চলুন দেখে আসি কিছু আলোচিত রহস্যময় ভৌতিক ফটোগ্রাফ।

পৃথিবীতে ভূত বলে আদৌ কোন কিছু আছে নাকি আমার জানা নেই। তবে ছোট বেলা থেকে অনেক ভূতের গল্প শুনেছি, এবং ভূতের গল্প পড়েছি। এখনও ভূতের গল্প পড়তে ভালোবাসি এবং পড়ি। বিজ্ঞান ভুতের অস্তিত্বকে স্বীকার করে না। আমি সায়েন্সের স্টুডেন্ট ভুত বিশ্বাস করি না কিন্তু যখন কোন ভুতের ছবি দেখি বা গল্প পড়ি তখন কিন্তু ভয় ঠিকই পাই। আমি জানি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ভুতে বিশ্বাস করেন না কিন্তু ভুতের ভয় ঠিকই পান!! গ্রামের বাড়িতে সন্ধ্যার পর বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন তখন গা টা কিন্তু ঠিকই শিরশির করবে।

অনেকেই আবার ভাবতে পারেন এই টেকনোলজি ব্লগে কেন এই সব অবাস্তব টপিক। ছোটবেলা থেকেই আমি রহস্যের ব্যাপারে একটু বেশি আগ্রহী, সেই সুবাদে আমি অনেক রহস্যময় টপিক সম্পর্কে জানি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সংগ্রহে থাকা তেমনি কিছু রহস্যময় ভৌতিক ফটোগ্রাফ। যে ফটোগুলো একসময় খুব আলোচিত ছিলো, ফটোগুলো ইন্টারনেট এবং আমার বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং যদি আমার এই টিউন আপনাদের মনে সামান্যতম ভয়ের কাঁপন ধরাতে পারে তবেই এই টিউন টি সার্থক হবে। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ছবিতে.........................

১৯১৬ সালের ফটোগ্রাফ, তখন কি ফটোশপ ছিলো?

লক্ষ করুন মহিলাটির পা নেই।

ওই ছেলেটি আগেই মারা গিয়েছিল।

গাড়ির ভিতর দেখুন।

টেলিভিশনটা তখন বন্ধ ছিলো।

নো কমেন্টস।

ছবিটির মুখের দিকে এক দৃষ্টিতে মিনিট দুই তাকিয়ে থাকুন, শত চেস্টা করলেও মুখটি কিছুক্ষন মন থেকে সরাতে পারবেন না।

ছবির মাঝে আরেক রহস্যময় ফটোগ্রাফ।

শিশুটির ডানপাশে কে????

সিড়ির মাঝে কি অতৃপ্ত আত্মা??

ছবির মাঝখানটায় লক্ষ করুন।

এই ছবিটা নিয়েও যথেষ্ট বিতর্ক আছে।

এক সন্ধায়, ঝড়ের পর ফটোগ্রাফটি তোলা।

কফিনের ডান পাশে ওটা কে??

ছবি তোলার আগে টাওয়ারের উপরটি ছিলো ফাঁকা বাট ধোলাই করার পর ........................

"গাজীপুরের রহস্য" এই শিরোনামে বছর দেড়েক বা দুই, আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিলো, সেখানে দাবি করা হয় যে একদল তরুন গাজীপুরের ন্যাশানাল পার্কে বনভোজনে যায়। বণে হাটতে হাটতে তারা অনেকটাই গভীরে চলে এলো। সহসাই সন্ধ্যা নেমে এল। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন! কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুন দল ভয় পেয়ে গেল। পরে সাহস করে এক তরুন ছবি তুলে চলে এল দ্রুত। ভয়ে ঘাবড়ে গেলেও ভাল ভাবেই ফিরে এল তারা। কিন্তু দুই দিন পরেই  ছবি তোলা তরুনটি মারা গেল। যে ছেলেটি ভুতের ছবি তুলে ছিল সে চির তরে পংগু হয়ে গেল। মারা যাওয়া তরুনটির পোষ্টমর্তম প্রতিবেদনে দেখা গেল তরুন সেই ছেলেটির হার্ট এবং লিভার মিসিং। ছবিটি ডেভেলপ করার পর আসলো উপরের ছবিটি। হয়তো অনেকই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকন্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বিষয়টিকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছে আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করেছে।

