আমরাতো অনেক Animated Wallpaper দেখেছি কিন্তু কখনও নিজে বানানোর চেষ্টা করেছি কি? হয়তো অনেকে পারেন তবে আমার মতো যারা আগে পারতেন না তাদের বলছি আপনিও খুব সহজেই Animated Wallpaper বানাতে পারবেন Animated Wallpaper Maker 2.0.1- নামের এই সফটওয়্যার দিয়ে। এটি ব্যবহার করা খুবই সহজ। নিচের ছবি দুইটা দেখুন। একটা তে আগুন আরেকটায় পানি তাও আবার পানিতে ছায়াও আছে।
এটি খুব সহজেই দেয়া গেছে। এছাড়াও আপনি ছবিতে তুষার,মাছ,ঢেউ,পানির ফোটা ইত্যাদি যোগ করতে পারবেন। আমি একটা টিউন দেখলাম Animated Wallpaper নিয়ে যা দেখতে খুবই সুন্দর হইছে। ইচ্ছা করলে আপনিও এর চেয়ে সুন্দর Animated Wallpaper বানাতে পারেন এই সফটওয়্যার দিয়ে,তাহলে আর দেরি কেন? এখনই আদা জল খেয়ে লেগে যান Animated Wallpaper বানাতে।
ডাউনলোড লিঙ্ক
Animated Wallpaper Maker 2.0.1
আর হ্যা সাথে Full version করার জন্য Actavate.exe তো আছেই।
এটি XP এবং Vista সাপোর্ট করে।
আশা করি সবার কাজে লাগবে।
সামনে আমার পরীক্ষা তাই সবাই আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
কারো অনুগ্রহের পাত্র হয়ে না থেকে, আপনি একটু কষ্ট করে JDOWNLOADER free soft. নেট থেকে নামিয়ে নাও, রাজত্ব করো rapidshare ,hotlife ,megaupload সহ তাবৎ download links গুলোর উপর!
ভালো থাকো।
Most Welcome