আসসালামুআলাইকুম,
স্বাগতম আপনাকে আবারো আমার টিউনিং আয়োজনে।
আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটা সফটয়ারের সাথে যেটা সকল লেভেলের ইউজারের কাজে আসবে (guaranteed). আমি এমন নিশ্চিত কারন আমি নাওয় এর ফিচার গুলো দেখলে আপনিও এর ভক্ত হয়ে যাবেন।
তাহলে সফটয়ারটির নাম জেনে নিই।
Aneesoft.3D.Flash.Gallery
কার্যকরিতাঃ
** যেকোন প্রেসেন্টেশন তৈরী করা,
** যেকোন স্ক্রীণ সেভার তৈরী করা,
** ফ্লাশ-ফরমেটে ফাইল তৈরী,
** এইচ টি এম এল ফাইল তৈরী,
** এস ডব্লিয় এফ ফরমেটে ফাইল আউট পুট।
** ব্যাকগ্রাউন্ড মিউজিক
** বিবিধ
তবে এক্ষেত্রে ইন পুট ফাইলটি অবশ্যই ইমেজের যেকোন ফরমেটে থাকতে হবে
তো চলুন কিছু স্ক্রীণশট দেখে নিই
এড ফটো অপশনে আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে
ইমেজ সিলেক্ট করা হলো
আউটপুট এফেক্ট সেটিংস ঠিক করে নিব
ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিব
আউটপুট সেটিংস ঠিক করব
সিরিয়ালের প্রচিডিউরটাও সাথে দেওয়া আছে
আর হা ভাল বা মন্দ যাই লাগুক জানাতে ভুলবেননা কিন্তু...
ধন্যবাদ
-আল্লাহ হাফেজ
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা লাকি ভাই আপনি যে বিভিন্ন demo দেন এটা কন screen recorder দিয়ে করেন দয়া করে বলবেন? আমার একটা ভাল স্ক্রীন রেকর্দডার দরকার।