বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের । নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই,সপ্ন দেখি নতুন দিনের । এভাবে প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূতি,মান,অভিমান,শংশয়,দুঃখ,বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাচতে হবে আমার,আপনার,আমাদের সবাইকে। সমস্যা থাকতেই পারে তাই বলে থেমে গেলে চলবেনা কারন আমাদের যেতে হবে অনেক দূরে । আমাদের সপ্নের সেই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে আমাদেকে। এই হোক আমাদের নতুন বছরের অঙ্গিকার।
হাসি খুশিতে ভরে উঠুক আমাদের জীবন ঠিক এই রকম।
এখানে থেমনা বন্ধু
এখানে থেমনা
সামনে যে যেতে হবে
অনেক দূরে
সেকি তুমি যাননা
চলার পথে যানি
আসবে বাঁধা
বিগ্ননা থাকে যদি পথে
চলার গতি পাবে কিভাবে
লক্ষের অভিমূখে দৌড়াত
সামনে যে পাবে তুমি
বিজয় মুকুট
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
😛