সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি । আমরা সবাই কমবেশী নিজের ছবিগুলোকে নতুন আঙ্গিকে সাজাতে চাই ।আর সেজন্য online এ বিভিন্ন সাইটে & অফলাইনে নানান সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করে থাকি । আমি আজকে online এর এমন একটি সাইটের link দিবো । যেখানে গিয়ে আপনি নিজেই মুগ্ধ হবেন । আর সাজিয়ে নিতে পারবেন পছন্দের ফ্রেমে নিজের ছবিকে ।তাহলে চলুন http://www.frametoy.com/ । ৬৮ টি ক্যাটাগরিতে অসংখ্য ফ্রেম দেওয়া আছে । পছন্দের category বেছে নিয়ে frame এ click করুন । browse option click করে ছবি এনে upload করে ছবিটি save করে নিন । ব্যস শেষ ।
এবার অফলাইনের জন্য একটি সফটওয়্যার শেয়ার করবো । সফটওয়্যারটির নাম “PictureCollageMakerPro’’ সফটওয়্যারটি দাম $39.90 । আমি আপনাদের জন্য serial সহ দিলাম । প্রথমে এই লিংক অথবা এই লিংক
থেকে ডাউনলোড করে ইনস্টল করুন । serial key নীচে দেওয়া হয়েছে । ইনস্টল শেষে icon এ click করুন এবং create from templates এ ক্লিক করে পছন্দের template টি বেছে নিয়ে load এ ক্লিক করুন ।
drop photo here option এ double click করে নিজের পছন্দের ছবি add করে নিন ।পছন্দমতো template,background, change করে clipart, shape ইত্যাদি যোগ করে সুন্দরভাবে সাজিয়ে নিন আপনার ছবিগুলো । ইচ্ছা করলে ছবিটি ছোট,বড়, ও রোটেট করে নিতে পারেন । টেকটিউনে ছবির উপরে অনেকেই অনলাইনের কিছু link ও মোটামুটি অনেকগুলো সফটওয়্যার শেয়ার করেছেন । তাই সবার সাথে আমি ও ২টি add করলাম । আশাকরি আপনাদের ভাল লাগবে । সবাই সুস্থ্য ও সুন্দর থাকবেন এবং ভাল ভাল কমেন্টস করবেন এই প্রত্যাশায়………….।
serial key
PCMPR-07C1C-09A80-0B601-0979D
PCMPR-0A08F-019DC-0918E-11841
PCMPR-0C9CA-00240-06853-12FDD
''সবাইকে ধন্যবাদ ''
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
thanks for good tunes