কল্পনার চেয়েও বেশী রং দিন আপনার ছবিতে!!!!

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। •*¨*•.¸¸♥ শুভ নববর্ষ ♥¸¸.•*¨*•

আজকে আমি যে সফটওয়্যারের কথা জানাবো তা সত্যি চমৎকার একটা জিনিষ। উপরের সাধারন ছবিটিকে আমি এই সফটওয়্যারের মাধ্যমে এত সুন্দর করেছি। এটির মাধ্যমে খুব সহজেই ছবিতে অসাধারন সব ইফেক্ট দিতে পারবেন। যা কল্পনাকেও হার মানায়। আর সাথে মিল রেখেই সফটওয়্যারের নাম রাখা হয়েছে DreamLight Photo Editor। এখানে প্রায় 128টি ইফেক্ট আছে। তবে এর চেয়েও বেশী ইফেক্ট দিতে পারবেন। যেমন প্রথমে একটা ইফেক্ট দিলেন তারপর ঐখানে আরেকটা ইফেক্ট দিলেন। এভাবে হাজারের বেশী ইফেক্ট দিতে পারেন।

যে সব ইফেক্ট দিতে পারবেনঃ

· Preset filter (10 effects)
· Pencil drawing filter (10 effects)
· Light filter (10 effects)
· Amazing filter (10 effects)
· Dream filter (10 effects)
· Weather filter (10 effects)
· Star filter (10 effects)
· Art filter (8 effects)
· Gradient filter (10 effects)
· Color filter (10 effects)
· Texture filter (10 effects)
· Edge filter (20 effects)

ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।

ডাউনলোড লিঙ্কঃ

DreamLight Photo Editor 3.84

সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সংশোধনী(বানান বিশারদদেরজন্য) : ধন্যবাদ Hasan Jubair (Al-fatah) বাংলা নববর্ষের শুভচ্ছো।
আমি ব্যবহার করছি অনেকদিন যাবত DreamLight Photo Editor খুব চমৎকার একটি সফটোয়ার।

    আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা।
    ধন্যবাদ।

    সফটোয়ার না, হবে সফটওয়্যার… :p নতুন বছরের শুভেচ্ছা…

    ইয়াকুব ভাই,
    আবার বানান ভুল হলোঃ
    সফটোয়ার 🙂

    আমি নতুন টিউনারদের ভবিষ্যত নিয়ে চিন্তিত 🙁 🙁 🙁 🙁

    টে.টি এর ইংরেজী শব্দগুলোর বাংলা উচ্চারন নিয়ে একটা বড় ধরনের লিস্ট করে সংশোধনী দিয়ে দিন। সবার খুব উপকার হয়। আর অভ্রু কী বোর্ডের জন্য যে অনিচ্ছাকৃত ভুল হচ্ছে সেটার সলিউশনও দিয়ে দিও ভাই তাহলে সমগ্র জাতী উপকৃত হবে।

    দিতে পারি।
    কিন্তু, আপনি যদি আবার মুছে ফেলেন।
    আমি চিন্তিত 🙁 🙁

    ইয়াকুব ভাইয়া কিছু মনে লইয়েন না , আপনার জাতি বানান আবার ভুল ।
    এবার বুঝেন আপনার বানানের লিস্ট উপর করা টিউন কত জরুরী । টিউন করেন অপেক্ষায় আছি।

    লিস্ট তো আপনার টিউনে ২-৩ বার দিয়েছিলাম।
    আফসোস, আপনি মুছে ফেললেন! 🙁 🙁 🙁

    ইসরে!!
    “জাতি” বানানটাও ভুল।

    এই বানান skil নিয়ে আপনি ফাগুনের বানান ভুল ধরতে গেছিলেন!!
    ফাগুন তো এসএসসিতে বাংলায় কি পাবেন সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন। এখন আপনার কি নিয়ে প্রশ্ন তুলব ইয়াকুব ভাই? 😉

    অভ্রু 🙁 🙁 🙁

    এই বানান skil নিয়ে আপনি ফাগুনের বানান ভুল ধরতে গেছিলেন!!- হুম বুঝলাম রিমোট কন্ট্রোলটার অবস্থান।
    তবে কি জানেন আমিতো এসএসসি, এইচএসসি পড়িনি আমি অন্য মিডিয়ামের তাই বোধহয় বাংলা বানান এর ক্রটি থাকাটা স্বাভাবিক।

