অদ্ভুত যত সেলফি (Selfie)- পার্ট -২ ।

সেলফি সম্পর্কিত ১ম টিউন "অদ্ভুত যত সেলফি (Selfie)" তে সেলফি সম্পর্কে তেমন কিছু বলা হয়নি, তাই ভাবলাম এবার অন্তত সেলফির সংজ্ঞা টা দেই। তারপর ছবি 😀

‘সেলফি’কী?

নিজের প্রতিকৃতির ইংরেজি ‘সেলফি’। ‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা। সেলফির সংজ্ঞায় আরও বলা যায়, সেলফি হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজের মানসিক অবস্থা জানাতে নিজের তোলা বা নিজের সম্পাদনা করা ছবি আপলোড করে ভারচুয়াল বন্ধুদের জানানো। এক দশক আগে সেলফি শব্দটির উত্পত্তি হলেও কেবল গত বছর এর ব্যবহার বাড়তে শুরু করে। নিজের তোলা ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের পোস্ট করা বাড়তে শুরু করার সেলফি অনলাইনে ব্যাপক জনপ্রিয় শব্দ হিসেবে পরিচিতি লাভ করে।

এসব তো গেলো সিরিয়াস কথা বার্তা। এবার একটু মজা নিন। দেখেনিন অদ্ভুত যত সেলফি (Selfie)- পার্ট -২।

early-selfie-grab (Medium)

এনারাই মনেহয় সেলফির জনক :p, মাগার সামনে ওইটা ক্যামেরা না ব্রিফকেস ঠিক বুজতেছিনা।

pool-selfie

এই পিক তোলার পর কি ক্যামেরা ঠিক ছিল??? নাকি ওয়াটার প্রুফ ক্যামেরা !!!!!

cute-18

একা একা সেলফি তুল্লে হবেনা, রাস্তা ঘাটের যত কুকুর বিড়াল যা আছে সবকে নিয়ে তুলতে হবে।

Construction_Worker

এখান থেকে পড়লে তো তুইও যাবি, তোর সেলফিও যাবে।

article-0-1CD676F400000578-187_634x528

হাইরে সেলফি ক্রেজ, উনিযে সেলফি তুলছেন সেটা আবার ভিডিও করছেন।

Amazing-Selfie-Taken-at-the-Top-of-The-Tallest-Building-In-The-World

দুনিয়াতে আর যায়গা ছিলনা...!!!

alex-chacon-selfie-lion-640x346

একবার হালুম করলে আর পালানর যায়গা খুঁজে পাবেনা।

Peter Desmond, Ballinhassig. Two fine beards. Irish farmers selfie competition

আপনারা এখানে কয়টা ছাগল দেখতে পারছেন বলেন তো... ???

760affd4-7665-4721-a5da-b6fc79b8103dwallpaper1

ওরেব্বাবা... চাচা আপনিও :p

4567

উনার পার্টনারের বড়ই অভাব। :p

আশা করি আপনাদের ভালো লাগলো।

আগে প্রকাশিত 

ঘুরে আসতে পারেন এই সাইটে। 

Level 0

আমি Zubi14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা পাইলাম ব্রাদার। ৬ নাম্বার টা বেস্ট ছিলো ( দুনিয়াতে আর যায়গা ছিলনা…!!! )

Level 0

🙂

Level 0

ভালো লাগলো।

৬ নং টা বেস্ট….Like like

He he he moja pailam… 😀

😀