এই হল আমার সংগ্রহে থাকা ছবি গুলো, এগুলোর সত্য মিথ্যা বলতে পারি না, সুপার ইম্পোজড কিনা তা ও বলতে পারি না জাস্ট এতটুকু জানি যে ছবি গুলো কোন না কোন সময় তুমুল আলোচিত ছিলো। জাস্ট ভয় দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করা, কারন ভুত আছে কি নাই সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে বাট ভুতের "ভয়" টা যে ১০০% সত্য সেটা নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই। আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি আমার ৫০তম টিউনের কাছাকাছি চলে এসেছি,শুধুমাত্র আপনাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। তবে  ৫০তম টিউনে আপনাদের জন্য রয়েছে চমক।

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর টিউন!

Level New

অসাধারন হয়েছে ভাই, 🙂

সর্বশেষ ছবির ছেলেটা কিন্তু বাংলাদেশী না ভালভাবে লক্ষ করুন ।

Level 0

আপনার দুই নম্বর ছবিটার মানে বুঝিয়ে বলুন । টিটিতে কি শেয়ার করা ছবি ডাউনলোড করার সুবিধা আছে থাকলে ডাউনলোড করব ছবি গুলো

    দুই নম্বর ছবিতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে, সে শুন্যে ভাসছে। আর যে ছবি ডাউনলোড করতে চান সেটির উপর রাইট ক্লিক করে সরাসরি সেভ করুন।

sotti sotti voi paichi.

    ধন্যবাদ, ভয় পেলেই টিউন সার্থক।

    aro chai.arekta kotha egulu apni pelen ki kore?kono fixed website ache?

    বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র থেকে কালেক্ট করা, ফিক্সড ওয়েবের কথা বলতে পারছি না।

    ok.thank you so much.erokom aro tune chai

    অবশ্যই…..

আরেহ অনেক দারুন দারুন মজার জিনিস জানালেন তো !

    অনেক ধন্যবাদ নাহিদ ভাই, অনেক দিন পর আপনাকে দেখলাম।

কম্পুতে এইগুলা রাখেন। ভয় করে না???

very nice ,,,,

thanks a lot

ভয় পাইছি।

    ভয় পাওয়ার জন্য আপনাকে এট্টু বেশি ধন্যবাদ…… 😀 😀 🙂

Level 0

সবe ফালতু bro.

    মুল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শেষ ছবিটার কথা অনেক শুনেছি আজকে নিজ চোখে দেখলাম। 😳
ভয় পাইছি কিন্তু অল্প 😛

    অনেক ধন্যবাদ হাসান।

Level New

@ আকাশ ভাই,
সর্বশেষ ছবিটা সম্পর্কে আমার কাছে কিছু তথ্য আছে ।
আমি তখন ঘাটাইল (টাংগাইল) একটা বেসরকারী হাই স্কুলে পড়তাম ।আমাদের শাহীন স্যার নামের একজন টিচার ছিলেন ।উনি আনাদের ২০ জন ছাত্রকে ঐ জায়গাতে নিয়ে গিয়েছিলেন ।জায়গাটির নাম দোখলা পিকনিক স্পট (ন্যাশনাল পার্কের ভিতর একটা পিকনিক স্পট)।ঐ ছবিটা তোলার স্হানেও আমি গিয়েছি এবং এলাকাবাসীর (বেশীর ভাগই উপজাতি) সাথে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি ।যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছেন ঐ ছেলেটি তখন ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে পড়ত এবং তারা পিকনকে এসেছিল ।এই জায়গাটি আপনারাও অনেকেই দেখেছেন যারা সালমান শাহ -শাবনুর এর আনন্দ অশ্রু সিনেমাটি দেখেছেন ।ছবিটিতে বন জঙ্গল + ভাবনা মেন্টাল ক্লিনিকের যে কটি দৃশ্য আছে তা ঐ জায়গায় করা ।অবশ্য শুটিং হওয়ার অনেক পরের ঘটনা এটা ।
আমি + আমার স্যার +বন্ধুরা ছবিটির মূল রহস্য জানতে অনেক সময় ব্যায় করেছিলাম ।এবং যতদুর জানি কয়কটি বিদেশী টিম এটা তদন্ত করেছে ।তারা ছবির মূল ফিল্ম বিদেশে নিয়ে গিয়েও টেস্ট করেছিল কিনতু কোন সিদ্ধান্তে পৌছতে না পেরে বলে দিয়েছিল প্রচলিত জ্ঞান বিজ্ঞান এই ছবির রহস্য উন্মোচনে অক্ষম ।এটা সম্পর্কে আমার কাছে আরো অনেক অনেক তথ্য আছে (১ টি ফাইল) কেউ উৎসাহী হলে জানাবেন ।
আর উপরের ছবিগুলো সহ আরো অনেকগুলো ছবির কালেকশন আছে আমার কাছে ,যা বিশ্বাস করা খুবই কঠিন ।বিলিভ ইট অর নট নামক একটা বইয়ে উপরের ছবি + আরও অনেক অতি প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।
মুলতঃ আমি এইসব অতি প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে একটু বেশীই ঘাটাঘাটি করি ।আপনিও উৎসাহী জেনে একজন ভালো দোসর পেলাম।

ক্ষমা করবেন ভুল হলে।নিজের জ্ঞানচর্চা নিয়ে বোধহয় একটু বেশী গলাবাজী করে ফেললাম ।
আসলে প্রকৃতি শুধু লজিকেই চলে না মাঝে মাঝে এন্টি লজিকেও চলে ।যার ব্যখ্যা বিজ্ঞান দিতে পারে না ।

    Level New

    আর হ্যা…ছেলেটির পেছনে যে ছায়াটি দেখছেন ঐ মেয়েটির কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছিল না ।আর ঐ মেয়েটার কবর এই গাছটির পাশেই দেওয়া হয়েছিল।মেয়েটার ওরিজিনাল ছবি স্যারের কাছে ছিল ।এখন আছে কিনা জানিনা ।আমরা ওরিজিনাল ছবির সাথে এই ছায়ার ৯৯ ভাগ মিল পেয়েছিলাম ।পার্থক্য শুধু এই ছবিটায় মেয়েটির চোখের মনি নেই ।আর একটা অশুভ চাহনি ।

    ভাই, এগুলার ব্যাপারে আমার জানার ইচ্ছা আছে। দয়া করে যদি শেয়ার করেন… [email protected].

    রাখাল ভাই, আপনার ফাইলটা+ আপনার সব ছবির কালেকশন+ আরো যা কিছু আছে পাঠিয়ে দিলে খুশি হবো
    nipin.bd{at}gmail.com

    ভাই, আমাকেও। আর "বিলিভ ইট অর নট" বইটি কোথায় পাব অথবা কোন ডাউনলোড লিঙ্ক থাকলে দয়া করে শেয়ার করবেন। আমার ইমেইল অ্যাড্রেস [email protected]. ধন্যবাদ।

    রাখাল ভাই এক্ষনি ওই মেয়েটির ছবি এবং ওই বই সম্ভব হলে আপলোড করে লিঙ্ক দিয়ে দেন।

    আর রাখাল ভাই সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

    ভাই আমিও এ বিষয়ে জানতে চাই; আর ছবি গুলো যদি আমারে মেইল করবেন আশা রাখি।
    [email protected]
    ধন্যবাদ আপনাকে।

    ভাই আমিও খুবই আগ্রহি আপনার মত………… কালেকশনে থাকলে পাঠিয়ে দিন [email protected]

    অথবা আপলোড করে টিটি তে একটা টিউন করুন

    Rakhal ভাই আপনার কালেকশন একটু কষ্ট করে আপলোড করে একটা টিউন করে ফেলুন। আমাদের সাথে শেয়ার করুন।

    Level 0

    Pls pls pls pls…বইটি আর ছবিগুল আমাকে পাঠান, আমার এই বিষয়ে অসাধারন । পাথালে খুবই ক্রিতজ্ঞ থাকবো। আমার ই-মেইল[email protected]

    উপরের ৪ নম্বর ছবিটির পটভূমি ও ভুত সম্পর্কে বিস্তারিত পেলাম এই লিঙ্কটিতেঃ
    http://www.mainuddin.tk/2010/08/blog-post_16.html

    amio chai.please sand me in my [email protected]

    @ Rakhal >>>

    গাজীপুরের ঐ ভুতুড়ে জায়গাটা যে দেখেছি মানে Movie-তে আছে তা জানতামই না…

    http://www.youtube.com/watch?v=lZUJ55JDuGY

ভাই আমি গ্রামে থাকি । এখন দেখি আমার রাতে চলা ফেরা করতে ভয় পাইব … আমি অনেক ভয় পাইছি

    ধন্যবাদ তানজিল ভাই।

Level 0

Thai horror movie 'SHUTTER' এর একটা দৃশ্যে দেখানো হয় কি করে হরর ফটো বানানো হয়।অবশ্য এটাও বলা হয় সব কিছু ফটো আছে যা কিনা সত্যি।যদি পারেন তবে Thai horror movie 'SHUTTER' and 'ALONE' movie দুটি অবশ্যই দেখবেন।ফাটাফাটি movie।
nice tune@আকাশ ভাই

আকাশ ভাই, এইটা একটা কাজ করলেন? আজকে রাতে আর ঘুমাবোনা ঠিক করছি। অসাধারন টিউন হয়েছে।

অটঃ আপনি না মেরিন একাডেমিতে ভর্তি হয়েছিলেন? কয়েকদিন আগে পেপারে দেখলাম র‍্যাগিং এর নামে নিউকামারদের সিনিয়ররা অমানবিক নির্যাতন চালিয়েছে। অনেক-কে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। আপনার কি অবস্থা?? ধন্যবাদ।

    ভাইরে আমিও এর চরম নির্মমতার শিকার,আমিও হাসপাতালে ছিলাম ২দিন, একটা টিউনও করেছিলাম,
    https://www.techtunes.io/download/tune-id/65334/

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ফারহান ভাই… 🙁 🙁

Level 0

হোক না টেকনোলোযি বলগ।মাঝে মাঝে এরকম ভৌতিক,রহস্যমুলক কাহিনি নিয়ে পোসট করতে হয়।ধন্যবাদ আমাকে ভয় পাইয়ে দেয়ার জন্য

    ধন্যবাদ রানা ভাই।

সত্য/মিথ্যা=০০০

Level 0

a haunting , discovery channel এর এই প্রোগ্রাম নতুন এক দুনিয়া উম্মোচন করে দিসে., হেব্বি লাগে, আমি বরাবর দেখি.

    প্রোগ্রামটি দেখতে হবে, ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমার supernatural জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে।আজকে paranormal activity দেখলাম।খুব ভয় পেয়েছি।আমি আর কিছু documentary video নামিয়েছি এসব বিসয় এর উপর।ভালো ই ভয় লাগে।ভয় পেতে ই আমি ভালোবাসি।যত horror মভিএ আছে প্রায় সব দেখা হয়ে গেছে মনে হয়।আপনার অনেক ছবি দেখলাম।কতগুলা আসলেই দেখার মত।আপনাকে অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ শরীফ ভাই।

🙁 ভরদুপুরে দেখে টিউনের মজাটাই নষ্ট করে দিলাম। যাক রাতে আবার দেখব। আকাশ ভাইরে ভয়ানক ধন্যবাদ। 😛 🙄

    সমস্যা নাই, মধ্যরাতেই দেইখেন, অনেক ধন্যবাদ ডিয়ার মাখন ভাই………………………

ভুতে বিশ্বাস 0%
ভুতের ভয়ে বিশ্বাস 100%
গত এক মাস একা বাসায় থাকতে হয়েছিলো, ভাগ্য ভালো তখন Tune-টি করেন নাই, নইলে না দেখেও থাকতে পারতাম না…

যা হোক Horror Tune চলুক…

Level 0

timu is mad

ভাই, শ্যাষের ছবিডা খুব বেশি ভয়ানক! লা ইলাহা ইল্লা আন্তা…………….. তারপর জানি কি…………? ভাই, আপনি কি শ্যাষের ঘটনাডা বিশ্বাস করেন? খোদার কসম খাইয়া কইবেন!

আকাশ ভাইকে ধন্যবাদ

ভাল লাগল ।

ভাই এই রাত বিরাতে কি পড়লাম??!! বাকিগুলো কোন effect দেয়নি। কিন্তু শেষটা দেখে কেন জানি ভয় লাগছে। 🙁

অসাধারন একটি টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুকের ভীতর কাপন ধরিয়ে দিলেন ভাই। কতোটা যে ভয় পেয়েছি, বলে বুঝাতে পারবোনা।