শত বছরের পুরনো ছবির দাগ মুছে দিন নতুন রুপ! (মধুর স্মৃতি বাচিয়ে রাখুন সব সময়)

ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটি অংশ হলো ফটো। নিজের বাচ্চাকালের ছবি দেখতে কার না ভাল লাগে। ফেসবুকে অনেকেই নিজের ছোটবেলার ছবি প্রোফাইল ইমেজ হিসেবে সেভ করে রাখে। শুধু ফেসবুকেই নয় নিজের ব্যক্তিগত অ্যালবামেও সেই ছোটবেলার ছবিগুলো থাকে। কিন্তু অনেক সময় ছবিতে দীর্ঘ দিনের বিভিন্ন ছাপ দেখা দেয়। সেই সমস্যা দূর করতেই এই টিউন।

উপরের এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরান ছবিতে কত সমস্যা থাকতে পারে। 😛

শুধু এই সমস্যাই নয় আরও বহু সমস্যার সমাধানে ছো্ট কিন্তু অতি কাজের একটি সফটওয়্যার হলো Retouch Pilot। স্ক্যানার দিয়ে স্ক্যান করা ছবিতে অনেক রকম দাগের সৃষ্টি হয়। সেসবও দূর করতে পারে এই সফট।

যে সব সমস্যার সমাধানে Retouch Pilot:

পুরনো ছবির বিভিন্ন স্ক্যাচ,স্পট, ক্ষয়প্রাপ্ত অংশ দূর করতে পারে। দেখুন কিভাবে পুরান ছবিকে নতুন জীবন দেয়া হয়েছে। 🙂

আগে

পরে

বাচ্চাদের দুষ্টামির নিদর্শন দেখেন। আঁকা-আঁকি করে প্রতিভা চর্চা হচ্ছে ছবির উপর। 😛

কিন্তু সমাধান দেখুন নিমিষেই!

ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন খুব সহজেই।

ছবির যে কোন অংশের আকার পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। ঠোট, চোখ বা শরীরের যে অংশের আকার ঠিক করতে পারবেন।

১৯৩৪ সালের সোভিয়েত ইউনিয়ন থেকে The Flying Club এর এই ফটোটা দেখুন।

যেটা আসলে এমন ছিল

ভাবছেন ব্যবহার করবেন কিভাবে? খুব সহজ। ভিডিও টিউটোরিয়াল সাথেই দেয়া আছে।

আরও বিস্তারিত জানতে দেখুন এখানে।

ডাউনলোডঃ

RetouchPilot_v3.2.0 সাইজ মাত্র ৩ মেগাবাইট!

ফুল ভার্শন করতে সাথে দেয়া ক্র্যাক ফাইল ওপেন করুন।(উইন্ডোজ 7 এ ক্র্যাক ফাইলে রাইট ক্লিক করে Run As Administrator এ ক্লিক করে ওপেন করুন।) চিত্রে দেখানো স্থানে ক্লিক করে RetouchPilot.exe ফাইলটি দেখিয়ে দিয়ে start বাটনে ক্লিক করুন।

তারপর সফট ওপেন করে সিরিয়াল কী দিন।
Enjoy!!!

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে। 😀

বহুল প্রশংসিত আমার আরেকটি টিউন দেখতে পারেন।

ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি ব্যবহার করে… ব্যবহার বিধিটা যদি একটু বলতেন? পারবো তো? ধন্যবাদ

ভাই অনেক ধন্যবাদ। সবারই আপনার মত হওয়া উচিত। আমাদের কিছু ব্লগার ভাই এমন কিছু সাইজের software এর লিংক দেয় যা বাংলাদেশে ডাউনলোড করা সম্ভব নয়। আপনার software এর সাইজ কম হলে কি হবে, কাজ করে অনেক বড়। একদম ধাইন্না মরিচ। আবারো ধন্যবাদ…………

জটিল হইছে ভাল লাগল………

বরাবরের মতই জটিল! 😀

ভাই আমি প্রোগ্রাম ফাইল দেখিয়ে দিছছি কিন্তু ইরর মেসেজ আসে।। ক্রাক ফাইল এ প্রব্লেম হচ্ছে।

Same problem as শাহরিয়ার কবির. I use win7. I think patch problems…

Level 0

ওরে সর্বনাশ!!!!!!! আধ ঘন্টায় এত্তো কমেন্ট!!!!!!!!!!!!!!!!!!!!! জয়তু…. হাসান-যোবায়ের ভাই..

