রেফার করলেই তার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ কমিশন যোগ হবে। তবে Shutterstock মাসিক ভিত্তিতে পেমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ চলতি মাসে যতো টাকা আয় করবেন বা কমিশন পাবেন তার পেমেন্ট পাবেন পরের মাসে। আর হাই কোয়ালিটি ফটো ও সেই সাথে এসইও অপটিমাইজ করে ক্যাপশন দিতে পারলে মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা পেমেন্ট সংগ্রহ করতে পারবেন।

সুতরাং ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয়ে থাকে তবে আজই Shutterstock এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন।

Shutterstock

অফিসিয়াল ওয়েবসাইট @  Shutterstock

৩. 500px

500px

২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত বেশ জনপ্রিয় একটি ছবি বিক্রির ওয়েবসাইট হিসেবে পরিচিত 500px। এই সাইটে আপনি আপনার পছন্দের ছবিগুলো বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনার পোর্টফলিও যতো ভালো হবে আপনার ইনকাম ততো বেশি হবে। আপনার পোর্টফোলিও ও ছবির কোয়ালিটির ওপর ভিত্তি করে প্রতিটি ছবির জন্য ৪০% থেকে ১০০% পর্যন্ত কমিশন আয় করা সম্ভব। আর এই ওয়েবসাইটে আপনার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে কোনো প্রকার অগ্রিম ফি দিতে হবে না। ওয়েবসাইটে ফটো বিক্রয় ছাড়াও এখান থেকে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার পোর্টফোলিও সন্তোষজনক হলে ক্লায়েন্ট আপনার কনটেন্ট টি কিনতে আগ্রহী হবে।

ফটো বিক্রি করার পাশাপাশি একই প্লাটফর্মে আপনি কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ী ফটোগ্রাফার দের বাছাই করে পুরষ্কৃত করা হয়। তাছাড়া ক্লায়েন্ট এই প্লাটফর্ম থেকে আপনাকে হায়ার করবে তার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে। এক্ষেত্রে আপনার ইনকাম সোর্স কয়েক গুন পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাছাড়া আপনি ফটোগ্রাফি সম্পর্কে নানান দিকনির্দেশনা পাবেন এই সাইট থেকে। অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার প্রথম ফটো শেয়ার করলেই 500px কর্তৃপক্ষ সেটা রিভিউ করবে। এরপর আপনার ফটোতে কী কী সমস্যা আছে, কীভাবে সংশোধন করতে হবে, কীভাবে আরও ভালোভাবে ফটো তুলতে ও এডিটিং করতে পারবেন তার সকল দিকনির্দেশনা দেয়া হবে। এরপর আপনার ফটো লাইসেন্স ফটোতে পরিণত করা হবে। ফটো লাইসেন্স হওয়ার পরে একজন ক্রেতা আপনার ছবিটি ক্রয় করতে পারবে এবং আপনি আয় করা শুরু করবেন।

তাহলে দেরি না করে ঘুরে আসুন 500px এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

500px

অফিসিয়াল ওয়েবসাইট @ 500px

৪. Alamy

Alamy

আপনি একদম বিগিনার ফটোগ্রাফার হোন কিংবা এক্সপার্ট, আপনার জন্য উপযুক্ত ছবি বিক্রির প্ল্যাটফর্ম হতে পারে Alamy। এটা যে শুধু ফটোগ্রাফার দের প্ল্যাটফর্ম তা কিন্তু নয়, পৃথিবীজুড়ে Alamy এর ১, ৫০, ০০০ এর বেশি কনটেন্ট ক্রিয়েটর রয়েছে। তারা ফটো বিক্রির পাশাপাশি ভিডিও, ইলাস্ট্রেশন, লাইভ নিউজ সহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট এই ওয়েবসাইটে বিক্রি করে থাকে। তাই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর দের প্রতিভা তুলে ধরার একটি জনপ্রিয় মাধ্যম এই প্ল্যাটফর্ম।

আপনার বয়স ১৮ বছরের বেশি হলেই এই সাইটে আপনি একজন Alamy contributor হিসেবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর আপনার কনটেন্ট সাবমিট করলে Alamy কর্তৃপক্ষ তা রিভিউ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে রিভিউ সম্পন্ন হওয়ার পরে আপনি কনটেন্ট এর সাথে যথাযথ ট্যাগ ও ক্যাপশন যোগ করতে পারবেন৷ ক্যাপশন ও ট্যাগ যোগ করার ২৪ ঘন্টা পরে আপনার কনটেন্ট বিক্রয়ের জন্য প্রস্তুত হবে৷

