বর্তমান সময়ে ফটোগ্রাফি চর্চা শখের বসে অনেকেই করে। শখের ফটোগ্রাফারের জন্য যেমন চাই সুন্দর একটা শট তেমন ফটো এডিটিং এর জন্য চাই খুব ভাল কিন্তু সহজে ব্যবহার যোগ্য একটা সফটওয়্যার। আর এমন চাহিদা মেটাতে পারে ImageElements Photo Suite নামের এই অসাধারন সফটওয়্যারটি।
মানে প্রায় ১১ রকমের এডিটিং করতে পারবেন এক সাথে!
এই অপশনের মাধ্যমে আপনি ছবিকে কয়েক টুকরা করে ভিন্ন ভিন্নভাবে জোরা লাগাতে পারবেন।
প্রথমে ছবিটি এমন ছিল।
তিন পার্ট করার পর সাজানো হয়েছে ফ্রেমে।
এটার মাধ্যমে ছবিতে বিভিন্ন স্টাইলে টেক্সট যুক্ত করতে পারবেন।
এর মাধ্যমে ছবিতে অসাধারন সব ইফেক্ট দিতে পারবেন।
আপনার ছবি দিয়ে আপনার পছন্দ মতো পোস্টার বানাতে পারবেন।
এর মাধ্যমে ছবির বর্ডার,বেকগ্রাউন্ড, নির্দিষ্ট অংশ হাইলাইট করতে পারবেন।
চমতকার সব ফ্রেমে ছবিকে আবদ্ধ করুন।
বিভিন্ন অংশ জোরা লাগিয়ে তৈরি করতে পারেন মন্টেজ ফটো।
নির্দিষ্ট অংশের কালার হাইলাইট করতে পারেন এ অপশনের মাধ্যমে।
এর মাধ্যমে ছবিতে ফোকাস করে কিছু শো করতে চাইলে পারবেন।
ছবির প্রধান অংশ সিলেক্ট করে দিতে পারবেন।
ছবিতে চোঙ্গা আকৃতি ইফেক্ট প্রয়োগ করতে পারবেন।
আরও বিস্তারিত দেখুন এখানে
ImageElements Photo Suite 1.81
সাইজ মাত্র ১২ মেগাবাইট। সাথে দেয়া ক্রেক ফাইল C:\Program Files\ImageElements Photo Suite এখানে কপি করে দিয়ে ফুল ভার্শন করে নিন।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ শেয়ার করার জন্য। ব্যবহার করে দেখি কেমন লাগে।