ফটোগ্রাফার হিসেবে আপনার অধিকার নিয়ে কথা বলতে চাই না

আগের একটি লেখায় প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ফটোগ্রাফাররা বিভিন্ন জায়গায় ছবিতুলতে বেশ কিছু ঝামেলায় পড়ে। অনেকে প্রশ্ন বিদ্ধ করে,ছবি তোলা নিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়নি এমন ফটোগ্রাফার নেই বললেই চলে। এখানে ফটোগ্রাফারের অধিকার ও আচরণ নিয়ে আলোচনা করা হলো। আগের একটি লেখায়

যে সব বিষয়ে আলোকপাত করা হবে তা হলো:

  • ১. কোথায় এবং কিসের ছবি তুলতে পারবো?
  • ২. জনসাধারনের প্রশ্নের জবাব দেয়ার পদ্ধতি
  • ৩.আমার তোলা ছবি প্রকাশ করবো কোথায়?
  • ৪.মডেল রিলিজ সম্পর্কিত আইডিয়া

কোথায় এবং কিসের ছবি তুলতে পারবো?

সহজ ভাবে প্রশ্নটির উত্তর হলো জন সাধারনের জন্য উম্মুক্ত প্রায় সব কিছুর ছবি তুলতে পারবেন। তবে ছবি কোথায় এবং কিভাবে প্রকাশ করবেন তার উপর বিধি নিষেধ আছে। সাধারন পার্ক, কারো ব্যক্তিগত বাগান, রাস্তা ঘাট, ব্রিজ ইত্যাদির ছবি তুলতে কোন বাধা নেই। মূলত: কেউ বাধা না দেয়া পর্যন্ত এসব জায়গার ছবি তুলতে কোন আসুবিধা নেই।
তবে, সেনাসদর, এটিএম বুথ, রেস্ট হাউজ, সাজ সজ্জার জায়গা ইত্যাদি যেখানে ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হয় সেখানের ছবি তোলা যাবে না।

জনসাধারনের প্রশ্নের জবাব দেয়ার পদ্ধতি

আপনি ছবি তুলতে চাইলে খুব সহজেই আপনাকে প্রশ্ন করাতে সুযোগ লোকজন। আইন প্রয়োগকারী সংস্থ বা সাধারন লোকজন আপনাকে ছবি তুলতে নিষেধ করতে পারে। সন্ত্রাসবাদ বা অন্যকোন কারন দিখিয়ে বলতে পারে এখানে ছবি তুলতে পারবেন না, যদিও এখানে আপনার ছবি তোলার অধিকার আছে।
প্রাথমিকভাবে আপনি শান্ত থাকুন এবং আপনি কেন ছবি তুলবেন তার বর্ণনা তাদের দেয়ার দরকার নেই। পরিবেশ বেশি খারাপ নাহলে ছবি তুলতে পারেন। এবং বলতে পারেন-এখানে ছবি তোলার অধিকার আপনার আছে।
আপনার ক্যামেরা,মেমরীকার্ড তাদেরকে দিবেন না এবং কোন ছবি মুছে ফেলতে বললে তা করবেন না, যতক্ষন না আপনাকে আইনপ্রয়োগকারী সংস্থা কতৃক বলা হয়। আপনার পরিচয় জানতে চাইলে তাদের পরিচয় আগে জেনে নিন এবং তাদের এট জানতে চাওয়ার অধিকার আছে কিনা তা অবহিত করুন।

কোথায় এবং কিভাবে ছবি প্রকাশ করা হবে?

ছবি প্রকাশের অধিকারের ব্যপারে যখনি প্রশ্ন তোলা হয় তখনই অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারটা কাছে চলে আসে। অধিকাংশ দেশেই কোন লিগাল রিলিজ ছাড়াই ছবি প্রকাশ করা যায়।
কোন মডেলে ছবি, কোন আর্টওয়ার্ক বা কোন শিল্পীর কাজের সট তুলে প্রকাশ করতে চাইলে অনুমোদনের ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে।

মডেল রিলিজ সম্পর্কে

নিচে মডেল রিলিজের দুটি উদাহরন দেয়া হলো। এভাবে মডেল রিলিজ তৈরী করে অনুমোদনের মাধ্যমে ছবি প্রকাশ করা যেতে পারে।

মডেল রিলিজ সেম্পল-১

মডেল রিলিজ সেম্পল-২

শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে টিউটরিয়ালবিডির লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।  টুইটারেও অনুসরন করতে পারেন।

ইদানিং ফটোগ্রাফীর উপর (অনলাইনে) পড়ালেখা করছি আর নিজের শেখার প্রয়োজনেই কিছু অনুবাদ, কিছু বা নিজের মতো করে লিখছি।যেমন এই পোস্টটি Fredrik এর লেখা পড়ার পর পরই লিখতে হলো আমাকে।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউটো ভাই খুবই সুন্দর আর কোয়ালিটি টিউন।ভাল থাকবেন।

    ধন্যবাদ সাবটাইটেল মামুন।

ভালো লাগলো লেখাটি পড়ে

    তুমি তো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছ। বাকিটা পরে বলবো….

হুম ……. আমার মত এ্যামেচার ফটোগ্রাফারদের অনেক কাজে লাগবে …….. আপনাকে অনেক ধন্যবাদ টিউটো ভাই। চালিয়ে যান …. আমি আপনার পিছেই আছি।

    ভাল ক্যামেরার যেই দাম। ফটোগ্রাফার এখনো হইতে পারি নাই, শিখতেছে মাত্র।

টিউনটি সুন্দর, সাজানো।

    কালকের আড্ডাটা এখনো তোমার মাথায় ঘুর পাক খাচ্ছে মনে হয়।

    কেন টিউটো ভাই?

Level 0

hi….
mahabub bai? Kemon Asen?