আর্ট প্রেমীদের জন্য চমৎকার একটি সফটওয়্যার সাথে আর ও থাকছে যেকোন ফরমেটের ছবিকে flash আকারে রুপান্তরের একটি অসাধারন সফটওয়্যার !!!!!

                                          

 

 

আজকে সবার সাথে খুবই চমৎকার দুইটি সফট শেয়ার করবো ।একটি হচ্ছে আর্ট নিয়ে অপরটি হলো যেকোন ফরমেটের ছবিকে flash এ রুপানতর করার সফটওয়্যার । চলুন তাহলে প্রথমে flash সফটওয়্যারটি দিয়ে শুরু করি ।এটা দিয়ে আপনি আপনার যেকোন ফরমেটের ছবিকে বিভিন্ন effect এর মাধ্যমে flashএরুপান্তর করতে পারবেন নিমিষেই ।

                                           

আর যারা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন তারা চাইলে  এই সফটটি দিয়ে চমৎকার সব flash animation বানিয়ে নিজের সাইটে সাজাতে পারেন ।নিজেরমত করে বানিয়ে save করার জন্য publish option এ ক্লিক করুন এবং পছন্দমত flash movie, html code ,gif,avi format এ save করুন ।

                                                                                 নাম : swf text

                                                               Size: 2.26mb cost : $29.95 সিরিয়াল সাথেই আছে

                                                                      

                                                             আমি কয়েকটি বানিয়েছি । দেখুনতো কেমন হয়েছে ।

             

             

                  

এবার আর্ট সফটওয়্যারটি শেয়ার করবো ।আর্ট সম্বন্ধে বলতে গেলে তেমন কিছুই জানিনা । তবে যেকোন ধরনের আর্ট দেখতে ভীষন ভীষন ভালবাসি ।।কিন্তু এই সফটটি পেয়ে এক অন্যরকম ভাললাগা কাজ করছে ।মনে হচ্ছে ইচ্ছে করলেই এই সফটটির মাধ্যমে মোটামুটি আর্ট শিখা সম্ভব ।এবং এই সফটটি একজন artist এর জন্য যে খুবই উপকারী তাতো বলার অপেক্ষাই রাখেনা ।যা দিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে art করা সম্ভব ।

যাদের আর্ট সম্বন্ধে বিনদুমাত্র ধারনা নাই বা আর্ট করতে জানেন না তারা ও কিন্তু আর্ট না জেনে ও আপনার কম্পিউটারে থাকা পছন্দের যেকোন ছবিকে  সফটটিতে দেওয়া বিভিন্ন effect এর মাধ্যমে hand painted art work হিসেবে একজন শিল্পীর মত উপস্হাপন করতে পারেন । এই সফটটিতে দারুন একটি user guide আছে যাতে প্রতিটি step খুব অসাধারন ভাবে দেওয়া আছে ।

                                                   সফটওয়্যারটির নাম : Twisted Brush Pro Studio v 17.00

                                                                       size :17mb

                                                                                        cost :$119

                                                                         

                                                                    

 

সিরিয়ালটি সংগ্রহ করুন  এখান থেকে  । সফটটিতে natural সব art tool সংযোজন করা হয়েছে যেমন : oils, acrylics, pastel, charcoal etc. 5000 brush affect আছে ।আর এই brush effect গুলো বিস্মিত হওয়ার মত ।সফটটিতে photoshop এর মত same অনেক ফিচার যুক্ত করা হয়েছে ।layers, realistic media, photo cloning, tracing, masks, particles, filters,ইত্যাদি ইত্যাদি ।।আর ও আছে আপনি যা কাজ করছেন তা record করার সুবিধা ।।

সফটটি দিয়ে আঁকা কিছু ছবি show করছি ।দেখুনতো কেমন লাগে ।

 

                             

                                   

                             

                                    

                                   

                                     

                                  

                                       

                                   

                                     

                                    

                                      

                                             

 

                                        

 

ছবিগুলো দেখতে দেখতে আজকের টিউনটি শেষ করছি । দেখা হবে next টিউনিং পেজে । সেইপযন্ত সবাই  সুস্হ্য ও সুন্দর থাকবেন…….……….এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ।

 

                                                         

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার… কই পান এত সুন্দর জিনিষ। মাঝে মাঝে আপনার ২, ১ টা টিউন করেন এবং প্রতিটা টিউন সত্যি দেখার মত এবং ডাউনলোড করবার মত। ধন্যবাদ

    আসলে সবার যাতে ভাল লাগে এই চেষ্ঠাই সবসময় করি । ধন্যবাদ আপনাকে ও । ।

ধন্যবাদ ম্যাম চমৎকার দু’টি সফট শেয়ার করার জন্য।

    প্রবাসী ভাইয়া আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে 😀 😀 অসংখ্য ধন্যবাদ ।

জটিল জিনিস ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

    ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

Level 2

ধন্যবাদ ,
কাজে লাগবে।

    কাজে লাগলেই টিউনের পূর্ণতা । ধন্যবাদ আপনাকে ও ।

Level 0

কাজে লাগবে।ধন্যবাদ !!!

সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য

    শুনে খুশী হলাম । অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও ।

আমি ছোট বেলা থেকেই ছবি আকার প্রতি খুব আগ্রহ।তাই অবসর পেলেই ছবি আকি।স্বপ্না আপুকে অনেক ধন্যবাদ এই সফট শেয়ার করার জন্য। এবার ডিজিটাল ছবি একে দেখি কেমন লাগে। 🙂

    বাহ ! তাহলেতো বেশ ভালই হলো । এবার থেকে আর ও বেশী বেশী ছবি আঁকবেন ও ভাল থাকবেন এটাই আশা করছি । ধন্যবাদ ।

খুবেই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু আপনাকে।

    ভাইয়া আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

Level 0

ধন্যবাদ স্বপ্না আপু অনেক অনেক সুন্দর টিউন । আচ্ছা আপু আপনি welcome , Download, Thank you এ গু্লো কিভাবে দিয়ে থাকেন , R আপনার ছবি সুন্দর হয়েছে & মনেহয় আপনি ভাল Art জানেন।

    নারে ভাইয়া আমি এমন সুন্দর আর্ট জানিনা । তবে আমি ৩টা ছবিকে hand painted art work হিসেবে উপস্হাপন করেছি । আর উপরের ফ্লাশ এর সবগুলোই আমি করেছি । যাক আপনি welcome ,button এগুলো যোগ করার জন্য আপনার পছন্দের ছবিটির উপর রাইট ক্লিক করে propertise থেকে url টা সংগ্রহ করে টিউন লেখার ড্যাশবোডে insert image নামে গাছেরমত ছোট যে আইকনটি আছে ওটাতে ক্লিক করে picture url টি বসিয়ে insert লেখাতে ক্লিক করলেই দেখবেন picture এসে গেছে ।

আমি হতবাক হয়ে যাই আপনার টিউন দেখে এত সুন্দর টিউন করেন কিভাবে আপনি,অসাধারন,অতি-সুন্দর এবং মান সম্পন্ন টিউন যাকে বলে ক্লাস টিউন,অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য,আপনার জন্য রইল আমার শুভকামনা।

    ভাইয়া আপনার মনটা অনেক ভাল তাই হয়ত আপনার কাছে এত সুন্দর লাগে । আপনাদের এমন সুন্দর মন্তব্য পেলে সত্যিই খুব অনুপ্রানিত হই ।আপনার জন্য ও শুভ কামনা রইল ভাল থাকবেন সবসময় ।

অবাক হই!!!!!!!!!!!!!!!!!
মাঝে মাঝে বড্ড বেশি অবাক হই……………….
এত চমৎকার সব টিউন স্বপ্না আপি পাই কই?
দেখে তার টিউন করার বাহাদুরি………….
নিজের টিউন দেখে লাজে মরি!!!
স্বপ্না আপির দামি টিউন ,আমার গুলো সস্তা
উনি করেন জটিল টিউন, আমার গুলো আটার বস্তা!!!

    জাহাঙ্গীর ভাইয়া আপনিতো দেখি খুব সুন্দর গান,কবিতা লিখতে জানেন । তবে এমন বলে pls আমাকে লজ্জা দিবেন না । ভাল থাকবেন সবসময় ।ধন্যবাদ ।

স্বপ্না >>>
ধন্যবাদ, আপি…
আমি নিজে ভালো আঁকতে পারিনা…
কিন্তু আমার অনেক পছন্দের একজন খুব ভালো আঁকে…
Soft-টা Download করে ওকে Gift করবো…
আবারো Thanks…

~ !

