প্রথমেই প্রিয় টিউনারদের কাছে ক্ষমা চেয়ে নেব অনিয়মিত হয়ে পরার জন্যে। পড়াশুনার পাশাপাশি নিজের একটি শখকে অতিরিক্ত সময় দিতে গিয়েই আমার এই অনিয়মিত হওয়া। তবে টেকটিউনসকে যে ভূলে বসে আছি তা কিন্তু নয়। সব কিছুর সাথেই আছি এবং থাকব। যে সমস্ত টিউনাররা আমার সাথে যোগাযোগ রাখেন তারা জানেন যে এই সাইটকে কতটা প্রতিকূল অবস্থার মধ্য থেকেও যথা সম্ভব সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কিত প্ল্যানিং কখনই থেমে নেই। তারপরেও একটা জিনিসের আফসোস তো ছিলই, হাজার হলেও আমিও একজন টিউনার এবং এতদিন টিউন না করে থাকাটা শোভনীয় ও নয়। তবে কি টিউন করে ফিরে আসব তাই ভাবছিলাম। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, শুরুর দিকে যেরকম ফটো এ্যাড নিয়ে টিউন করাম ঠিক তেমনি টিউনের মাধ্যমে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। এই টিউনগুলো বরাবরই টিউনাররা পছন্দ করেছেন এবং শুধু পছন্দই নয়, এই টিউন থেকে শেখারএ থাকে অনেক। তাই আর দেরী না করে আজকের জন্যে কিছু ফটো এ্যাড আপনাদের সামনে তুলে ধরি -
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
মামারে……………ভাই কই ছিলেন??…..যাক আপনাকে পেয়ে ভাল লাগল………জট্টিল টিউন.থাঙ্কুস………….