অনেকে হয়তো 3D মুভি দেখেছেন। মানে যে মুভি চশমা দিয়ে দেখতে হয় সেই 3D মুভির কথা বলছি। তো এমন মুভি দেখার পর কি একবারও মনে স্বাধ জাগে নাই নিজের ছবিকে 3D ছবিতে দেখতে? হ্যা এটার স্বাধ জাগতেই পারে। আর এই টিউনের মাধ্যমে আপনার সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করতে পারবেন অর্থাৎ আপনার ছবিকে 3D তে রুপান্তর করতে পারবেন।
আর হ্যা 3D ছবির স্বাধ পেতে হলে অবশ্যই চশমা লাগবে। চশমার বিষয়ে পরে বলছি। অনেকে হয়তো ভাবছেন কেমন হয় 3D ছবি। কিছু 3D ছবি দেখুন।
কি বানাবেন নাকি এইরকম নিজের 3D ছবি?
3D ছবি বানানোর জন্য চমৎকার একটা সফটওয়্যার হলো Roxio 3D Photo Creator। এটা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় 3D ফটো। আর হ্যা সফটওয়্যারটি ইন্সটল করার আগে এন্টিভাইরাস অফ করে রাখবেন। নাহলে সমস্যা করতে পারে।
বিস্তারিত জানুন এখানে।
2D ছবি অর্থাৎ সাধারন ফটো থেকে 3D ছবি বানাতে চাইলে নিচের মতো ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন।
অথবা বাম এবং ডান চোখ বরাবর থেকে তোলা দুটি ছবি থেকেও 3D ছবি বানাতে পারবেন। এটাই বেশি ভাল হয়। আপনার দৃশ্যের একটি ছবি গ্রহণ করুন, এবং তারপর ক্যামেরা ডানে দুই থেকে তিন ইঞ্চি সরিয়ে একই দৃশ্যের অন্য একটি ছবি গ্রহণ করুন।নিচের ছবি দুটো দেখুন -
তারপর NEXT এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত 3D ছবি। Adjust এর আইকনে ক্লিক করে ছবির adjustment ঠিক করে নিন।
তারপর সেভ করে নিন আর উপভোগ করুন আপনার 3D ছবি!
আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে
বাজারে গিয়ে বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকানে গিয়ে লাল ও নীল (Red & Cyan) রঙ এর দুটি সেলোপিন পেপার কিনবেন। কাটাবন মসজিদের উপর পাশের দোকানগুলোতে পাবেন। এরপর নিজের বুদ্ধি খাটিয়ে কাগজের একটি ফ্রেম তৈরী করে নিন। চশমাটা বাম দিকে দিবেন লাল আর ডানদিকে নীল পেপার।
ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
Roxio 3D Photo Creator। সাইজ ৬৪ মেগাবাইট।
আর সিরিয়াল কী পাবেন এখানে
আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাই, আপনার কাছে 3D VIDEO CREATOR থাকলে শেয়ার করুন।আর নিজের বানানো চশমা দিয়ে কেমন দেখা যায় জানাবেন।