ছবিগুলো কেমন হয়েছে যানাবেন কি?

ছোট থেকেই আমার ছবি তোলার খুব সখ। আমার নিজের হাতে  এবং নিজের ক্যামেরায় তোলা কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার কলাম। যদিও আমি প্রফেশনাল ফটোগ্রাফার নয়। ছবিগুলো তোলা কেমন হয়েছে প্লিজ জাবেন?

ছবি গুলোর বিবরণঃ

প্রথম ছবিটি চাঁপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত  ১৪ শতকে নির্মিত দারসবাড়ি মাদ্রসা, দ্বিতীয় ছবিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ধনাইচক মসজিদ, তৃতীয় ছবিটি রাজশাহীর পদ্মা নদীর বাধ থেকে তোলা একটি ছবি,  চতুর্থ ছবিটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত পিকনিক স্পট বাবু ডাইং এ তোলা একটি ছবি, পঞ্চম ছবিটি বরিশালে দাদার বাড়ি যাবার পথে লঞ্চ থেকে তোলা একটি ছবি। 111DSC00171DSC00659DSC02035

Level 0

আমি ম‌োঃ রাশ‌িকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভালোই লাগলো।ধন্যবাদ

সুন্দর হয়েছে।
শেষের তিনটা বেশি ভাল লেগেছে।
আপনি তো দেখি আমার এলাকার লোক।
আমার বাড়িও চাঁপাইয়ে। নানাবাড়ি শিবগঞ্জ। 😀 😀

ছবি গুলো সুন্দর হয়েছে। তবে ছবি গুলোর সাথে কম্পিউটারের সম্পর্ক কি?

ছবিগুলো চমৎকার। ছবি তোলার আগে দুঃসাহসী টিনটিন-এর টিউনগুলো পড়ে নিয়েছিলেন বুঝি। তবে আমাদের দেশের প্রকৃতিই এমন, প্রাকৃতিক দৃশ্যের যে কোন ছবিই ভালো লাগে। ক্যামেরা/ কনফিগারশন উল্লেখ করে টিউনটি আপডেট করলে আরও ভালো হতো।

শেষ ছবিটা বেশি ভালো লাগছে ধন্যবাদ

সুন্দর হয়েছে । ধন্যবাদ ।

3 নম্বর ছবির স্থানটা দেখতে খুব মনে ইচ্ছে হচ্ছে।
আপনাকে সুন্দর ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

সুন্দর হয়েছে।
শেষের তিনটা বেশি ভাল লেগেছে।

এক কথায় অসাধারন।আপনাকে সুন্দর ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Level 2

চতুর্থ ছবিটা খুব ভাল লাগল। আমার ব্লগের পেজ এ দিলাম। আপনার কোনরূপ আপত্তি থাকলে জানাবেন। আমি মুছে দেব।

আমার ব্লগ: http://banglarsms.blogspot.com

প্রথম দুইটা ছবির লোকেশান কাইন্ডলি কেউ ডিটেইলে জানান …. আমার ঐখানে Photowalk এ যাবো …. তৃতীয় ছবিটা সবচেয়ে পরিস্কার তবে হরাইজন লাইন বাঁকা হওয়াতে আমার মনটা খারাপ হয়ে গেল ….. শেষ ছবিটা চমৎকার তবে এইখানে আবার ছবিটা ঘোলা 🙁 তবে শেষে বলতে চাই আপানার ফ্রেমিং এ মোটামুটি হাত ভালো আছে …. লেগে থাকলে ভালো আউটপুট পাবেন।

ধন্যবাদ

ছবি গুলা আমার কাছেও ভাল লাগছে লেগে থাকুন ভাল করবেন।

ভাল হয়েছে। ধন্যবাদ।

nice. keep it up

সুন্দর ছবি দেখলেই প্রিন্ট দিয়ে ঘরে সাজিয়ে রাখি, আপনার ৪ নাম্বারটা সুন্দর।

Excelent! Post more!

But please put the description underneath each photo.

Thanks

Level 0

ভাই ছবির সাথে লোকেশন ও হাল্কা পাতলা বর্ণনা দিলে সবার আরো ভাল লাগত….

Level 0

কি বলব অসাধারণ ছবি ধন্যবাদ ভাই।

ফ্রেমিং এর ব্যাপার গুলা একটু খেয়াল রাখলে আরো অনেক ভাল রেজাল্ট পাওয়া যেত ..
এরপর থেকে খেয়াল করবেন প্লিজ .. 🙂