ক্রিটিকাল টিউন

Os XP hole ki vabe?

Level 0

informative post!…tks

অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই 1:০০mp এ র দিকেই টিউন টি দেখেছিলা . কিন্তু একটু ব্যস্ততার কারনে তখন কমেন্ট দিতে পারিনি বলে আমি দুক্ষিত ! আর আপনাকে আমি টপ টিউনার ৫জানের এক জন হিসাবে জানি ! আপনার জন্যে শুভ কমনা ,

আর বরাবরের মতো এই টিউনটিও ফাটিয়ে করলেন , প্রয়তে রাখলাম।।

    @প্রিন্স মাহমুদ: আমি নিজের খোমা দেখানোর জন্য কখনই টিউন করিনি। নাহলে অনেক আগেই টপ টেন লিস্টে আসতে পারতাম।

    আমার অনেক পরে টিউন শুরু করে অনেকেই এখন টপ লিস্টে আছে।
    ধন্যবাদ মন্তব্যের জন্য।

      ভাই এখানে টপ লিস্টের কথা আসছে কেন ? আমি বুঝাতে চেয়েছি আমি ৫জনকে ভালো লাগে তার মধ্যে আপনি অন্যতম ! আপনি আমার ফেসবুক প্রোফাইলের এই স্টেজ >>যাঁরা আপনাকে অনুপ্রাণিত করেন<< টা দেখলে অনকটা ক্লিয়ার হতে পারবেন ।। আবার ও আপনার জন্যে শুভকামনা।

      (http://www.facebook.com/mofazzalhossainp)

    @প্রিন্স মাহমুদ: দেখলাম ভাই। অনেক ভাল লাগলো। 🙂 😀

Level 0

বড়ই কাজের “নরমতার” । কিন্তুক পুরান ছবি কই পাই এখন ?

I use win7. I think patch problem. kono bhabei kaaz hocche na. RetouchPilot file ti dilam but patch prob.

হাসান ভাই মানুষ বাঁচে কয় বছর???

Level 0

Dhekhi. & try kori . porey bolbo….ok Dhonnobad Apna_K….

জটিল 🙂

hasan এর টিউন গুলো বরাবরি খুবই ভাল হয়।শুভকামনা রইল।

Level 0

darun vai………..শুভকামনা রইল।

হাসান ভাই, আপনাকে একটা মেইল পাঠিয়েছি। আশা করি জবাব পাব।

ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ,এমন একটি soft এর জন্য।

Level 2

অসাধারন

বেশ কাজের টিউন। কাজে লাগবে আমার। ধন্যবাদ জোবায়ের ভাই। 🙂

বরাবরের মত সুপার টিউন। ধন্যবাদ হাসান ভাই

প্রিয় টিউন্সে যুক্ত করা হইল 🙂

Level 0

এটি আমার দ্বিতীয় কমেন্টস। হাসান যুবায়ের মানেই ভিন্ন কিছূ, ভিন্ন স্বাদ, নিশ্চিত কিছু প্রাপ্তি। দীর্ঘ ও সুস্থ্য জীবন কামনা করি।

Level 0

বরাবরের মত এই পোস্ট ইও জটিল হইছে . কিন্তু আমি কোনো ভাবেই পেচ ফাইল টি Run administrator দিয়ে ওপেন করতে পারছিনা কারণ সেখানে Run administrator অপশন দেখায়না ,So কিভাবে করতে পারব বাতলে দিলে বাদিত হব.. ভালো থাকবেন , অনেক ধন্যবাদ ….,

Level 0

না ভাই আমি windows 7 বেবহার করি , so কিভাবে করতে পারি ? অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

না ভাই পারলামনা । কারণ ঐ পেচ ফাইলে রাইট বাটন ক্লিক করলে Run as administrator অপশন দেখায়না ।so কোনো ভাবেই করতে পারলামনা । Many thnx……………,

Level 0

পেচ ফাইল ওপেন হয়েছে , কিন্তু ফাইল দেখানোর পরে লিখা আসে , file not found, or File access error ! so এখন কি করতে পারি ? ধন্যবাদ আপনাকে ।

Level 0

দারুন খুশি !! শেষ পর্যন্ত পেরেছি । অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য । ভালো থাকবেন ।