প্রতিটি ডি.এস.এল.আর ক্যামেরায় একটি কমন মিটার থাকে যেটিকে লাইট মিটার বলে তা জেনেছিলাম আমরা গত পর্বে। আর এই লাইট মিটারের বেশ কিছু মিটারিং মোড থাকে। সেই মিটারিং মোডগুলো অবশ্য ফ্রেম এবং ফোকাসিং সাথে সম্পর্কযুক্ত। তবে চলুন প্রথমে ফ্রেম এবং ফোকাস নিয়ে একটু ধারণা নিয়ে নেই।
ফ্রেম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ভাল ছবি আমরা ফ্রেমে বাধাঁই করে রাখি। ভাল ছবিও যে একটা ভাল ফ্রেম থাকা লাগে সেটা হয়তো অনেকেরেই অজানা। বিষয়টা একটু জটিল হয়ে গেল মনে হয়। ভাল ছবির আবার ফ্রেম কি। ধরুন আপনি পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলেন স্টুডিও তে। ক্যামেরাম্যান করলো কি আপনার ছবির সাথে পাশে রাখা স্টুডিওর একটা লাইটের ছবিও তুলে নিল। ছবিটা প্রিন্ট করার পর দেখা গেল আপনার সাথে একটা লাইটের ছবিও চলে আসছে। ছবিটা কি আপনি নিবেন? মুখের উপর বলে দিবেননা না এটা কি করছেন মিয়া। আপনি তো পাসপোর্ট সাইজ ফটো কেমন হয় তাও জানেননা ! পাসপোর্ট সাইজ ছবির ভিতর আমি ছাড়া আর কোন কিছু থাকবেনা। ছবিতে আমার সাথে লাইট দেখা যায় কেন।
এবার ফ্রেম শব্দটার সাথে পাসপোর্ট সাইজ ফটোকে মিলাতে চেষ্টা করুন। পাসপোর্ট সাইজ ছবির ফ্রেমটা হচ্ছে সেখানে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ থাকবেনা।একই ভাবে যদি আপনি কয়েকজন ফ্রেন্ডের গ্রুপ ছবি তুলেন তবে সেখানেও একটি ফ্রেম থাকতে হবে। ধরুন আপনি আপনার কয়েকজন বন্ধুর গ্রুপ ছবি তুললেন। দেখা গেল সেখানে থাকা সবচেয়ে লম্বা বন্ধুটির মাথা আপনার ছবিতে আসলোনা। আপনি কি ওই এক বন্ধুর মাথা ছাড়া ছবিটি ফ্রেমে বাধাঁই করে ঘরে ঝুলিয়ে রাখবেন। অবশ্যই না। কেননা সেই ছবিরই তো ফ্রেমের ঠিক নাই তাকে আর অন্য ফ্রেম দিয়ে কেন বাধাঁই করার কোন মানে হয়না। আশা করছি ছবির ফ্রেম জিনিসটা এখন একটু ক্লিয়ার। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো আগামীতে।
আপনি যদি নিয়মিত ফটো তুলে থাকেন তবে একটা জিনিস লক্ষ্য করবেন। ধরুন আপনি কোন একটা জিনিসের ছবি তুলতে গেলেন। হোক সেটা একটা পাখি। যদিও আপনার মনোযোগ পাখির উপর কিন্তু ছবি তুলার পর দেখা গেল পাখির চেয়ে গাছের কয়েকটি পাতা বেশ ভাল দেখাচ্ছে। পাখিটাকে একটু ঝাপসা ঝাপসা লাগছে। হ্যাঁ এটাই ফোকাসিং। আপনি হয়তো ফোকাস করতে চেয়েছেন পাখিটাকে কিন্তু ক্যামেরা ফোকাস করে বসেছে কয়েকটি পাতাকে।
ডি.এস.এল.আর ব্যবহারকারীকে অবশ্য সেই সমস্যায় পড়তে হয়না। কেননা ডি.এস.এল.আর এ অটো এবং ম্যানুয়াল দুই ধরনের ফোকাসিং এর ব্যবস্থা থাকে। আপনি সাটার রিলিজ বাটন (যেটাতে চাপ দিয়ে আমরা ছবি তুলি) সেটা দিয়ে অটো অথবা ল্যান্সে থাকা ফোকাসিং রিং ঘুরিয়ে (ম্যানুয়াল মোডে) কোন কিছু ফোকাসিং করতে পারবেন। আরেকটা জিনিস জেনে রাখা ভাল ভিউ ফাইন্ডারের যে ছোট ছোট ঘর দেখা যায় ওইগুলোকে কিন্তু ফোকাসিং পয়েন্ট বলে।
আমরা আগেই জেনেছিলাম লাইট মিটার এর কাজ হচ্ছে অবজেক্ট থেকে আসা আলোটাকে পরিমাপ করা। বিষয়টি মাথায় নিয়েই আমরা এই মিটারিং সম্পর্কে ধারণা নিব। লাইট মিটারের সহায়ক যে মিটারগুলো থাকে তা হল স্পট মিটারিং, ম্যাটিক্স মিটারিং (নাইকন) বা ইভালুয়েট মিটারিং (ক্যানন), সেন্ট্রার ওয়েটেড মিটারিং, পার্শিয়াল মিটারিং। আসলে এই মিটার গুলো হচ্ছে লাইট মিটারের সহায়ক মিটার। কেমনে কি? চলুন তাহলে স্পট মিটারিং দিয়েই শুরু করি।
ছবি বিশ্লেষন: উপরের ছবিতে আমরা একসাথে দেখতে পাচ্ছি ক্যানন এবং নাইকনের বিভিন্ন মিটারিং মোড। ক্যাননে একটি মোড বেশি দেখা যাচ্ছে সেটি হল partial metering মোড।
প্রথমেই এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট জিরো জিরো ওয়ান। ধরুণ আপনার হাতে একটি ডি.এস.এল.আর ক্যামেরা। আপনি একটি ঘরের বাহিরে দাড়িয়ে আছেন। যার ছবি তুলতে যাবেন তিনি ঘরের ভিতর দরজার পাশে দাড়িয়ে। বাহিরে প্রচুর আলো।ঘরের ভিতরটা একটু অন্ধকার। কোন ধরনের মিটারিং ছাড়া (ডিফল্ট মিটারিং এ) ছবি তুলে দেখুন। ঘরটা বেশ সুন্দর আসবে। এমনকি দরজার ছবি পযর্ন্ত সুন্দর আসবে। কিন্তু আপনার সাবজেক্ট ওই ব্যক্তিকে ভাল করে দেখা যাবেনা।এই এক্সিপেরিমেন্টটা আপনি মোবাইল দিয়েও ট্রাই করে দেখতে পারেন।
এক্সপেরিমেন্ট জিরো জিরো টু। এবার ডি.এস.এল.আর ক্যামেরার মিটারিং অপশনে গিয়ে স্পট মিটারিং অপশনটা সিলেক্ট করুন। ঘরের ভিতর থাকা সাবজেক্ট বা ওই ব্যক্তিকে ফোকাস করুন। লাইট মিটারের রিকোয়ারমেন্ট অনুয়ায়ী ম্যানুয়াল মোডে সাটার স্পীড এর মান ঠিক রেখে অ্যাপারেচারের মান সর্বনিন্ম রেখে আরেকটা ছবি তুলুন। আগের ছবি এবং বর্তমান ছবির পার্থক্যটা নিজের চোখে দেখুন। এবার আপনার সাবজেক্টকে ক্লিয়ার দেখা যাবে। জানতে ইচ্ছা করছেনা কেন এমনটা হল? আসলে সব লাইট মিটারের খেলা।