সাধারণ ভাবে প্রতিটি কনটেন্ট প্রতিবার বিক্রয়ের জন্য আপনি ৫০% কমিশন পাবেন৷ তবে Alamy স্টুডেন্ট দের কনটেন্ট বিক্রয়ের পুরো ১০০% রয়্যালটি প্রদান করে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন থাহলে যথাযোগ্য প্রমাণের ভিত্তিতে ১০০% রয়্যালটি দাবি করতে পারবেন। আর আপনি Alamy তে ডিসপ্লে করা কনটেন্ট অন্যান্য স্টক ফটো ওয়েবসাইটেও বিক্রয়ের জন্য ডিসপ্লে করতে পারবেন৷

তাহলে দেরি না করে এখনই Alamy Contributor হিসেবে নিজের একাউন্ট তৈরি করুন Alamy এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

Alamy

অফিসিয়াল ওয়েবসাইট @ Alamy

৫. Getty Images

Gettyimages

২৫ বছরের বেশি সময় ধরে ফটোগ্রাফার এবং ক্লায়েন্ট দের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে Getty Images। তবে এই সাইটে কাজ করার জন্য অবশ্যই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অথবা ইলাস্ট্রেশন এর ওপরে প্রফেশনাল দক্ষতা থাকতে হবে। আপনার পূর্ববর্তী কাজের স্যাম্পল দেখিয়ে একজন Contributor হিসেবে কাজ শুরু করতে পারবেন৷ তাই আগে নিজের কাজ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নিন যে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার।

Contributor হওয়ার জন্য প্রথমেই আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করতে হবে সরাসরি মোবাইল অ্যাপ এর মাধ্যমে। অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে Getty Images এর অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে৷ অ্যাকাউন্ট তৈরির পরে আপনার পূর্ববর্তী সর্বনিম্ন ৩ টি থেকে সর্বোচ্চ ৬ টি কাজের স্যাম্পল প্রদান করতে হবে৷ আপনার কাজ দেখে কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে ই-মেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। এরপর Getty Images কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করলে খুব সহজেই আপনি ছবি বিক্রি করে আয় করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন আপনার ছবি ক্রয় করবে তাদের চাহিদা মোতাবেক। আপনার ফটো যতো কোয়ালিটি সম্পন্ন হবে এবং ক্যাপশন এসইও ফ্রেন্ডলি হবে ততো বেশি সেটি বিক্রি হবে। তবে মনে রাখবেন Contributor আবেদন শুধুমাত্র Getty Images এর অ্যাপ থেকেই করতে হবে। ওয়েবসাইট থেকে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

Getty Images

অফিসিয়াল ওয়েবসাইট @ Getty Images

৬. Dreamstime

Dreamstime

সবথেকে সহজে কোনো স্টক ফটো ওয়েবসাইটের কনট্রিবিউটর হতে চাইলে চলে যেতে পারেন Dreamstime এ। ওয়েবসাইটে প্রবেশ করে নিচের দিকে Sell Photo অপশনে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আপনার নিজের তৈরি করা যে কোনো ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন বিক্রির জন্য। তবে ছবিগুলো অবশ্যই Dreamstime এর পলিসি অনুযায়ী শতভাগ সঠিক হতে হবে। তাই প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত পড়ে নিয়ে তারপর সেই অনুযায়ী ফটো বা ভিডিও তৈরি করুন।

আপনার তৈরি করা ফটো বা ভিডিও শতভাগ পলিসি অনুযায়ী হলে তা বিক্রয়ের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করে দেয়া হবে। প্রতিবার বিক্রয়ের জন্য আপনি সর্বনিম্ন ২৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমিশন পাবেন। তবে আপনার ব্যালেন্সে ১০০ ডলার না হওয়া পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন না। ১০০ ডলার আয় করার পরে উইথড্র আবেদন করলে আপনার একাউন্টে পেমেন্ট চলে যাবে৷ যারা কনট্রিবিউটর আবেদন না করে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করেই ফটো বা ভিডিও সাবমিট করতে চান তাদের জন্য Dreamstime একটি উপযুক্ত ছবি বিক্রি করার ওয়েবসাইট।

