জীবন্ত করে ফেলুন স্থির চিত্রকে !!!!!!!!!

সবাইকে এই শীতের শিশির ভেজা ঘাসের শুভেচ্ছা দিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমি এখন যে সফটওয়্যারের কথা জানাবো তার নাম হল Nature Illusion Studio Professional v3.12 যা মাত্র 4.45MB সাথে Full version করার জন্য সিরিয়াল কী তো থাকছেই। 😉
আপনি এই software দিয়ে যা করতে পারবেন তা হল আপনার একটা স্থির ছবিকে শব্দসহ জীবন্ত করে ফেলতে পারবেন। যেমন ধরুন আপনি একটা ঝর্নার পাশে দাঁড়িয়ে ফটো তুলেছেন। এখন ছবিতে পানি স্থির হয়ে আছে। আচ্ছা এমন হলে কেমন হয় যদি ঝর্নার পানিগুলি কল কল শব্দ করে নিচে নেমে যাচ্ছে এবং আপনার আশে পাশে পাখি,প্রজাপতি শব্দ করে উড়ছে !!! চিন্তা করে দেখুনতো কি মনে হবে? হ্যা মনে হবে যেন আপনি ঠিক ঐ জাগাতেই এখনও দাঁড়িয়ে আছেন। আপনার ঐ প্রানহীন ছবিকে জীবন্ত করে তুলবে এই সফটওয়্যার। মানে কল কল শব্দে পানির নড়াচরা সাথে পাখি,প্রজাপতি,কাঠঠোকরা,হরিণ এমনকি বৃষ্ষ্টিপাত,তুষারপাত ইত্যাদি যোগ করে ছবিকে প্রান দিয়ে দিতে পারবেন। আপনারা এর কাজ না দেখলে বুঝতেই পারবেন না কত চমৎকার জিনিষ।
প্রথমে ডাউনলোড করুন এখান থেকে
Download link
সাথে সিরিয়াল কী আছে।

যেভাবে সফটওয়্যার দিয়ে কাজ করবেনঃ
প্রথমে create new project এ click করে আপনার ফটো Load Image থেকে select করে দিন। এখন Water mask থেকে সিরিয়ালে পেন্সিলের মাধ্যমে ছবির পানির অংশগুলো দেখিয়ে দিন মানে যেখানে পানি চলাচল করবে তা select করে দিন। select করতে মাউসের left button চেপে রাখুন আর মুছতে right button দিয়ে কাজ করুন।
ছবিতে বৃষ্টি বা তুষারপাত যোগ করতে চাইলে Weather থেকে select করে দিন।
ছবিতে পাখি,প্রজাপতি ইত্যাদি দিতে Object থেকে Add Object এ click করুন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো Object যোগ করে দিন।
ছবিতে ঝর্নার পানির শব্দ,পাখির ডাক ইত্যাদি দিতে Sound থেকে Add করে দিন।
আপনি আপনার ছবিকে কতটুকু জীবন্ত করতে পারলেন তা দেখতে Preview তে click করুন।
আপনার এই ছবিকে বিভিন্ন ফরমেটে বানাতে পারবেন। যে গুলো হলঃ
* Exe
* Screensaver
* Avi
* Gif
Build Screensaver থেকে Screensaver বানাতে পারবেন। এভাবেই সব বানাতে পারবেন।
ব্যাস কাজ শেষ।
এখন আপনার জীবন্ত ছবি দেখুন আর মজা উপভোগ করুন।
আপনারা যারা আমার আগের টিউনের সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেননি তারা এখন ডাউনলোড করতে পারবেন। এখন মিডিয়া ফায়ারের লিঙ্ক দিয়েছি।
আমার আগের টিউন ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ
সবাইকে ধন্যবাদ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি দুইটাই ব্যবহার করে দেখলাম। আসলে খুবই কাজের জিনিস।আপনাকে অনেক ধন্যবাদ,

হাসান ভাই,আপনাকে ধন্যবাদ।আমি আপনার ‘ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ’ টিউনে উক্ত সফটওয়্যারের কিছু লিংক দিয়েছিলাম কিন্তু টেকটিউনে সেটা publish kora hoini.tat karon bujlam na.

