কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
টেকটিউনসের নতুন নতুন ফিচার যোগ হয়েছে। দেখতে ভালই লাগছে। কিন্তু একটা ভয় বার বার জেগে উঠছে। এত ফিচারের চাপে সার্ভার ডাউন হয়ে যাবেনাতো ?
আজকে বেশ মজার একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। শুধু মজার বললে ভুল হবে আসলে এটি বেশ কাজেরও। ধরুন আপনার একজন প্রিয়জনের ছবি তুলেছেন। কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন উনার চেহারাটা গোমড়া মুখো হয়েছে। 🙁 বা উনার চেহারায় ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে চান বা হাসি হাসি একটা চমৎকার মুখ দেখতে চান। 😀 তাহলে কি করা যায়? ছবিতো আর মানুষ না যে বললেই কান্না থেকে হাসি মুখ করে ফেলবে। তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর সেটা হলো FaceFilter Studio।
এছাড়াও আরও কত কি!
বিস্তারিত এখানে
ব্যাস হয়ে গেল। এভাবেই ছবি নিয়ে মজা করুন।
FaceFilter Studio v2.0.1120.1
আর সিরিয়াল কী সাথেই দেয়া আছে।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
হূমম, ভালোই মজার জিনিস ধন্যবাদ।