ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ

আমরা অনেকেই অনেক রকম ছবি তুলি। চিন্তা করে দেখুনতো এমন কি কোন সময় হয় নাই যে, সুন্দর একটা ছবি তুলছেন কিন্তু ছবিটার কিছু অংশ না থাকলে আরও সুন্দর লাগতো। হ্যা এরকম অনেক ছবিতেই হয়। তাই কিভাবে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছা যায় তাই নিয়ে আমার এই টিউন।
আপনি যেই সফটও্যারের মাধ্যমে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন তার নাম হল InPaint 2.3 যা ব্যবহার করা খুব সহজ। নিচের ছবিটি দেখুন

প্রথমে তিনটা গাছ ছিল কিন্তু পরে দেখা যাচ্ছে দুটা গাছ যা এই সফটও্যারের মাধ্যমে করা হয়েছে। ঠিক ঐ গাছটার মতো আপনিও আপনার ছবি থেকে যেকোন কিছু মুছে ফেলতে পারেন। ডাউনলোড করতে পারবেন এখান থেকে

Download link

এটি Free version না তবে Full version করা যাবে। প্রথমে Setup.exe ফাইলটি install করুন। তারপর Activate.exe নামের ফাইলটি Run করেন। এখন নিচের ছবির মত স্থানে click করুন।

ব্যাস হয়ে গেল Full version।
এখন আসি কিভাবে এই software দিয়ে কাজ করবেন।
প্রথমে একটি ছবি open করেন। এখন আপনি ছবিটির যে অংশটুকু মুছতে চান তা মাউস দিয়ে click করে করে ঠিক করে দিন। এরপর উপরে Run বাটনে click করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর দেখুন মজা!!!!!!!!
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ডাউনলোড লিন্ক কাজ করে না।

    ভাই এখন দেখেন মিডিয়া ফায়ারের লিঙ্ক দিয়েছি।
    ধন্যবাদ।

    Level 0

    ডাউনলোড করলাম। কাজের জিনিস !!! ধন্যবাদ।

    যাক শেষ পর্যন্ত ডাউনলোড করতে পারলেন।
    ধন্যবাদ।

Level 2

যারা সফটওয়্যারটি ডাউনলোড করতে চান নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন:

http://www.filecluster.com/download-link-0/53328.html

    ধন্যবাদ এই লিঙ্ক দেয়ার জন্য কিন্তু ভাই এখান থেকে ডাউনলোড করলে Full version করবেন কিভাবে?

    Level 2

    আমি উক্ত সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করেছি।
    সব কাজ করা যায়, কিন্তু Save করা যায় না।
    আপনি এক কাজ করুন, আপনার কাছে যে সফটওয়্যারটি আছে তা Mediafire অথবা নিচের লিংক ব্যবহার করে আপলোড করে দিন। যাতে সবাই ডাউনলোড করতে পারে। আপনার দেয়া উপরের কোন লিংক-ই কাজ করে না।

    http://www.hotshare.net/bd

    ধন্যবাদ।

এই লিংকটি আপনার browser-e past করে দিলে হব।kegen-ও আছে।
http://dc105.4shared.com/download/77908472/da6593f2/Teorex_Inpaint_v20.rar?tsid=20100117-160609-22f8ef15

http://24earnmoney.blogspot.com
http://iusbd.blogspot.com

    এখন আর এত কষ্ট করা লাগবে না।
    মিডিয়া ফায়ারের লিঙ্ক দিয়েছি।
    ধন্যবাদ।

Level 0

vai download hoite hoite sesh porjaye r hocche na.
ektur jonno hoyna

Level 0

VAI ATO GENJAM KEN……………

    ভাই এতো গ্যাঞ্জাম যে কেন তা তো আমিও বুঝতাছি না।

Level 2

আপনার এই টিউনটি ইতিমধ্যে ৬০০ বারের বেশী দেখা হয়েছে।
আমার মনে হয় না, সফটওয়্যারটি কেউ সঠিকভাবে ডাউনলোড করতে পেরেছেন।
আমি আপনাকে বলেছিলাম Mediafire অথবা hotshare এ আপনি নিজে এটি আপলোড করুন।
কিন্তু আপনি তা’ও করলেন না।

সাইমুন একটি লিংক দিল যেখান থেকে ২৯০ বারের বেশী সফটওয়্যারটি ডাউনলোড করা হয়েছে।
কিন্তু এটি পাসওয়ার্ড প্রটেকটেড এবং ফাইল মিসিং/করাপ্টেড ম্যাসেজ দেয়। শেষ পর্যন্ত একটি ফাঁকা ফোল্ডার পাওয়া যায়।

এভাবে টিউন করার কোন মানে হয় না।

পাঠক হয়ত ভবিষ্যতে আপনার টিউন পড়বেই না।

    কেউ যে ডাউনলোড করতে পারে নাই এইটা কিন্তু ঠিক না অনেকেই ডাউনলোড করেছে যাদের আমি চিনি।
    আর আপনি যেই hotshare এর লিঙ্কটা দিয়েছেন তা কিন্তু কাজ করছে না। তাহলে আমি কি আপনাকে বলবো যে, আপনি আর কমেন্ট করবেন না?
    আমি আপনার চেয়ে অনেক ছোট তাই কোন ভুল হলে ক্ষমা করবেন তবে আমি যেই লিঙ্ক গুলি দিয়েছি সবগুলা থেকেই আমি ডাউনলোড করতে পেরেছি। আপনারা কেন ডাউনলোড করতে পারছেন না তা আমি জানি না।
    উপদেশের জন্য ধন্যবাদ।

Level 0

nice works

ভাই ডাউনলোড লিন্ক কাজ করে না।