প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ফটোগ্রাফির ‘ফ’-ও বুঝি না। তারপরেও ফটোগ্রাফি করি….তবে কম্প্যাক্ট বা ডিএসএলআর দিয়ে না….মামুলি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে।তাই মোবাইলে তোলা ওই সব অখাদ্যের ছবিকে কিছুটা খাদ্যে পরিণত করতে টুকটাক সফটওয়্যারের সাহায্য আমাকে নিতে হয়। আর সে রকমই একটা কাজের সফটওয়্যার নিয়ে আজ হাজির হলাম.....
আমি আমার আগের টিউনে বলেছিলাম, মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ছবিকে ফটোশপের সাহায্যে কি করে ভালো একটা রূপ দেয়া যায়। আর… আজো বলছি, এ ধরনের লো কোয়ালিটির ছবিকে কিছুটা ভালো লুক দিতে চাইলে ফটোশপের বা এর সমকক্ষ কোন সফটওয়্যারে কোন বিকল্প নাই। কিন্তু অনেকেই আছেন যারা ফটোশপ ব্যবহার করতে ভয় পান। জানি না ফটোশপ নিয়ে কাজ করতে এতো ভয়ের কি আছে….. ???
যাই হোক…এবার আসল কথায় আসি। যারা ফটোশপ ব্যবহার করতে একেবারেই নারাজ তারা চাইলে গুগলের ‘পিকাসা-৩’ সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি যেমন আকারে ছোট, তেমনি অনেক ইউজার ফ্রেন্ডলি। যারা একেবারেই নতুন ছবি এডিটিং করতে চান … আমি মনে করি এটি তাদের অনেক কাজে আসবে।
তো …. চলুন দেখে আসা যাক কি আছে এই পিকাসা-৩-এ…..
আপনি যখন কোন ছবিকে এর মাধ্যনে ওপেন করবেন তখন তিনটি অপশন পাবেন…
এই আপশনটির আওতায় আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যেমন, Crop, Straigthen, Redeye, I’m Feeling Lucky, Auto Contrast, Auto Color, Retouch, Text & Fill Light.
এরমধ্যে আমি Sraigthen অপঅশনটির কথা আমি বলছি….
এর মাধ্যমে আপনি খুব সহজে কোন বাঁকা ছবিকে আপনার সুবিধামত সোজা করে নিতে পারবেন।
এরপরে বলছি I’m Feeling Lucky অপশনটির কথা…
এর দ্বারা আপনি কোন ছবিকে এক ক্লিকে এডজাস্ট করতে পারবেন। অর্থাৎ যখন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন তখন ছবির কালার, কনট্রাস্ট, ব্রাইটনেস সব সব অটোমেটিক ঠিক হয়ে যাবে।
এখানেও আপনি ছবি টিউন করার বেশ কিছু সুবিধা পাবেন।যেমন, Fill light, Highlighuts, Shadows, এবং Color Temparature.
এই অপশনটি মনে হয় সবারই খুব প্রিয় একটা অপশন। কারণ এর মাধ্যমে আপনি ছবিতে বিভিন্ন এফেক্ট যোগ করে ভিন্ন ভাবে প্রকাশ করতে পারবেন।
এখানে আপনি সে সকল এফেক্টগুলো পাবেন তা হল….. Sharpen, Sapia, B & W, Warmify, Film Grain, Tint, Saturation, Soft Focus, Glow, Filtered B&W, Focal B&W, এবং Graduated Tint.
তবে এখানে একটা কথা বলে রাখি, এডিটিং এর সময় আপনি যে এফেক্টই ব্যবহার করুন না কেন খেয়াল রাখবেন, ছবির মৌলিকতা যেন নষ্ট না হয়। তাই যে এফেক্টই ব্যবহার করুন একটু খেয়াল করে, বুঝে শুনে ব্যবহার করবেন। অহেতুক কোন এফেক্ট ব্যবহার না করাই শ্রেয়।
তাহলে আর দেরী কেন। এখনি ডাউনলোড করে কাজ শুরু করে দিন। আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে।
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আর হ্যাঁ….. কোন পরামর্শ থাকলে অবশ্যই তা জানাতে ভুলবেন না।
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
সহজ কথা গুলো মাঝে মাঝে বলা হয় না। কিন্তু অন্যকেউ বললে তা অপূর্ব লাগে।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।