আজকে সবার সাথে খুবই চমৎকার দুইটি সফট শেয়ার করবো ।একটি হচ্ছে আর্ট নিয়ে অপরটি হলো যেকোন ফরমেটের ছবিকে flash এ রুপানতর করার সফটওয়্যার । চলুন তাহলে প্রথমে flash সফটওয়্যারটি দিয়ে শুরু করি ।এটা দিয়ে আপনি আপনার যেকোন ফরমেটের ছবিকে বিভিন্ন effect এর মাধ্যমে flashএরুপান্তর করতে পারবেন নিমিষেই ।
আর যারা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন তারা চাইলে এই সফটটি দিয়ে চমৎকার সব flash animation বানিয়ে নিজের সাইটে সাজাতে পারেন ।নিজেরমত করে বানিয়ে save করার জন্য publish option এ ক্লিক করুন এবং পছন্দমত flash movie, html code ,gif,avi format এ save করুন ।
নাম : swf text
Size: 2.26mb cost : $29.95 সিরিয়াল সাথেই আছে
আমি কয়েকটি বানিয়েছি । দেখুনতো কেমন হয়েছে ।
এবার আর্ট সফটওয়্যারটি শেয়ার করবো ।আর্ট সম্বন্ধে বলতে গেলে তেমন কিছুই জানিনা । তবে যেকোন ধরনের আর্ট দেখতে ভীষন ভীষন ভালবাসি ।।কিন্তু এই সফটটি পেয়ে এক অন্যরকম ভাললাগা কাজ করছে ।মনে হচ্ছে ইচ্ছে করলেই এই সফটটির মাধ্যমে মোটামুটি আর্ট শিখা সম্ভব ।এবং এই সফটটি একজন artist এর জন্য যে খুবই উপকারী তাতো বলার অপেক্ষাই রাখেনা ।যা দিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে art করা সম্ভব ।
যাদের আর্ট সম্বন্ধে বিনদুমাত্র ধারনা নাই বা আর্ট করতে জানেন না তারা ও কিন্তু আর্ট না জেনে ও আপনার কম্পিউটারে থাকা পছন্দের যেকোন ছবিকে সফটটিতে দেওয়া বিভিন্ন effect এর মাধ্যমে hand painted art work হিসেবে একজন শিল্পীর মত উপস্হাপন করতে পারেন । এই সফটটিতে দারুন একটি user guide আছে যাতে প্রতিটি step খুব অসাধারন ভাবে দেওয়া আছে ।
সফটওয়্যারটির নাম : Twisted Brush Pro Studio v 17.00
size :17mb
cost :$119
সিরিয়ালটি সংগ্রহ করুন এখান থেকে । সফটটিতে natural সব art tool সংযোজন করা হয়েছে যেমন : oils, acrylics, pastel, charcoal etc. 5000 brush affect আছে ।আর এই brush effect গুলো বিস্মিত হওয়ার মত ।সফটটিতে photoshop এর মত same অনেক ফিচার যুক্ত করা হয়েছে ।layers, realistic media, photo cloning, tracing, masks, particles, filters,ইত্যাদি ইত্যাদি ।।আর ও আছে আপনি যা কাজ করছেন তা record করার সুবিধা ।।
সফটটি দিয়ে আঁকা কিছু ছবি show করছি ।দেখুনতো কেমন লাগে ।
ছবিগুলো দেখতে দেখতে আজকের টিউনটি শেষ করছি । দেখা হবে next টিউনিং পেজে । সেইপযন্ত সবাই সুস্হ্য ও সুন্দর থাকবেন…….……….এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
চমৎকার… কই পান এত সুন্দর জিনিষ। মাঝে মাঝে আপনার ২, ১ টা টিউন করেন এবং প্রতিটা টিউন সত্যি দেখার মত এবং ডাউনলোড করবার মত। ধন্যবাদ