স্পট মিটারিং মোডে ছবির ফ্রেমের ভিতর থাকা নির্দিষ্ট একটি সাবজেক্টকে ফোকাস করে লাইট মিটার ওই ফোকসকৃত সাবজেক্ট হতে আসা আলোটাকে পরিমাপ করে। যেহেতু প্রথম এক্সপেরিমেন্টে স্পট মিটারিং মোড সিলেক্ট ছিলনা তাই লাইট মিটার করলো কি পুরো ঘরটাকেই ফোকাস করে লাইট ক্যামেরাকে জানিয়ে দিল ঘরের আলো ঠিক আছে। আর না বাড়ালে চলবে। দেখা গেল ফোকাস হয়ে গেছে ঘরটা আর আপনার সাবজেক্ট অন্ধকারে চলে গেল।
পরের এক্সপেরিমেন্টে আমরা যখনই স্পট মিটার সিলেক্ট করে দিলাম তখন একটি মাত্র ফোকাসিং সাবজেক্ট হিসাবে ওই ব্যক্তিকে ফোকাস করে লাইট মিটার ক্যামেরাকে জানালো বাহিরে প্রচুর আলো কিন্তু সাবজেক্ট হতে খুব কম আলো আসছে।ক্যামেরা তখন করলো কি আপনার কাছে আবদার করে বসলো যে সাটার স্পীডটা একটু কমিয়ে দিতে। ক্যামেরা বাদবাকী সব কিছুকে ফেলে ওই ব্যক্তিকে গভীর মনোযোগ দিয়ে দেখে একটা ছবি তুলে নিল।
এটি ক্যামেরার ডিফল্ট মিটারিং সিষ্টেম। যদি আপনি ম্যানুয়ালি মিটারিং চেঞ্জ না করেন তবে এটি থাকবে। এটি ভিউ ফাইন্ডার (যে দিকে তাকিয়ে আমরা ছবি তুলি) এর পুরো ফ্রেমকে যাচাই করে। তারপর ফ্রেমের ভিতর ফোকাসিং পয়েন্টগুলোকে যাচাই করবে। অর্থাৎ ফোকাসিং পয়েন্ট হতে কেমন আলো আসছে তা নির্ণয় করে লাইট মিটারকে জানিয়ে দিবে। গ্রুপ ছবির জন্য এই মোডটা বেশ সহায়ক।
নাম শুনেই বুঝা যাচ্ছে সেন্টার বা মধ্যভাগ থেকে কিছু একটা হতে চলছে। হ্যাঁ ফোকাসিং পয়েন্ট এবার আপনার সাবজেক্টের ঠিক মধ্যভাগে। এই মোডে যদি একজন মানুষের ছবি তুলতে যান তবে প্রথমে লাইট মিটার ওই ব্যক্তির মুখ থেকে আলো নিয়ে ক্যামেরাকে জানিয়ে দিবে সেখানে হতে কেমন আলো আসছে।
পার্শিয়াল মার্কিং এর কথা শুনেছেন নিশ্চয়ই। ম্যাথ পরিক্ষায় একটি অংক অর্ধেক হলে অনেক সময় স্যারেরা কিছু মার্ক লিল্লাহ দিয়ে দেন। অংকের মার্ক ১০ থাকলে হয়তো ৩/৪/৫ যেকোন একটা নাম্বার দেন। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা অংশের জন্য নির্দিষ্ট একটা মার্ক। ক্যামেরার লাইট মিটারও এই কাজটি করে থাকে। পুরো ফ্রেমটা না জুড়ে কিংবা নিদির্ষ্ট একটা অংশে না থেকে যেখানে কিছু সাবজেক্ট আছে ওই জায়গার কিছু অংশ ফোকাসিং করে লাইট মিটারকে জানিয়ে দেয় এখানে এই রকম আলো আছে। এবার আপনার কি করবেন করুন। বলে রাখা ভাল এই মোডটি আমার খুব প্রিয় একটি মিটারিং মোড। রুল অব থার্ড ফলো করার জন্য পারফেক্ট একটি মিটারিং মোড। রুল অব থার্ড জিনিসটা কি? জেনে যাবো আগামী কোন এক পর্বে।
আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ ছিল। ধন্যবাদ।