প্রেজেন্টেশন তৈরী করুন একবারে সহজে, সাথে রয়েছে ব্যাকগ্রাইউন্ড মিউজিক (৫ টিরও বেশি ফরমেটে), সাথে আরো তৈরী করতে পারেন চমতকার চমতকার সব স্ক্রীন সেভার মিউজিক সহ Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

bismillah2

আসসালামুআলাইকুম,

স্বাগতম আপনাকে আবারো আমার টিউনিং আয়োজনে।

আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটা সফটয়ারের সাথে যেটা সকল লেভেলের ইউজারের কাজে আসবে (guaranteed). আমি এমন নিশ্চিত কারন আমি নাওয় এর ফিচার গুলো দেখলে আপনিও এর ভক্ত হয়ে যাবেন।

তাহলে সফটয়ারটির নাম জেনে নিই।

Aneesoft.3D.Flash.Gallery

কার্যকরিতাঃ

** যেকোন প্রেসেন্টেশন তৈরী করা,

** যেকোন স্ক্রীণ সেভার তৈরী করা,

** ফ্লাশ-ফরমেটে ফাইল তৈরী,

** এইচ টি এম এল ফাইল তৈরী,

** এস ডব্লিয় এফ ফরমেটে ফাইল আউট পুট।

** ব্যাকগ্রাউন্ড মিউজিক

** বিবিধ

তবে এক্ষেত্রে ইন পুট ফাইলটি অবশ্যই ইমেজের যেকোন ফরমেটে  থাকতে হবে

তো চলুন কিছু স্ক্রীণশট দেখে নিই

Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

এড ফটো অপশনে আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে

Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

ইমেজ সিলেক্ট করা হলো

Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

আউটপুট এফেক্ট সেটিংস ঠিক করে নিব

Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিব

Aneesoft.3D.Flash.Gallery by LuckyFM

আউটপুট সেটিংস ঠিক করব

ব্যাস তৈরী হয়ে গেল আপনার প্রেসেন্টেশন

এবার ডাউনলোডের পালা

ডাউনলোড

সিরিয়ালের প্রচিডিউরটাও সাথে দেওয়া আছে

আর হা ভাল বা মন্দ যাই লাগুক জানাতে ভুলবেননা কিন্তু...

থামুন

আপনার পানির টেপ/ কল থেকে কি অনবরত পানি পড়ছে (অপ্রয়জনে) ???  পড়লে এখনি কলটি বন্ধ করুন

ধন্যবাদ

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা লাকি ভাই আপনি যে বিভিন্ন demo দেন এটা কন screen recorder দিয়ে করেন দয়া করে বলবেন? আমার একটা ভাল স্ক্রীন রেকর্দডার দরকার।

    Level 0

    আমি স্ক্রীণশট দেই উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রীণ শটার দিয়ে
    আপনি ও স্ক্রীন ক্যাপচার করতে চাইলে কি-বোর্ডের Print Screen SysRq দিয়ে করতে পারেন(ব্যাকস্পেচের ডানেরটা)
    আর ভিডিও রেওর্ড করতে টোটাল ভিডিও কনভার্টার

লাকি ভাই মনে হয় আশরাফুলের-মাসরাফির ভক্ত……
ধন্যবাদ…ফর ইউর টিউন…

    Level 0

    হা ভাই
    সময়ে সময়ে মানুষ যে কত পরিবর্তন হয়; তার একটা উদাহরন আমি।

জটিল । ধন্যবাদ আপনাকে ।

এটা নিয়ে আরও যে দুইটা টিউন হয়েছে তা দেখুন এখানে
https://www.techtunes.io/download/tune-id/15903/
https://www.techtunes.io/download/tune-id/27447/
বাকি টা আপনার ইচ্ছা।

এটা নিয়ে আরও যে দুইটা টিউন হয়েছে তা দেখুন এখানে
https://www.techtunes.io/download/tune-id/15903/
বাকি টা আপনার ইচ্ছা।

    Level 0

    দুঃখিত আমি টিউনটি খেয়াল করিনি
    আশা করছি ভবিষ্যতে আর এই ভুল হবেনা; এবং আপনাকে ধন্যবাদ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য
    আর হা
    আমি যতদুর পড়ে দেখলাম আপনি অখানে সিরিয়াল পাননি
    তো নিশ্চই আপনার এই টিউন থেকে তা উপকৃত হয়ার কথা

