সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। •*¨*•.¸¸♥ শুভ নববর্ষ ♥¸¸.•*¨*•
আজকে আমি যে সফটওয়্যারের কথা জানাবো তা সত্যি চমৎকার একটা জিনিষ। উপরের সাধারন ছবিটিকে আমি এই সফটওয়্যারের মাধ্যমে এত সুন্দর করেছি। এটির মাধ্যমে খুব সহজেই ছবিতে অসাধারন সব ইফেক্ট দিতে পারবেন। যা কল্পনাকেও হার মানায়। আর সাথে মিল রেখেই সফটওয়্যারের নাম রাখা হয়েছে DreamLight Photo Editor। এখানে প্রায় 128টি ইফেক্ট আছে। তবে এর চেয়েও বেশী ইফেক্ট দিতে পারবেন। যেমন প্রথমে একটা ইফেক্ট দিলেন তারপর ঐখানে আরেকটা ইফেক্ট দিলেন। এভাবে হাজারের বেশী ইফেক্ট দিতে পারেন।
· Preset filter (10 effects)
· Pencil drawing filter (10 effects)
· Light filter (10 effects)
· Amazing filter (10 effects)
· Dream filter (10 effects)
· Weather filter (10 effects)
· Star filter (10 effects)
· Art filter (8 effects)
· Gradient filter (10 effects)
· Color filter (10 effects)
· Texture filter (10 effects)
· Edge filter (20 effects)
ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।
সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
সংশোধনী(বানান বিশারদদেরজন্য) : ধন্যবাদ Hasan Jubair (Al-fatah) বাংলা নববর্ষের শুভচ্ছো।
আমি ব্যবহার করছি অনেকদিন যাবত DreamLight Photo Editor খুব চমৎকার একটি সফটোয়ার।