    তাই নাকি ? gift টি পেয়ে আপনার পছন্দের মানুষটি বেশ খুশী হবে এটাই প্রত্যাশা রইলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে ও ।

সব কিছু পাইছি…….ধন্যবাদ।

    তাই নাকি । আসলে সবাই যদি সুন্দরভাবে ডাউনলোড ও ইনস্টল করতে পারে তখন খুব বেশী ভাল লাগে ।

সুন্দর টিউন।Software টা সত্যি কাজের।ধন্যবাদ।

    কাজে লাগাতেই আনন্দ । ধন্যবাদ ।

টিউন টা কাজেরধন্যবাদ আপু।

    অসংখ্য ধন্যবাদ আকিব ভাইয়া আপনাকে ও ।

Level 0

চমৎকার …………….. রেখে দিলাম, কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

    তাই বুঝি ? অসংখ্য ধন্যবাদ sis আপনাকে ও ।

ইজি কাজে ভেরি বিজি ছিলাম, এর মধ্যে কারেন্ট এর উৎপাত,কমেন্ট করি কিভাবে। শান্তি নাই, দিনে পিসি ১২ ঘন্টা চালাইয়াও শান্তি নাই।
টিউনের জন্য ধন্যবাদ।

হায়রে কত যে অশান্তি ,আর এত অশান্তির পর ও টিউনটি যে দেখলেন ও কমেন্ট করলেন সেজন্য অনেক অনেক বেশী ধন্যবাদ bro । ভাল থাকবেন ।

swf text softwer টা macromedia flash player ছাড়া চলে না।আমার pc তে flash player install করি।কিন্তু অই টা internet এর জন্ন।কিন্তু pc তে ফ্লাশ ইন্সটল কিভাবে করব?আপি হেল্প করবেন?আর আই কারনে সেটাপ দেওার পর ও আমি সফট্বার টা রান করতে পারছি না।hlp করুন plz!!!
র শেয়ার করার জন্য অনেক ধন্নবাদ।ভাল থাকবেন।

    অবশ্যই হেল্প করবো ভাইয়া।তবে আমি যদি ও প্রশ্নটি পুরোপুরী ক্লিয়ার বুঝি নাই তবু ও বলছি আপনি যদি software টি setup এর ব্যাপারে বলে থাকেন তাহলে বলবো যে আমরা উইন্ডোজ সেটাপের পরে যে flash player সেটাপ দিয়ে থাকি যেমন ধরুন খুবই ছোট softaware adobe flash player 10 যদি সেটাপ থাকে তাহলে অবশ্যই software টি setup হবে এবং ঠিকভাবে রান হবে । আর যদি আপনি সেটাপের পর movie file গুলো চালানোর কথা বলে থাকেন তাহলে বলবো আপনি flash file support করে যেমন km player,real player এমন যেকোন player এ চালাতে পারেন ।সেজন্য movie file এর উপর right click করে open with থেকে পছন্দের player টি select করে দিন । তাহলেই হবে । ধন্যবাদ ।

    আসলে আমার pc তে ফ্লাশ প্লেয়ার ইন্সটল করা আসে ঠিকই এবং সফট্বার টাও install হয়েছে।কিন্তু এখন সফটয়ার টা চালাতে গেলেই এই মেসেজ টা দেখায়।(macromidea flash player 6 or higher verson is needed)কিন্তু আমার pc তে flash player ঠিক ভাবেই install করা আছে।internet এ ও আমি ভালভাবেই flash video দেখতে পারি।এবং কম্পুটার এ ও দেখতে পারি।তারপর ও সফট্বার তা চালাতে পারছি না।rply দেওার জন্য ধন্নবাদ।

আমার ছবি আকা খুব পছন্দ।আমি আকতে ভালবসি। তাই আপনার এই সফট্বার টা আমার খুব দরকার ছিল। এখন আমার যেন মেঘ না চাইতে ই বৃষ্টি হয়ে গেল।আপনাকেত মনে হয় সুদু ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে।তার পরেও অনেক ধন্যবাদ।

আমার ছবি আকা খুব পছন্দ।আমি আকতে ভালবসি। তাই আপনার এই সফ্টয়ার টা আমার খুব দরকার ছিল। এখন আমার যেন মেঘ না চাইতে ই বৃষ্টি হয়ে গেল।আপনাকেত মনে হয় সুদু ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে।তার পরেও অনেক ধন্যবাদ।

টেকটিউলস সাইটে আমি নতুন সকল সদ্যদের প্রতি শুভেচ্ছা রহিল
স্বপ্না আপা flash সফটওয়্যারটি আমার খুব ভাল লেগেছে এইটায় খুজতেছি পেলাম অনেখ অনেখ ধন্যবাদ আপনাকে
কিন্তু একটায় সমস্যা বাংলা লেখা যাচ্ছে না দয়াকরে কি ভাবে লিখা যাবে তা যানালে খুশি হব

Level 0

swf text SOFTWARE DOWNLOAD LINK DAW PLZ…….EMAIL:[email protected]

Level 0

Invalid or deleted file in media fire…plz fixed the link of medifire or upload again swf text software…..