আমরা অনেকেই অনেক রকম ছবি তুলি। চিন্তা করে দেখুনতো এমন কি কোন সময় হয় নাই যে, সুন্দর একটা ছবি তুলছেন কিন্তু ছবিটার কিছু অংশ না থাকলে আরও সুন্দর লাগতো। হ্যা এরকম অনেক ছবিতেই হয়। তাই কিভাবে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছা যায় তাই নিয়ে আমার এই টিউন।
আপনি যেই সফটও্যারের মাধ্যমে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন তার নাম হল InPaint 2.3 যা ব্যবহার করা খুব সহজ। নিচের ছবিটি দেখুন
প্রথমে তিনটা গাছ ছিল কিন্তু পরে দেখা যাচ্ছে দুটা গাছ যা এই সফটও্যারের মাধ্যমে করা হয়েছে। ঠিক ঐ গাছটার মতো আপনিও আপনার ছবি থেকে যেকোন কিছু মুছে ফেলতে পারেন। ডাউনলোড করতে পারবেন এখান থেকে
এটি Free version না তবে Full version করা যাবে। প্রথমে Setup.exe ফাইলটি install করুন। তারপর Activate.exe নামের ফাইলটি Run করেন। এখন নিচের ছবির মত স্থানে click করুন।
ব্যাস হয়ে গেল Full version।
এখন আসি কিভাবে এই software দিয়ে কাজ করবেন।
প্রথমে একটি ছবি open করেন। এখন আপনি ছবিটির যে অংশটুকু মুছতে চান তা মাউস দিয়ে click করে করে ঠিক করে দিন। এরপর উপরে Run বাটনে click করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর দেখুন মজা!!!!!!!!
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাই ডাউনলোড লিন্ক কাজ করে না।