    আরেকজন বলছেন: ………………….. টিউন করেন অপেক্ষায় আছি।
    ঠিক আছে আপনাদের যেহেতু এতই অপছন্দ, তাহলে না হয় আজ থেকে টিউনস করা বন্ধ করে দিলাম। শীঘ্রই আমার পূর্ববর্তী টিউনসগুলো মুছে দিব। এবার খুশীতো।
    আসলে ঠিকইতো আপনাদের এই মহামূল্যবান সময় নষ্ট করছি বানান ভুল করে আপনারা আবার সেই ভুল বানানের সন্ধানে অনেক মূল্যবান সময় অপচয় করছেন।
    টে.টি এ আপনারা ভালো থাকেন।
    গুড বাই।

    ভাইয়েরা দয়া করে থামেন। এই সব মন্তব্য নিয়া আমি কোন মন্তব্য করতে চাই না। 😉
    ইয়াকুব ভাই plzzzzzzzzz কিছু মনে করবেন না। আমি এতক্ষন ছিলাম না। থাকলে এত দূর গড়াতে দিতাম না।
    আর আপনি যদি টিউন না করেন তাহলে খুব কষ্ট পাবো। অন্তত আমার জন্য টিউন করবেন।
    আশা করি আমার অনুরোধ রাখবেন।

    আমি ইতি মধ্যই থেমে গেছি ………………… Don’t worry be happy.

    বানান নিয়া এত কথার কি দরকার রে ভাই? শুধু ভুল গুলো উল্লেখ করলেই তো হয়। 🙁
    @ইয়াকুব ভাই, আপনি চালায় যান। কোন টিউন মুছবেন না দয়া করে। 🙁
    @সিম্বল ভাই , এই ভাবে বলবেন না প্লিজ, টে, টি, তে সবার সমান অধিকার। 🙁
    @জুবাইর, কিপ টিউনিং। 🙂

    বাদ দিবেন কেন ভাই আপনার টিউনের মান নিয়ে কিছু বলিনি তো। খালি আপনার ভূলটা দেখিয়ে দিলাম এই আরকি 🙂
    কারও ভুল ভদ্রভাবেও ধরিয়ে দেওয়া যায়। আপনি ফাগুনের টিউনে যে স্টাইলে কমেন্টটা করেছিলেন সেটা কোনভাবেই ভালোর পর্যায়ে পড়ে না। তখন ফাগুন যে কষ্টটা পেয়েছিল সেটার একটু নমুনা দেখালাম এই আরকি।

    আর আপনার টিউনে আমার কমেন্টটা না মুছলে এতদূর আসতাম না। ভুল করলে ভুল স্বীকার করবেন। এতে লজ্জার কিছু নাই। কিন্তু তা না আপনি উলটা নিজেরে বাপ দাবী করলেন । ভাল নিজেরে বাপ দাবি করলেন ভাল কথা, আপনার ভেতর অবশ্যই বাপের গুনাবলী থাকতে হবে। ভুল করেছেন ভুল স্বীকার করুন। আপনার পিছনে কেউ লাগবে না।

    আমিও অফ গেলাম। ভাল থাকুন।

    @সাম্য,
    উনারে প্রথমে লিস্টগুলো ধরিয়ে দেওয়া হয়েছিল উনার টিউনে । উনি কমেন্ট মুছে ফেলেন। আবার সেটা কমেন্ট আকারে ভুলগুলো তুলে দিয়েছিলাম। উনি সংশোধন তো করেনই নি, আবার কমেন্ট মুছে বাপ-ছেলে ইত্যাদি নিয়ে ব্যাপক জ্ঞানী একখান কমেন্ট করেন। তখন বাধ্য হই উনাকে উনার “আকিহরে” সিনড্রোম টা ধরিয়ে দিতে।

    অসংখ্য ধন্যবাদ সাম্য ভাই।
    আশা করি ইয়াকুব ভাই কিছু মনে করে নাই।
    @সিম্বল ভাই যা হইছে হইছে আর কিছু না হলেই হয়।
    ধন্যবাদ।

    My decision is final, so no comments please.

    আপনাকে ধন্যবাদ দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি। 😛

    হাসান ভাই,সবাই বানান নিয়া ব্যস্ত। তাই আপনার সফটওয়্যার নিয়া ভাবার সময় পায় নাই । কিন্তু আমি ভেবেছি, তার অভিজ্ঞতা একটু তুলে ধরি।
    ” আপনাকে ১০০% কৃতজ্ঞতা জানানোর পর যখন সফটওয়্যার ডাউনলোড করিতে গিয়াছি , তখনি দেখিলাম হাসান ভাই আমাদের হটফাইল এর লিঙ্ক দিয়াছেন। আমি কিছুটা মনক্ষুন্ন হইলাম।কারন পূর্ব অভিজ্ঞতা আমাকে বলে , কি কষ্ট এ লিঙ্ক থেকে ডাউনলোড করিতে । তারপর লিঙ্ক এ গমন করিয়া ক্লিক করিলাম Free ডাউনলোড এ । এ কি হইল আমাকে বলে ৬০ সেকেন্ড অপেক্ষা করিতে । যাই হোক অনেকক্ষন অপেক্ষা করার পর আমাকে অনেক ঘুরাইয়া ফিরাইয়া এই সাইট নির্দেশ দিল ইমেইজ দেখিয়া অক্ষর গুলো বসাইতে। আমি শান্ত বালকের মত বসাইলাম। কিছক্ষণ পর যাহা ঘটিল তাহা আমাকে অশান্ত করিতে বাধ্য করিল। আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার আমাকে জানাইলো, ” বৎস ইহা তুমি কোন সাইট থেকে ফাইল ডাউনলোড করা শুরু করিয়াছ যাহার কোন রিজিউম সাপোর্ট নাই , যাহা প্রতি সেকেন্ডে মাত্র ৩-৪ কিলোবাইট গতিতে ফাইল ডাউনলোড করে । অথচ মিডিয়াফায়ার আরো অনেক তাড়াতাড়ি ডাউনলোড করে ।” ক্ষিয়ক্ষণ পর আমার দেয়া আপনাকে ১০০% কৃতজ্ঞতা কমিতে কমিতে ৫০% এ রূপান্তিত হইল । যাহা হোক শেষ পর্যন্ত ৬ মেগাবাইটের সফটওয়্যার ডাউনলোড করিলাম পাক্কা ৪০ মিনিট লাগাইয়া। আজ নিজেকে অনেক সার্থক মনে হইতেচে । “

    ভাই আপনার দুঃখ আমি বুঝলাম কিন্তু আমার দুঃখ বুঝবে কে?
    আমি এর আগে 17MB ফাইলও মিডিয়া ফায়ারে আপলোড করে দিছি। অথচ দেখেন আমি এত কষ্ট করে আপলোড করলাম কিন্তু মন্তব্য 17 টাও পাইলাম না। তাহলে এত কষ্ট করার মানে কী?
    এর চেয়ে হটফাইলের লিঙ্ক দিলে কষ্ট করে সবাই ডাউনলোড করে আর মন্তব্যও বেশী করে।
    তাহলে আপনিই বলেন আমার কোনটা করা ঠিক?

ami ekon mobile teke ei cmnt ta korci tai english e likci.ami ekdin ekta tune korecilam jekane eyakub vi same bisoye onek kota bolecilen.kintu aj ekta kota proman holo sunno kolshi baje beshi.
Ami kunu coment delete kori nai karon ami eto kapurush cilam na.
Aj noboborsher dine bangali jati dekbe ek jon prapto boyosko bektir tune e osongko banan vul.ci ci ci ki lojja

hm.niye gesi ek jon bole motherboard gese.bt amr mone hoy cooler e problem.tai r ek jon k dekabo…pc nai tai jomanu tune gulu korte parchi na.t.t. k noboborsher suvechchao dite parci na..tai apatoto ekanei sobaike noboborser suvechcha

    আশা করি খুব শীঘ্রই তোমার কম্পিউটার ভাল হবে।
    •*¨*•.¸¸♥ শুভ নববর্ষ ♥¸¸.•*¨*•

কি শুরু হলো টেকটিউন্সে???????????????/

    আর হাসান ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটা সফটওয়ার উপহার দেওয়ার জন্য।

    কি আর বলবো ভাই, দুর্ভাগ্য! এমন একটা ঘটনা আমার টিউনে হইল।
    ধন্যবাদ তোমাকে।

Hasan Jubair (Al-fatah) সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ । আর ইয়াকুব ভাই আপনি আপনার টিউন চালিয়ে যাবেন এটাই আশা করছি ।

    ধন্যবাদ আপনাকে।
    আর যে চলে যেতে চায় তাকে না আটকানোই ভাল।
    এর আগে কিছু টিউনার চলে যেতে চাইলেও আমাদের সবার অনুরোধে থেকে গেছে। তবে ব্যতিক্রম কেউ থাকলে আমাদের কিছু করার নাই।
    Best of luck ……..

Level 0

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও >>> আপনার Comments-গুলো বরাবরই ভালো লাগে আর Display নামটাও Joss.
এম ইয়াকুব >>> আপনি যেটা পেয়েছেন সেটা আপনার পূর্ববর্তী ব্যবহারের ফলাফল, তাই রাগ না করাই ভালো।
Hasan Jubair (Al-fatah) >>> আপনার Tunes-টির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও >>> Sorry, Copy করার জন্য।
(বিঃদ্রঃ বানান ভুল হতে পারে কারণ আমি Avro এই প্রথম ব্যবহার করছি।)
~ !

    ধন্যবাদ (!) আপনাকে।
    এখন আমিও লিখতে ভয় পাচ্ছি যদি বানান ভুল হয়!!

Level 0

Hasan Jubair (Al-fatah) ভাই আপনি একটা জিনিয়াছ । আপনার টিউনগুলো আমার কাছে খুব ভালো লাগে । কেননা, আপনার বেশ কিছু পোষ্ট ফটোশপ এর উপরে ।

ধন্যবাদ । 😆

আপনাকে অনেক ধন্যবাদ ভাল ১টা টিউন উপহার দেয়ার জন্য.কিন্তু লিংকটা Hotfile না দিয়ে Mediafire দিলে ভালো হত.Hotfile থেকে download হতে অনেকদেরি হয়.তাছাড়া electricity যা সমস্য,আপনার এই সফটওয়্যার আমি ৪বার চেষ্টা করেও download করতে পারিনি.
আমি আপনাকে বেশি বেশি মন্তব্য করব,দয়া করে লিংক গুলো Mediafire দিয়েন.

    ধন্যবাদ অর্নব ভাই। সামনে থেকে মিডিয়া ফায়ারের লিঙ্ক দেয়ার চেষ্টা করবো।

হাসান ভাই Hotfile থেকে সফটওয়্যার download করতে পারতেছি না,দয়া করে এই সফটওয়্যার লিঙ্ক যদি Mediafire দেন খুব উপকার হবে.এই উপকারটা করেন ভাই.

    আপনার অনুরোধ আর ফেলতে পারলাম না।
    যান দিয়ে দিলাম মিডিয়া ফায়ারের লিঙ্ক।

মিডিয়া ফায়ারে আপলোড করে দিন।

    দিয়েছি ভাই।
    এখন ডাউনলোড করতে পারবেন।
    ধন্যবাদ।

হাসান ভাই আপনাকে অনেননননননননননননননননননননক ধন্যবাদ,আশা করি সামনে আপনার কাছ থেকে আরও অনেক মজার টিউন পাবো.

হাসান ভাই serial key কাজ করতেছে না.কিভাবে করব?

    কাজ করবে না কেন?
    username: ssssss232
    Serial number: Ar43ABB19BH
    এখন দেখেন কাজ করে কিনা।

    অর্ণব ভাই, (আমি কিন্তু আপনার নাম ভুল লেখি নাই।ব্যাকরণ এর নিয়ম অনুযায়ী- ঝ,র ,ষ এর পর দন্ত-ন থাকলে, এর পরিবর্তে মূধণ্য (ণ) হয় )
    অনেক সময় দেখা যায় নেট কানেকশন অন রেখে সিরিয়াল নাম্বার দিলে তা কাজ করে না।নেট অফ করে সিরিয়াল দিয়ে দেখেন কি হয়।

    (অফটপিকঃ কি হাসান ভাই, শেষ পর্যন্ত মিডিয়া ফায়ারের লিঙ্ক দিলেন। তার মানে আমার গল্পরূপী সমালোচনা কাজ করচে। ইদানিং কমেন্ট করা কমাইয়া দিসি, কে আবার কোন বানানের ভুল ধইরা বসে,তাই এখন যা লেখি বাংলা ব্যাকরণ এর নিয়ম এবং শুদ্ধরূপ জেনে লিখি)

    হা হা
    @সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও…. আপনার কথা দেখে না হেসে পারলাম না।
    বুঝতে পারছি আপনি খুব ভাল ব্যাকরন জানেন।
    আশা করি আমাদেরকে ডিজিটালভাবে ব্যাকরন শিক্ষার টিউন করবেন।

    ভুলঃ ব্যাকরন
    শুদ্ধঃ ব্যাকরণ
    ণত্ব বিধান অনুসারে ঝ,র ,ষ এর পর দন্ত-ন থাকলে, এর পরিবর্তে মূর্ধন্য “ণ” হয়। যেমনঃ বর্ণ,কারণ,মরণ,ব্যাকরণ,অর্ণব। তবে ব্যতিক্রমও দেখা যায়।

    (এখন আমার এই কমেন্ট ডিলিট করেন। এক টিউনে একই মানুষের এত কমেন্ট থাকাটা ভাল দেখায় না। )

    ধইন্ন্যা ……..
    ডিলেট করার প্রয়োজন দেখছি না।

ধন্যবাদ ভাই

Level 0

HEAVY software . আপনাকে থাঙ্কু । আর আপনার কাছে যদি ছবি সুন্দর করার কোনো software থাকে তাহলে অবশ্যই বলবেন । আমি ফটোশপ এর কাজ পারি না তো ।