যে সফটওয়্যারটি না হলে ফটোগ্রাফির সেরা শটটি ম্লান হয়ে যাবে(শখের ফটোগ্রাফারের জন্য উপহার)

বর্তমান সময়ে ফটোগ্রাফি চর্চা শখের বসে অনেকেই করে। শখের ফটোগ্রাফারের জন্য যেমন চাই সুন্দর একটা শট তেমন ফটো এডিটিং এর জন্য চাই খুব ভাল কিন্তু সহজে ব্যবহার যোগ্য একটা সফটওয়্যার। আর এমন চাহিদা মেটাতে পারে ImageElements Photo Suite নামের এই অসাধারন সফটওয়্যারটি।

ImageElements Photo Suite যা যা পাবেনঃ

  1. ImageElements Photo Cropper
  2. ImageElements Photo Captioner
  3. ImageElements Filters
  4. IE Motivational Poster Maker
  5. IE Deja Vu
  6. IE Picture Framer
  7. IE Photomontage
  8. IE BrightSpot
  9. IE Feather Art
  10. IE FrameOut
  11. IE Kaleidoscope

মানে প্রায় ১১ রকমের এডিটিং করতে পারবেন এক সাথে!

ImageElements Photo Cropper

এই অপশনের মাধ্যমে আপনি ছবিকে কয়েক টুকরা করে ভিন্ন ভিন্নভাবে জোরা লাগাতে পারবেন।

প্রথমে ছবিটি এমন ছিল।

তিন পার্ট করার পর সাজানো হয়েছে ফ্রেমে।

ImageElements Photo Captioner

এটার মাধ্যমে ছবিতে বিভিন্ন স্টাইলে টেক্সট যুক্ত করতে পারবেন।

ImageElements Filter Utility

এর মাধ্যমে ছবিতে অসাধারন সব ইফেক্ট দিতে পারবেন।

ImageElements Motivational Poster Maker

আপনার ছবি দিয়ে আপনার পছন্দ মতো পোস্টার বানাতে পারবেন।

IE Deja Vu

এর মাধ্যমে ছবির বর্ডার,বেকগ্রাউন্ড, নির্দিষ্ট অংশ হাইলাইট করতে পারবেন।

IE Picture Framer

চমতকার সব ফ্রেমে ছবিকে আবদ্ধ করুন।

IE Photomontage

বিভিন্ন অংশ জোরা লাগিয়ে তৈরি করতে পারেন মন্টেজ ফটো।

BrightSpot

নির্দিষ্ট অংশের কালার হাইলাইট করতে পারেন এ অপশনের মাধ্যমে।

IE Feather Art

এর মাধ্যমে ছবিতে ফোকাস করে কিছু শো করতে চাইলে পারবেন।

IE FrameOut

ছবির প্রধান অংশ সিলেক্ট করে দিতে পারবেন।

Kaleidoscope

ছবিতে চোঙ্গা আকৃতি ইফেক্ট প্রয়োগ করতে পারবেন।

আরও বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোডঃ

ImageElements Photo Suite 1.81
সাইজ মাত্র ১২ মেগাবাইট। সাথে দেয়া ক্রেক ফাইল C:\Program Files\ImageElements Photo Suite এখানে কপি করে দিয়ে ফুল ভার্শন করে নিন।

আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। ব্যবহার করে দেখি কেমন লাগে।

জটিলস……………….

ভালোই মনে হচ্ছে দেখি ডাউনলোড করে ধন্যবাদ জোবায়ের

Level New

এক অর জাবারদাস্ত টিউন , প্রিয় পার লে লিয়া।

জিনিসটাতো ধারুন মনে হইতেছে,
এখনই ডাউনলোড দিতেছি।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর সফটটি শেয়ার করার জন্য।

খুবই সুন্দর সফট, ধন্যবাদ

জটিল হইছে।
ডাউনলোড করলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ডাউনলড করতেছি এখনি।
আপনার ফটো বিষয়ক টিউন গুল সতিই আনকমন ও আসাধারন লাগে।ধন্যবাদ।

এত সোজা না রে ভাই …..

download korar age donnobad

Level 0

একেবারেই প্রফেশনাল !!!!!!!!!!!!!!!

দারুন রসালো সফটওয়্যার।ফটো জ়াতীয় সব টিউনই আমার কাছে চমতকার লাগে।
টিউনে প্রফাইল ইমেজ এ্যাড করার লিঙ্কটা যদি দিতেন তাহলে উপকার পেতাম।ভাল থাকবেন ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

জটিল হাই-ফাই সফটওয়্যার

প্রিয়তে রাখলাম ধন্যবাদ আপনাকে।

দারুন পোষ্ট। প্রিয়তে রাখলাম। A 🙂

টিউনের জন্য ধন্যবাদ
ডাউনলোড লিঙ্কের নিচে ঐ লম্বা দাগটা কিভাবে দিতে হয়?

জটিলসসর্র্র্স…………হয়েছে……….

ফটোগ্রাফার নই তবে দেখে মনেহচ্ছে তাড়াতাড়ি হয়ে যাব। খুব ভাল লাগল, অনেক ধন্যবাদ।

আমি আমার সাইফূল মামার মতও ফটোগ্রাফার নই। তবে আমার ফটোগ্রাফার হওয়ার অনেক ইচ্ছা আছে। যদি আপনার মত এই ভাবে সাহায্য পাই তবে খুব তাড়াতাড়ি হয়েও যেতে পারি। ধন্যবাদ আপনাকে।……..

সফটওয়্যারটা আমার বেশ কাজে আসবে। হাস্না ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Level 0

Thanks. Nice tune

পুরাই জসিলা… ঠ্যাংকু………

অসাধারন টিউন ।

তোমার দেওয়া ফটোগ্রাফী সফটওয়্যার গুলোর উপর আমার একটা ফোল্ডার আছে, নাম “হাসান ফোল্ডার”। সেই ফোল্ডারে আরো একটা সফটওয়্যার যোগ হল। চমৎকার জিনিশ দোস্ত

ভাই অাপনার সফটওয়্যার টি জটিল একটা জিনিস

Level 0

জঠিল

bhaloi

Level 0

THANKS VAI—APNI R AKTU SAHAJJO KORBEN AMA K?????
JODI KORTE CHAN TAHOLE….IMAGE SLIDESHOW PROSHOW PRODUSER VERSION -5.0.3310 ER SERIAL NUMBER TA DIBEN….TAHOLE AMR EMIL [email protected]////phone no—7501456513 a send kore diben plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz,,,,,,,,,,,valo thakben hasan vai……….

Visit Site hdupload99.blogspot.com