আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।
প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।
এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।
এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।
Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।
এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন। 😀
Dynamic Photo-HDR 4.8। সাইজ মাত্র ১৪ মেগাবাইট।
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আর কি স্টকে আছে একবারে দিয়া দেও। এত সব জটিল সফটওয়্যারের জন্য, টিউনের অপেক্ষা ভালো লাগেনা