ডাটা খরচ ছাড়াই অনলাইনে ফ্রি ফটোগ্রাফি সংরক্ষন

একটা ভালো ফটোগ্রাফি অনেকটাই সাধনার ব্যাপার। বিশেষ করে যারা নিয়মিত ফটোগ্রাফি করেন তাদের জন্য। কিন্তু আপনার ফটোগ্রাফ টা যদি হঠাৎ কম্পিউটার থেকে উধাও হয়ে যায় বা ফাইল ইরর হয়ে যায় তখন কার না মন খারাপ হয়।

আগেকার আমলে অবশ্য ছবি সংরক্ষন এর জন্য আলাদাভাবে রুম, কাগজ, স্পেশাল বাঁধাই, নিয়মিত যত্ন এর ব্যবস্থা ছিলো। কিন্তু ডিজিটাল ফটোগ্রাফি এর যুগে এসব ট্রেডিশনাল সংরক্ষন ব্যবস্থা এখন অনেকটাই অকেজো এবং সেকেলে। এখন অনেক অনলাইন স্টোরেজ সিস্টেম আসছে যেখানে ছবি বা ফাইল সংরক্ষন করে রাখা যায় যুগ যুগ ধরে।

অনলাইনে ছবি সংরক্ষর এর প্রধান সমস্যা

তবে এসব ক্ষেত্রে যে জিনিস টা বাধা হয়ে দাঁড়ায় তা হলো একেকটা ছবির সাইজ। নরমাল জেপিজি ছবির ফাইল ৪ মেগাবাইট থেকে শুরু করে ২০ মেগাবাইট পর্যন্ত হয়। আর ক্যামেরা র ফাইল এর সাইজ এর কথা না হয় নাই বললাম। এত বড় সাইজ এর ফাইল আপলোড করতে মোবাইল বা ইন্টারনেট এর ডাটার বারো টা বেজে যায় এমনিতেই। শখের ফটোগ্রাফারদের কাছে ১০ মেগাবাইট মানে অনেক কিছু, যখন কেও ব্রডব্যান্ড এর আনলিমিটেড প্লান ব্যবহার করে তখন অবশ্য ভিন্ন কথা।

সমাধান

তবে আমি আজকে যে সাইট আরে কথা বলবো সেটি বাংলাদেশের গ্রামীনফোন এবং বাংলালিংক থেকে একদম ই ফ্রি। তবে কোন কোন ছবি দেওয়া যাবে সে ব্যাপারে কিছু ক্রাইটেরিয়া আছে, ছবি আপলোড শুরু করলে সেসব ব্যাপারে জানতে পারবেন। আপনি আপনার নিজের ফটোগ্রাফ ই শুধু এখানে আপলোড করতে পারবেন এবং আপনার ছবির লাইসেন্স করতে পারবেন। এটি ছবি সংরক্ষন এর পাশাপাশি ছবির লাইসেন্স সুবিধাও দেয়।

সার্ভিসটির নাম উইকিমিডিয়া কমন্স। উইকিমিডিয়া কমন্স (কমন্স বা উইকিকমন্স নামেও ডাকা হয়) চিত্র, শব্দ ও অন্যান্য মাল্টিমিডিয়ার ফাইলের একটি উন্মুক্ত ভান্ডার, যার ফাইলগুলো জিএফডিএল (GFDL-GNU Free Documentation License) অথবা ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সের আওতাভুক্ত। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের উইকিপিডিয়ার মত আর একটি প্রকল্প, কিন্তু এটি উইকিপিডিয়া সহ অন্যান্য সহপ্রকল্পের সম্পদ ভান্ডার হিসেবে কাজ করে।

কমন্স এ ছবি দেওয়ার সুবিধা

কমন্সে আপলোড করা সকল ফাইল উইকিমিডিয়া সার্ভারের সকল ভাষার প্রকল্পের (উইকিপিডিয়া, উইকিবই, উইকিউৎস এবং উইকিসংবাদ সহ) স্থানীয় ভাবে আপলোড করা ফাইলের মত কাজ করে। যেহেতু উইকিপিডিয়া বিশ্বের অন্যতম সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট, তাই উইকিপিডিয়ার নিবন্ধে নিজের ছবিগুলো বিশ্বকে দেখানোর সুযোগ ও থাকে।

কমন্স এ ছবি দেওয়ার প্রক্রিয়া

আপলোড করার জন্য আপনাকে প্রথমে উইকিমিডিয়া কমন্স এ একটা একাউন্ট করে নিতে হবে এখানে যেয়ে। আর নতুন ছবি আপলোড করা শুরু করতে পারবেন এখান থেকে। আর আপনার ফাইল সাইজ যাই হৌক না কেন আপনি গ্রামীনফোন ও বাংলালিংক এর ইন্টারনেট থেকে কোন প্রকার ডাটা খরচ ছা্ড়াই আপলোড করতে পারবেন।

আরো জানতে আমার করা নিচের ভিডিও দুইটি দেখে আসতে পারেন অথবা টিউমেন্ট করতে পারনে এই টিউন এর নিচে:

1. উইকিপিডিয়া পতায় ছবি যোগ - Adding Wikipedia images
2. উইকিমিডিয়ার ক্যাটাগরিতে ছবি যোগ - Adding photo in existing category

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস