আমরা সবাই প্রায় কমবেশি ছবি তুলি, সেই ছবি গুলোকে বিভিন্ন রকমের এফেক্টের মাধ্যমে সুন্দর করা চেষ্টা করি । অনেকেই হয়তো বা ফটোশপে এডিট করেন বা অন্য কোন সফটওয়ার্র এ কিন্তু ফটো এডিটের জন্য অনলাইনেই আছে চমৎকার কিছু সাইট তার মধ্যে থেকে ৩টি সাইট আজকে তুলে ধরলাম। আশা করি সবারেই ভাল লাগবে।
একটি অন্যতম সেরা ছবি এডিটের সাইট আপনি খুব সহজেই ঐই খানে রেজিষ্ট্রেশন ছাড়াই ছবি এডিট করতে পারবেন। এইখানে ভাল ছবি এডিটের প্রায় সকল উপাদানেই আছে। তাছাড়া সাইটটির স্প্রিড ও খুব ভাল। আপনি দেখতে পারেন।
এটিও একটি খুবেই জনপ্রিয় ফটোএডিট সাইট যেখানে প্রায় সকল ফটো এডিট টুলস আছে। এই সাইটটি ব্লগাররা বেশি পরিমাণে ব্যবহার করে। এইখানে আপনি ফটো এডিটের পরে সরাসরি ডাউনলোড এর একটা বড় সুবিধা পাবেন এবং ডাউনলোড স্পিড খুবেই ভাল। ব্যবহার করতে পারেন।
এই সাইট সম্পর্কে বোধহয় অনেকেই ভাল জানেন। এটি বলা যেতে পারে একটি ফটো এডিটের প্রিমিয়াম সাইট। এই সাইটে ফটো এডিটের প্রিমিয়াম টুলস আছে যেমন ফটোশপে আছে। তাছাড়া আরো বেশি কিছু স্পেশাল এফেক্টতো আছেই এবং প্রায় ছবিকে সুন্দর করতে সকল টুলস এই এইসাইটে আছে । আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন ছবিকে বিভিন্ন সাইজে। তাই ঘুরে আসতে পারেন সাইট থেকে।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।