ফটোগ্রাফি গাইডলাইন [পর্ব-১] :: DSLR এর বেসিক বিষয়বস্তু (Shooting modes : Aperture Priority)

হ্যালো বন্ধুরা, আমি শাকির। আপনারা কেমন আছেন ? নিশ্চয়ই ভাল আছেন। আমি অনেক আগে থেকেই TechTunes এর সাথে আছি, কিন্তু টিউন খুব কম করা হয়। 😕  তো চিন্তা করলাম ফটোগ্রাফি নিয়ে চেইন টিউন করবো। আগেই বলে নেই আমার প্রিয় শখের বিষয়গুলো হচ্ছে ফটোগ্রাফি, গেমস ও মিউজিক। তো যদি আপনাদের সাড়া পাই তো এসব নিয়ে টিউন করবো ইনশাল্লাহ।

লক্ষ্যনীয় কিছু কথাঃ

আপনি যেহেতু টিউনটি পড়া শুরু করেছেন তাই ধরে নিচ্ছি আপনার ফটোগ্রাফি তে আগ্রহ আছে।  এই টিউনগুলোতে শুধুমাত্র DSLR (Digital Single-Lens Reflex) ক্যামেরা নিয়ে আলোচনা করা হবে। যদি আপনার ফটোগ্রাফি তে আগ্রহ থাকে তবে একটি DSLR আপনার অবশ্যই দরকার। ৩০ হাজার  টাকা (Body only) থেকে প্রায় ৮ লাখ টাকার মধ্যে নানা ধরনের DSLR আছে। আপনি আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী একটি বেছে নিন। DSLR সিলেক্ট এর ব্যাপারে পরবর্তীতে একটি আলাদা টিউন করার ইচ্ছা আছে এই টিউনগুলোতে এমন কিছু শব্দ ব্যবহার করা হবে যার বাংলা অর্থ করা অনর্থক এবং তাতে বুঝতেও কষ্ট হবে। তাই সেসব শব্দ ইংরেজি তে লেখা হবে। যেমনঃ Aperture, Shutter, Metering etc.  তো শুরু করা যাক।

 

ধরে নিলাম আপনি একটি DSLR Camera কিনেছেন। আপনার DSLR সম্পর্কে ধারনা না থাকার ফলে unpacking এর পর নিশ্চয়ই এত এত button আর dial দেখে ভড়কে গেছেন।  😯  আর এর সাথে দেয়া বিশাল user manual দেখে চিন্তা করছেন যে এটা পড়ে শেষ করা অনন্ত জলিলের জন্যও impossible। তারপর কি করেছেন Auto mode সিলেক্ট করে shooting শুরু করে দিয়েছেন। আরে ভাই যদি Auto mode এ shoot করবো তো DSLR এর কি প্রয়োজন? মোবাইল আছে না? যদি উপরোক্ত কথাগুলো আপনার ক্ষেত্রে সঠিক হয় তবে এই টিউনটি আপনার জন্য। আর বিজ্ঞরা এই টিউন নিয়ে আপনাদের মূল্যবান টিউমেন্ট করতে পারেন।

আপনি যেহেতু এত টাকা দিয়ে DSLR কিনেছেন তাই আপনি নিশ্চয়ই আশা করবেন যে picture গুলো যেন আপনার মনের মত হয়। কিন্তু Auto mode এ আপনি মনের মত result পাবেন না। তাই আপনাকে Manual mode গুলো থেকে একটি সিলেক্ট করতে হবে। আর আজকের পর্বে আমি তা নিয়েই আলোচনা করবো। যেটিকে আমরা "Shooting modes" হিসাবে চিনি। এটি হচ্ছে DSLR এর একটি প্রথমিক বিষয়। সাধারণত Shooting Modes নামে একটি dial আপনার DSLR এর উপরের দিকে থাকে। নিচের চিত্রটি দেখুনঃ

 

চিত্রের গোল dial টি দ্বারাই shooting mode সিলেক্ট করা হয়। যখন auto mode সিলেক্ট করা থাকে তখন ক্যামেরা নিজেই exposure, aperture, shutter speed ইত্যাদি নির্ধারণ করে নেয়। আর বাকি mode গুলো যেমনঃ Av, Tv, P, M ইত্যাদি দ্বারা আপনি নিজের ইচ্ছা মত exposure, aperture, shutter speed ইত্যাদি নির্ধারণ করতে পারেন। এই dial টি একেক manufacturer এর একেক রকম হয়। তাই আপনারটি যদি উপরের চিত্রের একটির সাথেও না মিলে তাহলে চিন্তিত হওয়ার কোনও কারন নেই।  তো এই পর্বে আমি Aperture priority (Av or A) shooting mode নিয়ে আলোচনা করবো।

Aperture Priority (Av, or A)

Aperture priority হচ্ছে একটি shooting mode এর নাম। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই মোডে Aperture কে অগ্রাধিকার দেয়া হবে। এই মোড কে 'semi-automatic' মোড হিসাবেও বিবেচনা করা হয়। যখন এই মোড সিলেক্ট করা থাকে তখন আপনি Aperture নিজ ইচ্ছা মত সেট করতে পারবেন আর ক্যামেরা shutter speed অটো সেট করবে। এখন প্রশ্ন হল, Aperture কি এবং কখন আপনি এটা কন্ট্রোল করবেন?

