প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে)

আমার প্রথম দিকের সাড়া জাগানো কিছু টিউনের মধ্যে এ টিউনটি অন্যতম। যারা পুরাতন তারা হয়তো এ সফটওয়্যার ব্যবহার করে দেখেছেন। শখের ফটোগ্রাফারের জন্য অত্যন্ত কাজের একটা সফটওয়্যার। আমার আগের টিউনের সফটওয়্যারটি ছিল পুরান ভার্শন এবং পোর্টেবল ভার্শন।

নতুন এ ভার্শনে অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। আর এটা পোর্টেবল ভার্শন না। তাই পাচ্ছেন সম্পুর্ন ব্যবহারের সুযোগ। এবার আসি টিউনের কথায়।

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR (হাই ডায়নামিক রেজ্ঞ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

ইফেক্ট দেওয়ার পরেঃ

আগেঃ

পরেঃ

HDR ইফেক্ট দেওয়া কিছু অসাধারন ছবি দেখুনঃ

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।

যেভাবে তৈরি করবেন আপনার HDR ছবিঃ

প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।

এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।

এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।

Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।

এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন। 😀

ডাউনলোড লিঙ্কঃ


Dynamic Photo-HDR 4.8। সাইজ মাত্র ১৪ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর কি স্টকে আছে একবারে দিয়া দেও। এত সব জটিল সফটওয়্যারের জন্য, টিউনের অপেক্ষা ভালো লাগেনা

খুবই সুন্দর সফটওয়ার। অবসরে সময় কাটানো যাবে মজা করে। ধন্যবাদ। ভাল থাকুন সবসময়। বিজয় দিবসের শুভেচ্ছা।

জোশিলা টিউন।

ধইন্যা…

দারুন হয়েছে……………..

জোসসসস‍~~~~ 😀

ব্যাপক পরিমানে ধন্যবাদ যোবায়ের ভাই।
টেকটিউন্সে সম্মাননা দেওয়ার কোন ব্যাবস্থা করা উচিৎ ফোরামগুলোর মত।

আপনার আগের টিউন থেকেই এইটা ডাউনলোড দিয়েছিলাম। আবার Thanks..

শুধু কমেন্ট করার জন্য লগ ইন হলাম…দারুন একটা সফত্বারে…অনেক অনেক ধন্যবাদ… 🙂

bozzzzzzzzz great tune yaar 🙂 keep it

সরাসরি প্রিয়তে এবং কালেকশনে রেখে দিলাম।জানি এর কার্যকারিতা অসাধারন।আপনাকে অনেক ধন্যবাদ এর জন্য।চালিয়ে যান। 🙂 🙂 🙂 🙂

হাসান ভাই এই সফটটাও বেশ ভালো লাগলো, ব্যবহার করলাম আসলেই কাজের জিনিষ।

অফটপিকঃ আপনি কি প্রফেশনাল ফটোগ্রাফার?

ছবিগুলা অনেক সুন

দেখে তো প্রাই পাগল হইয়া …jassi….download দিলাম…।।
tnx 4 sharing it

Level New

ভালো টিউন।

ভাই কমেন্টস না করে থাকতে পারলাম । জটিলঝঝঝঝঝ…

দারুন সফটওয়্যার ধন্যবাদ আপনাকে

Level 0

এত সুন্দুর একটি সফটঅয়ার আমাদের পরিচয় করানোর জন্য ধন্যবাদ। ভাই এটি কি ট্রায়াল ভার্সন নাকি ফ্রি অয়ার বুঝতে পারলাম না।

দারুন!
শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ!!!

হাসান ভাই অসাধারন একটা সফট শেয়ার করার জন্য ধন্যবাদ।

হাসান ভাইকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা
কাজের এবং একটি সুন্দর টিউন করছেন
অনেক অনেক ধন্যবাদ।

শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ.

বিজয় দিবসের শুভেচ্ছা। হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই অসংখ্য ধন্যবাদ । কেউ যদি 3D STUDIO MAX এর “V-RAY” PLUGIN টার ডাউনলোডের লিংক দিতেন তাহলে তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকতাম।যারা 3D STUDIO MAX নিয়ে কাজ করেন তারা জানেন “V-RAY” কি অসাধারন PLUGIN।কিন্তু এই PLUGIN টা কোথাও পাচ্ছিনা। pLEASE pLEASE pLEASE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কেউ দেন।V-RAY এর সাহায্যে তৈরি কিছু ফটো দেখুন কত জীবন্ত http://www.google.com/images?hl=en&source=imghp&biw=1280&bih=887&q=VRAY&btnG=Search+Images&gbv=2&aq=f&aqi=g10&aql=&oq=&gs_rfai= আসলে ফটো গুলো সব 3D STUDIO MAX এর PLUGIN V-RAY এর সাহায্যে বানানো!!!!!!!!!!!!!!!!
Log
Reply

Level 0

iPhone 4 e HDR asy……………
Like Ur poSt!!!! keep it up…………..

অনেক সুন্দর সফট,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Cannot download.Only a VLC file with error report coming when I download.Please advise.

Level 0

ধন্যবাদ আগে share করেন নাই কেন আপনাকেই ত খুঁজছি আমি এত দিন কোথাই ছিলেন আর কি তাড়াতাড়ি share করেন

আমি ব্যক্তিগতভাবে HDR Efex Pro সফটওয়্যারটা ব্যবহার করি…… এবারে এটা ব্যবহার করে দেখি….কেমন রেজাল্ট পাই।
তবে একটা কথা কী, HDR বা HDR Tone mapping করলে ছবির চেহারা পাল্টে যায়,এটা ঠিক কথা…… তবে …. আনাড়ির মত ম্যাপিং করলে ছবির বারটাও বেজে যাবার সম্ভাবনা থাকে…..

.ধন্যবাদ

Level 0

invalid link plz update

ধন্যবাদ..

ভাই লিঙ্ক ডাউন হয়ে গেছে। আপডেট করুন দয়া করে।