Photograph by Muktar Hossain; released under CC-BY-SA 4.0, Wikimedia Commons
আসছে সেপ্টেম্বরে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফটোগ্রাফি কনটেস্ট যেখানে বিভিন্ন দেশ তাদের মনুমেন্টের ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো, প্রতিটি দেশের জাতীয় মনুমেন্টস গুলো উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বের সামনে উন্মোক্ত করা। প্রতিযোগিতাটি উইকি লাভস মনুমেন্টস নামে পরিচিত। গিনেজ বুক-এর রেকর্ড অনুযায়ী এইটিই আন্তর্জাতিকভাবে আয়োজিত সবচেয়ে বড় ফটোগ্রাফি কনটেস্ট। ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতাতে প্রত্যেক দেশ স্থানীয়ভাবে ১০টি করে ছবি নির্বাচন করে থাকে ও পুরস্কার প্রদান করে। প্রত্যেক দেশের এই ১০টি করে ছবি পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে পাঠানো হয়। সবশেষে সব দেশের সাবমিট করা ছবিগুলো থেকে আন্তর্জাতিক পর্যায়ে ১০টি ছবিকে বিজয়ী ঘোষণা করা হয় ও পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ প্রথমবারেরমত এটিতে অংশ নিতে যাচ্ছে।
এই ছবি প্রতিযোগিতাটিতে যেমন নিজে পুরস্কার জেতার সুযোগ রয়েছে ঠিক তেমনি বিশ্বের সামনে বাংলাদেশকে উপস্থাপনের সুযোগও রয়েছে। এর মাধ্যমে আরও একটি কাজ হবে সেটি হলো, বাইরের দেশের পর্যটকগণ গুগল সার্চ করে ও উইকিপিডিয়াতে ঘাঁটাঘাটি করে তবেই বাংলাদেশে আসেন। গ্রহের সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া প্রতিদিন লাখ লাখ মানুষ ভিজিট করে তথ্যের জন্য। সেখানে বাংলাদেশ রিলেটেড কনটেন্ট এমনিতেই কম। দেখা যায়, কোন রকমে একটা আর্টিকেল থাকলেও বিষটি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কোন ছবি নেই। ইন্টারনেট ও তথ্যের এই যুগে, উইকিপিডিয়ার আর্টিকেলগুলোতে ভালো ছবি যুক্ত করে ইলাস্ট্রেট করলে সেগুলো সার্চে প্রথম দেখাবে ও সেগুলোকে আমরা পজেটিভ ওয়েতে ইন্টারনেটে ও কনটেস্টের প্রেস কভারেজের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ায় উপস্থাপনের সুযোগ পাবো। এছাড়াও বিজয়ী না হলেও কটেস্টের বিভিন্ন ছবি বিভিন্ন সময় উইকিপিডিয়ার অফিসিয়াল স্যোসাল মিডিয়া সাইট থেকে শেয়ার করা হয়। যেমন, এই ছবিটি উইকিপিডিয়ার ফেইসবুকের কভার ফটো হিসেবে ব্যবহৃত হয়েছে।
সরকারি হিসেব অনুসারে, বাংলাদেশে ৪৫২টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে (যদিও এ সংখ্যা কয়েকগুন বেশি), এই ৪৫২টি স্থাপনার ছবিগুলো নিয়েই এ বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা ছবি তোলতে পছন্দ করেন তারা প্রস্তুত আপনাদের ছবিগুলো নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
প্রতিযোগিতায় ছবি আপলোড ও বিস্তারিত: Wiki Loves Monuments 2016 (Bangladesh)
গত বছরের বিজয়ী ছবিগুলো পাবেন এই টিউনে: See the 14 gorgeous winning photographs from Wiki Loves Monuments
উইকিপিডিয়াতে কেন ছবি দিবেন বা কেনো কন্ট্রিবিউট করবেন এ সম্পর্কে আমার পুরাতন এই টিউনটি দেখতে পারেন।
আমি যুদ্ধ মন্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Just another user from planet Earth! https://twitter.com/nahidunlimited