কিভাবে করবেন ক্লোন ফটোগ্রাফি [টিউটোরিয়াল]

ফটোগ্রাফি করার চেষ্টা করি সামান্য কয়দিন হলো , এখনো ক্যামেরার ক ও জানিনা ফটোগ্রাফির ফ তো অনেক দুরে। যাই হোক কয়েকদিন আগে ক্লোন নামে একটা ছবি ফেইসবুকে আপলোড করেছিলাম [নিচে ছবিটা দিলাম ] ছবিটা দেখার পর অনেকেই অনুরোধ করেছে এই নিয়ে যেন একটা টিউটোরিয়াল লিখি 🙂 সেই অনুরোধ রাখতেই এই পোস্টটা লিখা শুরু করলাম

আসলে ক্লোন ফটোগ্রাফি খুব একটা কঠিন কিছুনা । ফটোশপের উপরে মোটামুটি ধারণা আর ক্যামেরা নিয়ে হালকা জ্ঞান থাকলেই সহজে কাজটা করতে পারবেন

প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে দুইটি ভিন্ন ভিন্ন ছবি তুলতে হবে যার ব্যাকগ্রাউন্ড একদম একই কিন্তু আপনার স্টাইল ভিন্ন । দেখুন উপরের ছবিটি যে দুটি ছবি থেকে তৈরি করেছি সেই ভিন্ন দুইটি ছবি

খেয়াল করুন দুইটা ছবিরই ব্যাকগ্রাউন্ড একই । ছবি তোলার সময় ট্রাইপড ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তাহলে ব্যাকগ্রাউন্ড একই থাকবে ক্যামেরা নড়বেনা ট্রাইপড না থাকলে চেয়ার টেবিল বা কোনকিছুর উপরে রেখেও ছবি তুলতে পারেন অর্থাৎ যেভাবেই ছবি তুলুন না কেন ব্যাকগাউন্ড একই থাকলেই চলবে

এবার দুইটা ছবির মধ্যে যে ছবিটা ভালো মনে হয় সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করুন এবং দ্বিতীয় ছবিটার অংশবিশেষ মানে যে অংশে সাবজেক্ট আছে সেই অংশটুকু ক্রোপ টুলস/সিলেকশন টুলস বা অন্য কোন টুলস ব্যবহার করে প্রথম ছবিতে নিয়ে আসুন নতুন একটা লেয়ার তৈরি করে


খেয়াল করুন আমি প্রথম ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে দ্বিতীয় ছবিটার অংশবিশেষ মানে আমি যে দাড়িয়ে রয়েছি সেই অংশটুকু কেটে প্রথম ছবিতে নিয়ে এসেছি/আপনারা সিলেকশন টুলস ব্যবহার করেও কাজটা করতে পারেন
এখন আপনি ফটোশপের ইরেজার টুলস/ক্লোন টুলস বা ব্রাশ টুলস/ব্লোর টুলস বা আপনার প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ছবি দুইটাকে এমন অবস্হায় আনুন যেন কোনভাবেই বুঝা না হয় যে আপনি ভিন্ন ভিন্ন ছবি তুলে জোড়া দিয়েছেন । আশা করি যারা ফটোশপ জানেনে তারা ব্যাপারটা ধরতে পারছেন কিভাবে কাজটা করতে হবে । আমি আমার স্টাইলে কাজটা করি আপনি ইচ্ছা করে অন্য পদ্ধতিতে করতে পারেন

যারা ফটোশপ বুঝেননা তাদের জন্য কিছুটা কঠিন মনে হবে । যাই হোক কোন অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন সাধ্যমত চেষ্টা করবো সাহায্য করতে ।

আমার নিজস্ব ব্লগে পূর্বে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম মাথায় আরেকটা সুন্দর জিনিস আসলো। ধন্যবাদ মামুন ভাই।

জটিল তো…

http://www.techvission.com

Level 0

ভাই এত ঝামেলা করার কি দরকার, একটি ছবির সাথে অন্য একটি ছবির মানুষকে সিলেকশন টুলদিয়ে সিলেক্ট করে কপি-পেষ্ট করলেই তো হয়………………..। আপনাকে ধন্যবাদ

Level 0

দুটি ব্যাকগ্রাউন্ড এক হতে হবে এমন কোন কথা নেই। যে ছবিটি জোড়া লাগাবেন তা থেকে অবজেক্টটি পলিগনিক লেসো টুল দিয়ে সাবধানে সিলেক্ট করে তা কপি করে অপর ছবিতে পেষ্ট করে দিলেই হয়। আপনার ২য় ছবিটি কোনো গাছের নিচে,নদীর ধারে পাহাড়ে বসে,দাঁড়িয়ে বা ঘুমিয়ে তুললেও কোন সমস্যাই হবে না। আর দুটি ছবি তোলারও দরকার নেই,যদি আপনি same movement e সমস্যা না হয়।

    @MITHU: এভাবে করলে অনেক বেশি Natural মনে হবে। Shadow গুলো দেখেন, lasso দিয়া এটা নিখুত ভাবে পারবেন না।

thanks for tune

এত কাহিনী করে লাভ নাই। আমি শুধুমাত্র পেইন্ট ব্যবহার করেই কাজটি করতে পারি হে হে হে… 😀

    Level 0

    সহমত। টিউনার ভাই তো শুধুই কঠিন করল।

    হা হা 😉

    দুই জনের একজনও আসল ব্যাপারটা ধরতে পারেন নাই 🙁

দারুন! দেখি চেষ্টা করে পারি কিনা। শেয়ার করার জন্য থ্যাংকু। 😛

টিউনার ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। টিউনার ভাইয়ের সাথে যারা দ্বিমত করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আসলে কি এতই সহজ? যেকোন জায়গা থেকে ছবি সংগ্রহ করে সেখান থেকে শুধু বডি নিয়ে লাগিয়ে দেলেই হল। খেয়াল করুন: দুটি ছবির প্রধান আলো একই জায়গা থেকে আসছে (বা দিক থেকে) তাই এভাবে ছবি একত্রিত করলে ছবি বাস্তবসম্মত হবে। আর যদি দুটি ছবি আলাদা জায়গার একই ব্যাক্তির ছবি ক্নোন করেন তাহলে আলো ও শেড একরকম নাও হতে পারে। তার চেয়ে একই সময়ে ও একই জায়গায় তোলা ছবির ক্ষেত্রে আর যাই হোক, আলো আর শেড নিয়ে বাড়তি ভাগান্তি পোহাতে হবে না।

Level 0

চমৎকার পোস্ট । চালিয়ে যান ।

Level 0

চমৎকার পোস্ট

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।