Dreamstime

অফিসিয়াল ওয়েবসাইট

Dreamstime @ Dreamstime

৭. SmugMug

Smugmug

আপনি কি চান আপনার তোলা ছবি কোনো প্রিন্টিং কোম্পানির মাধ্যমে ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীব্যাপী? তাহলে আজই আপনার ফটোগ্রাফি বিক্রি করুন SmugMug ওয়েবসাইটে। মাত্র ১৫ মিনিটে আপনার কাস্টম ওয়েবসাইটের মাধ্যমে SmugMug এ ফটো আপলোড করে তা বিক্রির জন্য উন্মুক্ত করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করে প্রথম কাজ হবে আপনার প্রিন্টিং পার্টনার সিলেক্ট করা৷ এরপর বাকি কাজের দায়িত্ব আপনার প্রিন্টিং পার্টনার এর।

তবে SmugMug এ আপনার ফটো বা ভিডিও বিক্রির জন্য আপনাকে ফ্রি সাবসক্রিপশন নিতে হবে। অবশ্য প্রথম ১৪ দিন আপনি বিনামূল্যে SmugMug ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। তবে সবথেকে স্বস্তির বিষয় হলো, SmugMug এ আপনার ছবি ভা ভিডিওর মূল্য কতো হবে তা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। পরবর্তীতে মোট বিক্রয়মূল্যের ৮৫% রয়্যালটি আপনি পাবেন। SmugMug এ ফটো বিক্রয় করার জন্য আপনার আলাদা কোনো এডিটিং টুল প্রয়োজন হবে না, ওয়েবসাইটের বিভিন্ন এডিটিং টুল ব্যবহার করেই একটি ফটো বা ভিডিও কে উপযুক্ত করে তুলতে পারবেন।

তাই ১৪ দিনের ফ্রি ট্রায়াল নিতে এখনই চলে যেতে পারেন SmugMug এর অফিসিয়াল ওয়েবসাইটে। আর বিনামূল্যে সাজিয়ে ফেলুন নিজের ফটোগ্রাফিক পোর্টফোলিও।

SmugMug

অফিসিয়াল ওয়েবসাইট @ SmugMug

৮. iStock

iStock

Getty Images এর একটি অঙ্গ প্রতিষ্ঠান iStock। সুতরাং Getty Images এর সকল নিয়মকানুন অনুসরণ করে আপনি iStock সাইটে ছবি বিক্রি করতে পারবেন৷ এই সাইটে আপনি ছবির পাশাপাশি আপনার তৈরি ভিডিও ও ইলাস্ট্রেশন বিক্রি করতে পারবেন। প্রতিটি ছবির জন্য সর্বনিম্ন ১৫% থেকে সর্বোচ্চ ৪৫% রয়্যালটি পাওয়া যায় এই সাইট থেকে।

iStock ওয়েবসাইটে ছবি বিক্রয়ের জন্য প্রথমে আপনাকে iStock মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে ফ্রি রেজিষ্ট্রেশন করে নিতে হবে। রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনার তোলা ছবি বা ভিডিও জমা দিতে হবে৷ এই ছবি বা ভিডিও রিভিউ করে গ্রহনযোগ্য মনে হলে iStock আপনাকে মেইল করে জানিয়ে দেবে। এরপর থেকে আপনি নিয়মিত ছবি ও ভিডিও সাবমিট করে বিক্রি করে আয় করতে পারবেন।

মোটকথা Getty Images থেকে আপনি যে প্রক্রিয়ায় আয় করবেন ঠিক একই প্রক্রিয়ায় iStock থেকে আয় করতে পারবেন।

iStock

অফিসিয়াল ওয়েবসাইট @ iStock

৯. Stocksy United

Stocksy United

আপনার ক্রিয়েটিভ কাজের সঠিক মূল্যায়ন পেতে আপনাকে আপনার কাজ শেয়ার করতে হবে Stocksy United ওয়েবসাইটে। আপনি কতোটা অভিজ্ঞ বা কতোদিন ফটোগ্রাফি পেশায় যুক্ত আছেন তা মূখ্য বিষয় না। Stocksy United প্রাধান্য দেয় ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর দের যারা নিত্যনতুন কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট সরবরাহ করতে পারবে। এই সাইটে হাই পেমেন্ট করার মতো হাজারো ক্লায়েন্ট রয়েছে তাই আপনি আপনার কাজের যাথাযথ সম্মানি পাবেন বলে নিশ্চিত থাকতে পারেন। বলা চলে এই সাইটে তুলনামূলক অনেক বেশি মূল্যে কনটেন্ট বিক্রি করা হয়, ফলে ক্রিয়েটর দের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়।