Aperture

Aperture হচ্ছে আপনার lens এর ছিদ্রের আকার। যখন ক্যামেরার shutter খোলা থাকে তখন এই ছিদ্র দ্বারা আলো প্রবেশ করে। যত বড় Aperture হবে তত বেশি আলো এর দ্বারা প্রবেশ করবে।

Aperture এর পরিমাপের একক হচ্ছে 'f-stops' এবং সাধারণ ভাবে একে 'f-number' হিসাবে দেখানো হয়। যেমনঃ f/2.0, f/2.8, f/4.0, f/5.6, f/8.0 ইত্যাদি যা মূলত ক্যামেরার lens এর ছিদ্রটির diameter এর উপর focal length এর ratio কে বোঝায়। এজন্য বড় Aperture (বড় ছিদ্র) কে ছোট f-number দ্বারা বোঝানো হয়। তার মানে f-number যত ছোট Aperture তত বড়। অর্থাৎ, f/2.0 হচ্ছে f/8.0 থেকে অনেক বড় Aperture। নিচের ছবিটি দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবেঃ

 

 

 

সাধারণ ভাবে বড় ছিদ্র বা Aperture (ছোট f-number) দিয়ে বেশি আলো প্রবেশ করবে তাই ছবিও উজ্জ্বল হবে। মোবাইল এর ক্যামেরার Aperture যেহেতু পরিবর্তন করা যায় না তাই এসব ক্যামেরার  Aperture এর f-number যত কম হবে ছবিও তত উজ্জ্বল হবে এবং ততই ভাল। বিশেষ করে রাতের বেলায় এটি অধিক কার্যকর। Galaxy S6 এর ক্যামেরার f-number 1.9 (অর্থাৎ বড় Aperture) তাই এটি দিয়ে রাতে অনেক উজ্জ্বল ছবি আসে। তাছাড়া এর ফলে অর্থাৎ বড় Aperture বা ছোট f-number এর ফলে depth of field কমে যায় তাই ছবির subject কে পরিষ্কার দেখা যায় এবং background ঘোলা দেখা যায়।

এবার আপনি নিশ্চয়ই চিন্তা করছেন তাহলে Aperture সব সময় বড় করে রাখলেই তো হয়। কিন্তু ভাই বিষয়টি এত সহজ হলে কি কেউ DSLR কিনত? বড় Aperture মানেই যে ভাল তা কিন্ত নয়। একেক সময় একেকটি প্রয়োজন হয়। কারন Aperture এর সাথে সম্পর্ক হচ্ছে depth of field এর। এখন এই depth of field আবার কি তাই না? depth of field হচ্ছে আপনার ছবির ঐ অংশের পরিমাপ যা focus area এর মধ্যে থাকবে। এখন যদি কেও focus কি জিনিস তা না বুঝেন তাদের বলছি, ছবির যে অংশ পরিষ্কার দেখা যায় তা হচ্ছে focus area আর বাকি ঘোলা অংশ focus এর বাইরের area.

এবার আসা যাক Aperture আর depth of field এর মধ্যে কি সম্পর্ক সেই বিষয়ে। সোজাসুজি বলতে গেলে Aperture যত ছোট অর্থাৎ f-number যত বেশি depth of field তত বড়। অর্থাৎ আপনি যদি বড় পাহাড় পর্বত বা খোলা জায়গার ছবি (landscape) তুলেন তখন বড় depth of field  বা ছোট Aperture লাগবে। তাহলে আপনার ছবির foreground to background পুরটাই focus area এর মধ্যে থাকবে। নিচের ছবিটি ছোট  Aperture বা বড় depth of field বা বড়  f-number এ তোলা হয়েছে। এখানে f/13 Aperture ব্যবহার করা হয়েছেঃ

 

সুতরাং ছোট Aperture এর ও প্রয়োজন আছে। 😆

আবার বড় Aperture এমন যে সেখানে শুধু আপনার subject টি পরিষ্কার focus এ থাকবে আর বাকি সব ঘোলা হবে। এখানে background হবে out of focus. একাজটি করার জন্য ছোট f-number ব্যবহার করা হবে এবং depth of field ও কম হবে।নিচের ছবিটি বড় Aperture বা ছোট depth of field বা ছোট  f-number এ তোলা হয়েছে। এখানে f/4.5 Aperture ব্যবহার করা হয়েছেঃ


সুতরাং ছবির প্রয়োজন বুঝে আপনাকে Aperture বাড়াতে বা কমাতে হবে।আপনি যদি Aperture priority সিলেক্ট করবেন তখন ক্যামেরা বাকি বিষয়গুলো নিজেই নির্ধারণ করে নিবে। আবার যখন আপনি Shutter Priority (Tv, or S) সিলেক্ট করবেন তখন ক্যামেরাই আপনার Aperture নির্ধারণ করবে। পরবর্তী পর্বে Shutter Priority নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল সুন্দর ও সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশী করে দোয়া করবেন।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই টিউনটি শুধুমাত্র TechTunes এর জন্য লেখা। অন্য কোনও Site বা Blog এ এটি বা এটির অংশ বিশেষ প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ।

 

Level 0

আমি শাকির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnx…..serial tunes korle upoker hobe….
leans niye post korben ki>>????

পরবর্তীতে আপনাদের সাড়া পেলে করার ইচ্ছা আছে। আপনাকেও অনেক ধন্যবাদ।

সুন্দরভাবে উপস্থাপন করেছেন, Standard একটা টিউন । ধন্যবাদ ।

thnkx..keep it up

ভাই চালিয়ে যান।

চালিয়ে যান।

ভাই টেকটিউন্সে সব আছে খালি এই বিষয়ে কোন টিউন নেই। তাই দয়া করে চালিয়ে যান।

ak bosta Like. Waiting for next tune,…

Level 2

Vai next part kobe diben? R koto wait korbo? Aktu quick din plz…………

Level 0

VAI NEXT POST TARATARI DEN, PLZ