    যেটা publish হইয়েছিল তার লিঙ্কটাও কাজ করেনি।
    এখন আর সেটার প্রয়োজন নেই।
    ধন্যবাদ।

Level 3

GOOD 🙂

Level 2

ধন্যবাদ সুন্দর সফটওয়্যার উপহার দেয়ার জন্য।
আপনার আগের টিউনের সফটওয়্যারটিও শেষ পযর্ন্ত Mediafire থেকে ডাউনলোড করতে পেরেছিলাম।
আবারও ধন্যবাদ।
ভাল থাকুন।

    ডাউনলোড করতে পেরেছেন শুনে ভাল লাগছে।
    আপনাকেও ধন্যবাদ। 😀

Thanks Mr. Hasan Jubair

Level 0

ধন্যবাদ হাসান ভাই আপনাকে সুন্দর টিউনের জন্য।আমি download করে installকরলাম কিন্তু Register key তো পেলাম না। আমি শুধুমাত্র ৩০দিনের trial verson টা পেয়েছি। তাই আপনার দৃষ্টি আকর্ষন করছি একটু দেখবেন কি?

    ভাই keygen.exe যে ফাইলটি আছে তা run করুন।
    ঐখানে নাম আর সিরিয়াল পাবেন যা দিয়ে Full version করতে পারবেন।
    ধন্যবাদ।

Level 0

ভাই আপনার কীগেনে ভাইরাস আছে। ব্যবহার করা যাচ্ছেনা। দয়া করে কী গুলো কম্মেন্ট এর মাধ্যমে দিলে খুবই ভালো হয়। আর এর আগের সফটি যেটা ছবি থেকে অপ্রয়োজিনিষ মুছার সেই ফাইলটি RAR file সেটিও ওপেন করতে পারছি না। সামধান দেন।

    ভাই zip file খুলতে হলে আগে একটা software install করতে হবে।
    তাই Winrar software টি install করে নিন।
    ধন্যবাদ।

    Level 0

    এটিতো শুধু আগের সফটের সমাধান দিলেন কিন্তু এই সফটের যে কী চাইলাম তা কৈ।কারন ঐ কী বের করা যাচ্ছেনা। এই নতুন টিউনের সফটের কীগুলো এখানে লিখে দেন

    Name: TEAM ROGUE
    কী : 0JF1BZ-JC1C8U-Q2PN30-FC8ECA
    এইটা দেখেন।
    ধন্যবাদ।

    Level 0

    Many many Thanks

    welcome

Level 0

Hasan Jubair ভাই আপনাকে দুবাই মরুভূমি থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানায়।

    আপনাকে বাংলাদেশের সবুজ মাঠ থেকে ধন্যবাদ। 😀

প্রিয় হাসান

অসংখ্য ধন্যবাদ, এ ধরণের একটি সফটওয়ারের সন্ধান দেয়ার জন্য। কিন্তু আমি ডাউনলোড করলাম ZIP ফাইলটি কিন্তু তা কিছু Error আছে বলছে। তাই ব্যবহার করতে পারলাম না। কি করবো একটু জানাবেন কি?

    আপনি Winrar software টি install করে নিন। তাহলে হয়তো সমস্যা হবে না আশা করি।
    ধন্যবাদ।

সরি, ভাইজান আমার কম্পিউটারে Winrar Software already installed কিন্ত সমস্যা হচ্ছে পুরো না ডাউনলোড না হয়ে হয়েছে 4.03 mb।

বার বার ডাউনলোড করেও 4.03 MB এর বেশী পারলাম না কি করি বলুনতো।

ভাই আপনি এসব জিনীস পান কই?লোভ সামলাইতে পারতাছিনা।অপেক্ষা করেন।সবগুলা নামাইয়া আপনার জন্য ধইন্যাপাতা আর কাঁচা মরিচের ক্ষেত পাঠাইয়া দিব মেইল কইরা।

    পারলে সাথে আপনি নিজেও চইলা আইসেন।

ভাই টেক টিঊন্সে কি ফেভারিট অথবা বুক্মার্ক এর অপশন বন্ধ করে দেয়া হয়েছে? আমি অবশ্য কোনোদিন আমার পেইজ এ কোনো টিউন কেই ফেভারিট বা বুক্মার্ক এ রাখতে পারিনি। মানে আমি লগিন করলেই যেখানে টিউন পাবো, সেই লিঙ্ক এর কথা বলছি। কিছুদিন ধরে গুগলের বুক্মার্ক ব্যবাহার করছিলাম, ‘বুক্মার্ক দিস পেইজ’ (একটা গ্লোব এর ইমেজ এর উপরে ক্লিক করলে অপশন আস্তো) লিঙ্ক দিয়ে। কিন্তু এখন দেখছি ঐ অপশন ও নেই। আমি ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ার ফক্স ব্যবহার করি।

কেউকি দয়া করে বলবেন? আমি নিজের অজ্ঞানতায় নিজে লজ্জিত।

Many many Thanks.

অনেক সুন্দর টিউন।

ভাই আমি ২০১১ সালের ক্যালেন্ডার বানাবো আমার ছবি দিয়ে । help me about this matter. file should be in jpeg format. pls help me.