নতুন প্রযুক্তি এবং বেশ কিছু সুবিধা থাকার কারণে ক্যামেরা ইউজাররা ধীরে ধীরে DSLR থেকে মিররলেস প্রযুক্তিতে শিফট হচ্ছেন। মিররলেসকে Future Protected প্রযুক্তি বললেও ভুল বলা হবে। মিররলেস ক্যামেরায় শিফট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর সাইজ। খুবই কমপ্যাক্ট সাইজ হওয়ার কারণে যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাওয়া যায়। এমন কি ডেইলি লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী করে তুলে।
তবে, বিশ্বে মিররলেস প্রযুক্তির আবির্ভাব হওয়ার পর ইউজাররা লেন্সের অপ্রতুলতা নিয়ে বেশ ভুগতেন। ক্যামেরা বডি আছে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোন লেন্স নেই। যদিও কনভার্টার ইউজ করে DSLR এর লেন্সগুলো ব্যবহার করা যেত বা এখনো করা যায়। কনভার্টার লাগিয়ে লেন্স ইউজ করলে যদিও ছবির কোয়ালিটিতে তেমন সমস্যা হয় না তবে লেন্স আর বডির কম্বিনেশন বড় হয়ে যায়। আবার মিররলেস ক্যামেরার লেন্সের দামও DSLR লেন্সের চাইতে অত্যধিক বেশি। এ কারণে অনেক ইউজাররাই বাধ্য হয়ে থার্ড পার্টি লেন্সের দিকে ঝুঁকে পড়েন। DSLR এর ক্ষেত্রে Sigma এবং Tamron এর লেন্সগুলো বেশ সুনাম কুড়ায়। এবং মার্কেটেও বেশ রাজত্ব করে।
সেই ধারা অব্যাহত রেখে তারাও বাজারে মিররলেস প্রযুক্তির জন্য লেন্স নিয়ে আসে। Sony, Canon বা Fujifilm এর ক্যামেরার জন্য বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক থার্ড পার্টি লেন্স বাজারে রয়েছে এবং আসছে। কিন্তু, Nikon লাভারদের জন্য এতদিন তেমন কোন থার্ড পার্টি লেন্স বাজারে ছিল না। যদিও Viltrox কোম্পানির লেন্স বাজারে রয়েছে, তবু সেগুলো Sigma বা Tamron এর সমপর্যায়ের না। আমি এর আগে Nikon এর DSLR (D5100) ইউজ করতাম। এর সাথে Sigma 17-50mm f2.8 লেন্সটা ইউজ করেছি। বেশ কিছু সুন্দর ও শার্প ছবি তুলেছিলাম সেন্টামর্টিন, সাজেক ভ্যালি ও টাঙ্গুয়ার হাওড় ট্যুরে।
Nikon এর Ergonomics এবং ছবির কোয়ালিটিতে মুগ্ধ হয়ে যাবার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম কখনো মিররলেসে শিফট হলে Nikon-ই কিনবো। কিন্তু, সে রকম থার্ড পার্টি লেন্স না থাকার কারণে কিনতে পারি নি। এমন কি ক্যামেরা বিক্রেতাও থার্ড পার্টি লেন্সের অপ্রতুলতার কথা তুলে ধরেন। সঙ্গত কারণে ক্যামেরা শপে বসেই Nikon কেনার সিদ্ধান্ত থেকে সরে আসি।
আপনারা অনেকেই জানেন, Nikon ইতিমধ্যে তিনটি ক্রপ সেন্সর বডি (Z50, Z30 ও Zfc) এবং বেশ কিছু ফুল ফ্রেম বডি (Z5, Z6, Z6 ii, Z7, Z7 ii ও Z9) বাজারে এনেছে। কিছুদিনের ভিতর নতুন একটি বডিও (Z8) বাজারে চলে আসবে। এত এত বডি থাকার পরও Viltox ছাড়া আর কোন নামিদামি থার্ড পার্টি লেন্স এতদিন বাজারে ছিল না।
শেষ পর্যন্ত, হতাশ Nikon লাভারদের জন্য খুশির খবর নিয়ে এসেছে Sigma Corporation। তারা ইতোমধ্যেই ৩ টি ক্রপ সেন্সর বডির লেন্স বাজারে আনার ঘোষণা দিয়েছে। https://www.sigma-global.com/en/news/2023/04/03/20609/
Sigma যে তিনটি লেন্স আনার ঘোষণা দিয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হল:
যারা Sony, Canon বা Fujifilm ইউজার আছেন, তাদের থেকে জানতে পারবেন এই লেন্সগুলোর পারফর্ম্যান্স কতটা অসাধারণ। আমি আমার Sony a6400 মডেলে Sigma 30mm লেন্সটা ব্যবহার করেছি। সত্যিই অসাধারণ ও পারফর্ম্যান্স ছিল। ছবিগুলোও ছিল খুব শার্প। সামনে ইচ্ছা আছে বাকি দুটি লেন্সও সংগ্রহে রাখার।
আশা করা যায়, খুব দ্রুত Tamron-ও সেই পথে হাঁটবে। এবং এই লেন্সগুলোর পাশাপাশি জুম বা টেলিফটো লেন্সগুলো বাজারে এনে আমাদের মত Nikon লাভার এবং শখের ফটোগ্রাফারদের ফটোগ্রাফির আগ্রহ ধরে রাখতে সক্ষম হবে।
আজ এ পর্যন্তই। আগামী কোন লেখায় লেন্সগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইন শা আল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন।
আমি সাইফুল্লাহ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
I am a Mechanical Engineer. Besides my profession, I like writings and do photography.