ছবি মনের কথা বলে,ছবি সময়ের কথা বলে । স্মৃতিময় সময়কে ছবির মাধ্যমে স্থির করে ফ্রেমে বেধে রাখা যায় । ছবির কাজের জন্য অনেক দামিদামি ও ভারিভারি সফটওয়্যার আছে । এই দামি ও ভারি সফটওয়্যার এর ভিরের মধ্যে ও কিছু ছোটছোট সফটওয়্যার থাকে যা আমরা অনেকে জানিনা বা জানার চেস্টা করি না । আজ আমি আপনাদের খুব ছোট মাএ ২১২ কেবি সাইজের ১টা সফটওয়্যারের কথা বলব যেটা দিয়ে বিদ্যুত গতিতে যে কোন ফরম্যাটের ছবিকে আপনার ইচ্ছা মত সাইজ দিতে পারবেন ।
সফটওয়্যারের নাম হচ্ছে EasyImageModifier, শুধু এই SETTINGS টা করুন Settings > Additional settings > resize proportionaiiy এ টিক দিন > OK দিন
শুধু ডাবল ক্লিক করে SOFT টি খুলুন পছন্দের ছবি টেনে ছাড়ুন পছন্দের সাইজ সিলেক্ট করুন BOX এ ক্লিক করুন ব্যসি ছবিটা আপনার কমান্ড দেয়া সাইজ মত কনর্ভাট হয়ে যাবে । সব চেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ছবির রেজুলেশন এর কোন পরিবর্তন হবে না।
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এখনো softwere ta download দেই নাই, but আপনার লেখা গুলো ভাল লেগেছে।