দ্রুত ছবি বা ইমেজ্‌ রিসাইজ করুন ।

আমরা অনেক সময় ছবি বা ইমেজ্‌ ইন্টারনেট এ আপলোড করে থাকি। আবার ইমেইল এ এ্যাটাচ্‌ করে পাঠায় বা মেসেঞ্জার এ সেন্ড করি।তবে ইমেজ্‌ এর সাইজ অনেক বড় থাকে এ জন্য ইমেজ্‌ এর জায়গাটাও অনেক বেশি নিয়ে থাকে। যা কোথাও আপলোড বা পাঠাতে গেলে একটু বেশি সময় লাগে।এবং অত বড় সাইজ এর ইমেজ্‌ আপলোড করার প্রয়োজন ও হয় না।
বিশেষ করে অনেক উন্নতমানের ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ফটো গুলোর সাইজ অনেক বড় হয় এবং জায়গাও অনেক বেশি নেয়।তো এত বড় সাইজ টা কে যদি একটু কমিয়ে আনা যায় তা হলে জায়গা টাও অনেক কমে যাবে তাতে ইমেজ্‌ এর কোয়ালিটি খুব একটা চোখে পড়ার মত খারাপ হবে না।

প্রথমে Image Resizer নামের সফটওয়্যার টি‌ ডাউনলোড করে নিন। সফটওয়্যার টি মাত্র 520KB এর মত জায়গা নেবে। এবার সাধারন ভাবে আপনার কম্পিউটারে সফটওয়্যার টি ইন্সটল করে নিন।

এবার যে ইমেজ্‌ বা ছবি টি রিসাইজ করবেন সেটির মাউস দিয়ে উপর রাইট্‌ ক্লিক করুন।

1111
তারপর একটি মেনু দেখাবে সেখান থেকে Resize Pictures অপশন এ ক্লিক করুন।

enhance_resize_02
এবার উপরের চিত্রের মত একটি বক্স দেখাবে। ওখান থেকে যে কোন একটি সাইজ সিলেক্ট করতে হবে। তারপর OK তে ক্লিক করলেই আগে যে ইমেজ্‌ টা ছিল তার পাশেই ছোট সাইজ এর আর একটি ইমেজ্‌ তৈরী হয়ে যাবে। যেহেতু ওখানে ডিফল্ট হিসাবে ৪ টি অপশন দেওয়া আছে ।

আপনি চাইলে ইচ্ছা মত সাইজও করতে পারেন। Advaned>> এ ক্লিক করে Custom এর অধিনে আপনার প্রয়োজনীয় সাইজ টি নির্ধারন করে দিয়ে OK তে ক্লিক করুন। তা হলে উক্ত সাইজ অনুজায়ী ইমেজ্‌ টি রিসাইজ হয়ে যাবে।
enhance_resize_04

6c4adce05a896883704275d04cfb9dc5

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download link koi?

ভাই CPAC সফট্ টার জন্য দুইবার কমেন্টস করছিলাম। একবারো সারা দেন নাই। 🙁

download হয়না একটা উপায় বলে দিন plz