Level 0

আপনার সফটওয়্যারটি ডাউন লোড করে এক্সট্রাকস্ করে রেখেছি পরে ইনষ্টল করব বলে। এখন আমার দরকার AVG Internet Security2011. Please send me link address at [email protected]

আচ্ছা কাজ করার পর, পরেতো আমি এটা সিডিতে রাইট করতে পারব বা সিডি ও ডিভিডি প্লেয়াররে চলাতে পারবো।

    Level 0

    এক্ষেত্রে আপনাকে এস ডাব্লিয় এফ ফরমেট থেকে কনভার্ট করে নিতে হবে
    তাহলেই পারবেন
    যেমনঃ SWF থেকে DAT/ MPEG/ Vob

    কনভার্ট করার জন্য কি সফটওয়্যার ব্যবহার করা যায় একটু বলবেন।

    Level 0

    আপনি এটা ব্যবহার করতে পারেন

    Level 0

    আপনি এটা ব্যবহার করতে পারেন

Level 0

A+

আপ্নের eset internet security সফটওয়্যার কি ইন্টারনেট এর গতি স্লো করে দেয় নাকি? আজকে ইন্সটল করলাম, আর ৩০ মেগাবাইটের আপডেট নিলাম। কিন্তু ইন্টারনেট এর স্পীড মারাত্মক স্লো হয়ে গেছে।

    ইসেটের সার্ভিস অসাধারণ , ভুল ডিটেকশন খুবই কম । তবে একটা বড় ধরণের সমস্যা হল এতে একটা সিডিউলার আছে – এতে একটা এন্ট্রি থাকে – প্রতিবার ডায়াল আপ কানেকশন করা মাত্রই আপডেট চালু করার । আর ইসেটের আপডেট সার্ভার প্রায় প্রতি মূহুর্তে আপডেট হয় তাই আপডেটও চলতে থাকে – আর ইন্টরনেট কানেকশনেরও বারোটা বাজে ।

    আমার এখন উবুন্টু ছাড়া কিছু নাই , তাই একদম এক্সাক্টলি বলতে পারছি না ।

    নীচে বাম কোনায় মোড Normal থেকে Advance এ নিন । Tools এ যান – Scheduler এ অপ্রয়োজনীয় সিডিউলড টাস্ক বাদ দিয়ে দিন । সমস্যা সমাধান ।

    Level 0

    দুইটা প্রোফাইল ব্যাপার কি???

    ইন্টারনেট এর স্পীড মারাত্মক স্লো হয়ে গেছে

    স্লো হবার প্রশ্নই উঠেনা

vai amar to add photo ai option gulo asayna ,
doya koray somadhan divan

খুবেই সুন্দর টিউন ধন্যবাদ।

টিউন ভাল হয়েছে ধন্যবাদ।

ভাই এই প্রেজেন্টেশন কি ডিভিডি তে চালানো যাবে?

    Level 0

    এক্ষেত্রে আপনাকে এস ডাব্লিয় এফ ফরমেট থেকে কনভার্ট করে নিতে হবে
    তাহলেই পারবেন
    যেমনঃ SWF থেকে DAT / MPEG / Vob

ভাই জিনিসটা আসলে কি আমি এখনও বুঝতে পারি নাই।

    Level 0

    নামিয়ে ব্যবহার করুন সব বুঝতে পারবেন

ভাল এবং মান সম্পন্ন টিউন উপস্থাপনাও ভাল হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনটির জন্য।আমার কিন্তু সফটটা কাজে লাগবে।

    Level 0

    কাজে লাগলেই স্বার্থকতা আতাউর ভাই

thanks boss…..apnitu vai software er bandar

    Level 0

    ধন্যবাদ আপনাকেও

    আরে ভাই আরেকটা কথা ভান্ডার বললেন নাকি বান্দর বলেন ??
    কনফিউজ়ড

ভাই, স্কিন শর্ট এর ব্যাপার টা একটু ক্লিয়ার করেন। PrntScr বাটন চাপলে তো কিছু হয় না।