Stocksy United থেকে আয় করার জন্য প্রথমেই এই ওয়েবসাইটে আপনার চমৎকার একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। এরপর আপনার পূর্ববর্তী কাজের ১০ টি স্যাম্পল Stocksy United ওয়েবসাইটে সাবমিট করতে হবে। আপনার কাজগুলো কর্তৃপক্ষ রিভিউ করে তা বিক্রয়ের জন্য উন্মুক্ত করবে এবং আপনি এরপর থেকে নিয়মিত সাইটে আপনার ক্রিয়েটিভ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ইলাস্ট্রেশন সাবমিট করতে পারবেন। তবে আপনার প্রতিটি কাজ অবশ্যই ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন হতে হবে।

মনে রাখবেন Stocksy United ওয়েবসাইটে পাবলিশ করা ফটো বা ভিডিও আপনি অন্যকোনো সাইটে পাবলিশ করতে পারবেন না৷ প্রতিবার একটি কনটেন্ট বিক্রির জন্য আপনি ৫০% থেকে শুরু করে ৭৫% পর্যন্ত রয়্যালটি পাবেন৷ Stocksy United এর জন্য কনটেন্ট তৈরি করার পূর্বে অবশ্যই Stocksy United এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ থেকে আপনার একবার ঘুরে আসা উচিত। তাদের টার্মস এবং পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া উচিত। তাই এখনই ভিজিট করুন Stocksy United এর অফিসিয়াল ওয়েবসাইট।

Stocksy United

অফিসিয়াল ওয়েবসাইট @ Stocksy Unit

১০. Foap

Foap

আপনি সবথেকে সহজ উপায়ে নিজের তৈরি ফটো বা ভিডিও বিক্রি করতে পারবেন Foap ওয়েবসাইটে। আপনি যদি চান মেবাইলে তোলা ফটো বিক্রি করে আয় করবেন এই সাইট থেকে তা-ও কিন্তু সম্ভব। তাই ফটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে শুরু করুন মোবাইল দিয়েই ছবি তোলা। আর শেয়ার করুন জনপ্রিয় এই সাইটে। আপনার ফটোগ্রাফি করে টাকা আয় করার হাতেখড়ি শুরু হোক Foap থেকে।

Foap এর মোবাইল অ্যাপ ডাউনলোড করে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে সরাসরি আপনার ক্রিয়েটিভ কাজ শেয়ার করতে পারবেন অডিয়েন্স এর সামনে। তবে আপনার ছবি বিক্রি হবে কিনা এটা নির্ভর করবে পুরোপুরি আপনার টেকনিক্যাল দক্ষতা ও চমৎকার ফটোগ্রাফির ওপরে৷ উপযুক্ত ট্যাগ ব্যবহার করে, অধিক সংখ্যক ছবি শেয়ার করে, ছবির কোয়ালিটি ভালো রেখে আপনার বিক্রয় বৃদ্ধি করতে পারেন।

এই সাইটে প্রতিটি ছবি আপনি ১০ ডলারে বিক্রি করতে পারবেন। তবে এখান থেকে ৫ ডলার আপনাকে শেয়ার করতে হবে Foap এর সাথে। বাকি ৫ ডলার হবে আপনার ইনকাম। তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য চলে যেতে পারেন Foap এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Foap

অফিসিয়াল ওয়েবসাইট @ Foap

শেষকথা

আশাকরি ফটোগ্রাফি যাদের প্যাশন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ফটোগ্রাফি পেশায় এতো এতো সুবর্ণ সুযোগ থাকতেও কেন আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? তাই কাজ শুরু করে দিন আজই। আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক এর মূল্যায়ন করতে উৎসুক হয়ে বসে আছে হাজারো ক্লায়েন্ট। নিজের জন্য উপযুক্ত এক বা একাধিক সাইটে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরুন সহজেই।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস