ছবিকে সাজিয়ে নিন আর ও সুন্দরভাবে (অনলাইন এবং অফলাইনে )

    সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি । আমরা সবাই কমবেশী নিজের ছবিগুলোকে নতুন আঙ্গিকে সাজাতে চাই ।আর সেজন্য online এ বিভিন্ন সাইটে & অফলাইনে নানান সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি  করে থাকি । আমি আজকে online এর এমন একটি সাইটের link দিবো । যেখানে গিয়ে আপনি নিজেই মুগ্ধ হবেন । আর সাজিয়ে নিতে পারবেন পছন্দের ফ্রেমে নিজের ছবিকে ।তাহলে চলুন  http://www.frametoy.com/  । ৬৮ টি ক্যাটাগরিতে অসংখ্য ফ্রেম দেওয়া  আছে । পছন্দের category বেছে নিয়ে frame এ click করুন । browse option click করে ছবি এনে upload করে ছবিটি save করে নিন । ব্যস শেষ ।

এবার অফলাইনের জন্য একটি সফটওয়্যার শেয়ার করবো । সফটওয়্যারটির নাম “PictureCollageMakerPro’’ সফটওয়্যারটি  দাম $39.90 । আমি আপনাদের জন্য serial সহ দিলাম । প্রথমে এই লিংক অথবা এই লিংক 

থেকে ডাউনলোড করে ইনস্টল করুন । serial key নীচে দেওয়া হয়েছে ।  ইনস্টল শেষে  icon এ click করুন এবং create from templates এ ক্লিক করে পছন্দের template টি বেছে নিয়ে load এ ক্লিক করুন ।

drop photo here option এ double click করে নিজের পছন্দের ছবি add করে নিন ।পছন্দমতো template,background, change করে  clipart, shape ইত্যাদি যোগ করে সুন্দরভাবে  সাজিয়ে নিন আপনার ছবিগুলো । ইচ্ছা করলে ছবিটি ছোট,বড়, ও রোটেট করে নিতে পারেন । টেকটিউনে ছবির উপরে অনেকেই অনলাইনের কিছু link ও মোটামুটি অনেকগুলো সফটওয়্যার শেয়ার করেছেন । তাই সবার সাথে আমি ও ২টি add করলাম । আশাকরি আপনাদের ভাল লাগবে । সবাই সুস্থ্য ও সুন্দর থাকবেন এবং ভাল ভাল কমেন্টস করবেন এই প্রত্যাশায়………….।

                                                  serial key

                           PCMPR-07C1C-09A80-0B601-0979D
                           PCMPR-0A08F-019DC-0918E-11841
                           PCMPR-0C9CA-00240-06853-12FDD

                                               ''সবাইকে ধন্যবাদ ''

                                       

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for good tunes

nice tune….

    ধন্যবাদ আপনাকে । ছবি নিয়ে আপনার টিউনগুলি ও অনেক চমৎকার হয়েছে ।

কিন্ত কী কাজ করতেছে না

    আপনি ভাল করে copy করে paste করুন । অবশ্যই কাজ করবে ।

ডাউনলোড করে রাখলাম।প্রয়োজন পড়লে ব্যবহার করবো।

স্বপ্না আপু আপনার serial key গুলো কোন নোটপেড এ নিয়ে যেকোন জায়গায় আপলোড করে তার ডাউনলোড লিঙ্কটা দিন , কারন টেকটিউন্স এর নতুন নীতিমালায় serial key লেখায় প্রকাশ করা নিষেধ!!!!! । আপনার টিউন টির জন্য ধন্যবাদ 😀 চালিয়ে যান ।

আপু,আপনার নিকট IDM এর সিরিয়াল আছে কি?

Level 0

রুহুল ভাই আমার কাছে idm এর প্যাচ টা আছে যেকোন ভার্সনে কঠিন ভাবে কাজ করে… লাগলে আওয়াজ দিয়েন… বিনিময়ে এই গরমে আপনার জটিল ফ্যানটা চাই…. fb id ferdaus hasan khan already added with u

Prince ভাই, প্যাচটি আমার ইমেইল আইডিতে পাঠিয়ে দিয়েন আর ফ্যানটির শীতল বাতাসের পরশ উপভোগ করুন ।
[email protected]